ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০০২ সালে বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত। এই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০০৩ সাল থেকে।
অবস্থান:
শুক্রবাদ বাস টার্মিনালে নেমে ২০০ গজ উত্তরে এগিয়ে হাতের ডান পাশে প্রিন্স প্লাজার তৃতীয় তলায় অবস্থিত।
ঠিকানা:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রিন্স প্লাজার, ৪/২ সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা- ১২০৭
ফোন- ০২- ৮১৩০৮৬৪, ৮১২৯১৭৭
মোবাইল- ০১৭১৩-৪৯৩০৪২
ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট:
অবস্থান:
শুক্রবাদ বাস টার্মিনালে নেমে ২০০ গজ উত্তরে এগিয়ে হাতের ডান পাশে প্রিন্স প্লাজার তৃতীয় তলায় অবস্থিত।
ঠিকানা:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রিন্স প্লাজার, ৪/২ সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা- ১২০৭
ফোন- ০২- ৮১৩০৮৬৪, ৮১২৯১৭৭
মোবাইল- ০১৭১৩-৪৯৩০৪২
ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট:
ফ্যাকাল্টি | ডিপার্টমেন্ট |
স্কুল অফ বিজনেস | বি.বি.এ |
এম.বি.এ | |
ই.এম.বি.এ | |
স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড এপ্লাইড সাইন্স | ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার |
ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সাইন্স | |
ডিপার্টমেন্ট অফ ইন ভাইরন মেন্টাল সাইন্স এন্ড ম্যানেজমেন্ট | |
স্কুল অফ লাইফ সাইন্স | ডিপার্টমেন্ট অফ লাইফ সাইন্স |
ডিপার্টমেন্ট অফ ফার্মেসী | |
ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ্ | |
স্কুল অফ আর্টস এন্ড পেপল সাইন্স | ইকোনোমিকস |
ইংলিশ | |
জেনারেল এন্ড কন্টিনিউ এডুকেশন |
ভর্তি প্রক্রিয়া: | |||||||||||||||||||||||||||||||||||||||||||
* এখানে ভর্তির হওয়ার জন্য শিক্ষার্থীর নূন্যতম যোগ্যতা হল- এস.এস.সি ও এইচ.এস.সি ২টি মিলিয়ে কমপক্ষে ৭.০০ স্কোর পেতে হবে। আর ‘ও’ লেভেল এর বিষয়ে ২.৫ এবং ‘এ’ লেভেল-এ ২.০০ মিলিয়ে মোট ৪.৫ স্কোর পেতে হবে। * শিক্ষার্থী যে ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক সে ডিপার্টমেন্ট থেকে ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ করে ৮০০ টাকা ব্যাংক ড্রাফট সহকারে রেজিষ্টার অফিসে জমা দিতে হবে। * সায়েন্সের বিষয়ে এইচএসসি সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথের উপর আর্টসের বিষয়ে এইচএসসি সিলেবাসের বাংলা, ইংরেজী এবং সাধারণ জ্ঞানের উপর এবং কমার্সের বিষয়ে এইচএসসি সিলেবাসের ব্যবস্থাপনা, মার্কেটিং এবং একাউন্টিং এর উপর ১০০ মার্কের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। * ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৫০ নম্বর পেলে শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। * ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রেজিস্টার অফিসে যোগাযোগ করে ভর্তির চূড়ান্ত ফরম সংগ্রহ এবং ফরম পূরণ করে তার সাথে চারটি পাসপোর্ট সাইজের ছবি, সার্টিফিকেটের ফটোকপি, মার্কশীট এর ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যদি থাকে) ও কলেজ থেকে প্রাপ্য প্রশংসা পত্রের ফটোকপি জমা দিতে হয়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||
সুযোগ সুবিধা: | |||||||||||||||||||||||||||||||||||||||||||
* মেডিক্যাল সেন্টারটি বিশ্ববিদ্যালয়ের ৫ম তলায় অবস্থিত। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ছাত্র-ছাত্রীর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। * একটি অডিটোরিয়াম আছে। যেখানে বিভিন্ন সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া ছাত্র-ছাত্রী শিক্ষকরা আলোচনা সভা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফীল ইত্যাদি অনুষ্ঠান করে থাকে। * সাধারণত শট/ লং ও নৈশ কালীন কোর্স রয়েছে। * প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ তলায় অবস্থিত। * ফলাফল পদ্ধতি গ্রেডিং পদ্ধতি। * বিশ্ববিদ্যালয়টিতে ইন্টারনেট কানেকশন রয়েছে। * শিক্ষার মাধ্যমে ইংরেজি * প্রতি বিভাগে গড়ে ১৩০ জন ছাত্র/ছাত্রী আছে। * এই বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সগুলো ‘ডে’ শিফটে হয়। এছাড়া মাস্টার্স কোর্সগুলোর জন্য ইভিনিং শিফট রয়েছে। * সেমিস্টার ভিত্তিক পড়াশুনা চলে এই বিশ্ববিদ্যালয়টিতে। যদি কোন ছাত্র-ছাত্রী ৩.৭৫-৪.০০ জিপিএ পায় কোন সেমিস্টারে তাহলে তার জন্য পরবর্তী সেমিস্টারে অর্ধেক সেমিস্টার ফি প্রদান করতে হয়। সেক্ষেত্রে তার নিজ ডিপার্টমেন্ট থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করে ডিপার্টমেন্টই জমা দিতে হয়। | |||||||||||||||||||||||||||||||||||||||||||
বিষয় ভিত্তিক প্রতি সেমিষ্টার খরচ দেওয়া হলো- | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রফেশনাল কোর্স: * ইংলিশ সার্টিফিকেট কোর্স * ইংলিশ স্পোকেন কোর্স * ইংলিশ স্পোকেন/ জেনারেল * ফ্রান্স ল্যাংগুয়েজ কোর্স * লন্ডন ল্যাংগুয়েজ কোর্স * চাইনিজ ল্যাংগুয়েজ কোর্স লাইব্রেরী: * বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের পাঁচ তলায় অবস্থিত। * লাইব্রেরীটি সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। * বই পেতে হলে লাইব্রেরীয়ানের কাছে থেকে লাইব্রেরী কার্ড সংগ্রহ করতে হবে। * প্রথাগত লাইব্রেরীর পাশাপাশি এখানে অনলাইন লাইব্রেরী আছে। * শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই অনলাইন লাইব্রেরী ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। * প্রথাগত ও অনলাইন লাইব্রেরী ২ টি মিলিয়ে প্রায় ৫০,০০০ হাজারেরও বেশী বই আছে। * লাইব্রেরীতে বসে পড়ার জন্য চেয়ার ও টেবিল আছে, |