ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদেরকে উপযুক্ত শিক্ষা প্রদানের লক্ষ্যে দ্যা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। মোট ৯ টি ক্যাম্পাস রয়েছে। এতে মোট ৩ টি ডিপার্টমেন্টের অধীনে ১৮টি বিষয়ে পড়াশোনা করানো হয়।
অবস্থান
এটি ধানমন্ডি এলাকায় অবস্থিত। এটি মেডিনোভা মেডিকেল সার্ভিসেস থেকে ১২০ গজ সামনে হাতের বাম পাশে অবস্থিত।
এ্যাডমিশন অফিস
ঠিকানা
|
যোগাযোগ
|
বাড়ি: ৭৩, সড়ক: ৫/এ, ধানমন্ডি, ঢাকা
|
ফোন: ৯৬৬৪৯৫২
পিএবিএক্স: ৯৬৬৪৯৫৩, ৮৬২৯৩৬৮ এক্স ১০৭
ফ্যাক্স: ৯৬৬৪৯৫০
ই-মেইল: admission@uap-bd.edu, registrar@uup-bd.edu
|
বিভাগ ও অফিস
অফিস
|
ঠিকানা
|
যোগাযোগ
| ||
রেজিস্টার অফিস
|
বাড়ি: ৪৯/সি, রোড: ৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২-৮৬২৯৩৬৫
পিএবিএক্স: ৮৮-০২-৯৬৬৪৯৫৩
ফ্যাক্স: ৮৮-০২- ৯৬৬-৪৯৫০
ই-মেইল: registrar@uap-bd.edu
| ||
অফিস সময়: সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা---------------------
| ||||
ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার
|
ব্লক: ই, বাড়ি: ৫১, সড়ক: ৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২-৮৬১২৯৩৫
পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স: ১৩০, ১১২
ই-মেইল: headarch@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
|
ব্লক: বি, বাড়ি: ৮৪, রোড: ৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২-৮১২৬৫৩২
পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স: ১১১, ১২৬
ই-মেইল: headbba@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং
|
ব্লক: সি, বাড়ি: ৫৩, রোড: ৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২-৮৬২৪০৬২
পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স ১৪৪, ১১৩, ১২৯
ই-মেইল: headbba@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
|
ব্লক: ডি, বাড়ি: ৫২/১, রোড: ৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২-৯৬৬৪৯৫১
পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স: ১৩১, ১৩৩
ই-মেইল: headcse@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
|
ব্লক: এফ, বাড়ি: ৪৯/সি, রোড: ৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২- ৯৬৭৩৪৫০
পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স: ১৩৪, ১৩৫
ই-মেইল: headeee@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব ইংলিশ
|
ব্লক: জি, বাড়ি: ৭৪, রোড: ৫/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২- ৮১২৬৫৩২ পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স ১৬১, ১১৫
ই-মেইল: headlhr@uap-bd.edu
| ||
ডিপার্টমেন্ট অব ফার্মেসী
|
ব্লক: এ, বাড়ি: ৭৩/সি, রোড: ৫/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা- ১২০৯
|
ফোন: ০২- ৮৬২৯৩৬৭ পিএবিএক্স: ৮৬২৯৩৬৮, ৯৬৬৪৯৫৩ এক্স: ১০৮, ১৩২
ই-মেইল- headpharm@uap-bd.edu
|
প্রোগ্রামগুলো
একাডেমিক প্রোগ্রাম
| ||
আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম
| ||
ডিগ্রি
|
ক্রেডিট ঘন্টা
| |
আর্কিটেকচার
|
বি. আর্চ
|
১৯৮
|
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (বিবিএ)
|
বিবিএ
|
১৩০
|
সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)
|
বি.এসসি. ইঞ্জিনিয়ারিং
|
১৬১
|
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
|
বি.এসসসি. ইঞ্জিনিয়ারিং
|
১৬১
|
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
|
বি.এসসি. ইঞ্জিনিয়ারিং
|
১৫১
|
ইংলিশ
|
বি.এ. (অনার্স) ইন ইংলিশ
|
১২০
|
ব্যাচেলর অব ল (অনার্স)
|
এলএল.বি. (অনার্স)
|
১২৮
|
ফার্মেসী
|
বি. ফার্ম (অনার্স)
|
১৬২
|
ম্যাথমেটিকস
|
বি.এসসি. (অনার্স)
|
১৩০
|
গ্রাজুয়েট প্রোগ্রাম
| ||
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
|
এমবিএ
|
৬০
|
এক্সক্লুসিভ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন
|
ইএমবিএ
|
৪২
|
মাস্টার অব সিভিল ইঞ্জিনিয়ারিং
|
এমসিই
|
৩৬
|
মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জি:
|
এমসিএসই
|
৩৬
|
এমএস ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি
|
এম.এস. ফার্ম টাচ্
|
২৪
|
মাস্টার অব ল (রেগুলার)
|
এলএল.এম. (রেগুলার)
|
২৬
|
এম.এ ইন ইংলিশ (১ বছর)
|
এম.এ ইন ইংলিশ
|
৩৬
|
এম.এ. ইংলিশ (২ বছর)
|
এম. এ ইন ইংলিশ
|
৭২
|
ভর্তি যোগ্যতা
আন্ডার গ্রাজুয়েট
| |
প্রোগ্রাম
|
এসএসসি এবং এইচএসসি জিপিএ
|
বি. আর্চ
|
৩ + ৩= মিনিমাম
|
বিবিএ
|
এসএসসি + এইচএসসি ≥ ৬
|
এসএসসি + এইচএসসি ≤৬
| |
বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
|
এসএসসি + এইচএসসি=৭ মিনিমাম
|
বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ইন ইইই
|
এসএসসি + এইচএসসি ≥ ৭.৫
|
এসএসসি + এইচএসসি ≤ ৭.৫
| |
বি.এ (অনার্স) ইন ইংলিশ
|
২.৫ + ২.৫= ৫ মিনিমাম
|
বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ইন সিএসই
|
এসএসসি + এইচএসসি ≥ ৭
|
এসএসসি + এইচএসসি ≤ ৭
| |
এসএসসি + এইচএসসি ≥ ৬
|
-
|
বি. ফার্ম (অনার্স)
|
এসএসসি + এইচএসসি= ১০
|
এসএসসি + এইচএসসি ≥ ৮
|
- CE, CSE, EEE ডিপার্টমেন্টে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও ম্যাথমেটিক্স থাকতে হয়।
- ফার্মাসীতে ভর্তি হতে চাইলে উচ্চ মাধ্যমিক গণিত, বায়োলজি, রসায়ন থাকতে হয়।
- আর্কিটেকচারে ভর্তি হতে চাইলে ফ্রি হ্যান্ড ড্রয়িং-এ দক্ষতা থাকতে হয়।
গ্রাজুয়েটপ্রোগ্রাম
|
যোগ্যতা
|
MBA
|
মাস্টার/ ব্যাচেলর ডিগ্রি যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
|
EMBA
|
এক্সিকিউটিভ/ ম্যানেজার/ আত্ম কর্মসংস্থানে তিন বছরের অভিজ্ঞতা সহ ব্যাচেলর/ মাস্টার্স ডিগ্রি
|
M.Sc.CE
|
৫০% নম্বর অথবা সিজিপিএ ২.৫০/ ৪.০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
|
MCSE
|
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং
|
MS. Pharm. Tech
|
৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ৩ বছরের ব্যাচেলর অব ফার্মাসী এবং ১ বছরেরর মাস্টার্স অব ফার্মাসী দেশ/ বিদেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
|
স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ অথবা ২য় বিভাগ (৫৫% নম্বর)
| |
স্নাতক পর্যায়ে ফিজিক্যাল ফার্মাসী, ফার্মাসিটিক্যাল, টেকনোলজি, ফার্মাসিটিসক্, বায়ো ফার্মাটিকস্ এবং ফার্মাসিটিক্যাল মাইক্রো বায়োলজি কোর্স সম্পন্ন করতে হয়।
| |
LL.M (regular)
|
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ২.৫০সহ এলএল বি ডিগ্রি থাকতে হয়।
|
প্রয়োজনীয় কাগজপত্র
- এসএসসি, এইচএসসি, ডিগ্রি/মাস্টার্স এর সার্টিফিকেট ও নম্বরপত্রের দু’কপি ফটোকপি।
- স্ট্যাম্প সাইজ ছবি ৬ কপি, পাসপোর্ট সাইজ ছবি ৪ কপি, অভিভাবকদের ছবি ১ কপি।
- রক্তের গ্রুপ সার্টিফিকেট ১ কপি।
ভর্তির খরচ (স্নাতক)
- ভর্তি প্রক্রিয়ার জন্য ৫০০ টাকা ফি দিতে হয়।
বিবরণ
|
ফি
|
ভর্তি ফি
|
১৩,০০০
|
এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস
|
৫,০০০
|
জামানত
|
৩,০০০
|
সার্টিফিকেট ভেরিফিকেশন ও আইডি কার্ড
|
৫০০
|
মোট
|
২১,৫০০
|
পড়াশোনার খরচ
আন্ডারগ্রাজুয়েট
|
মোটসেমিস্টার
|
মোট খরচ
| |
আর্কিটেকচার (৫ বছরের প্রোগ্রাম)
|
(৫ ×২ )= ১০
|
(১০ × ৭৫,০০০)= ৭,৫০,০০০
| |
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (বিবিএ) ৪ বছর
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ৪৬,০০০)= ৩,৬৮,০০০
| |
ব্যাচেল অব ল (অনার্স) ৪ বছর
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ২৯,০০০)= ২,৩২,০০০
| |
সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) ৪ বছর
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ৫০,০০০)= ৪,০০,০০০
| |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই ) ৪ বছর
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ৫০,০০০)= ৪,০০,০০০
| |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ৪ বছর
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ৫০,০০০)= ৪,০০,০০০
| |
বিএ (অনার্স) ইন ইংলিশ (৪ বছর)
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ২০,০০০)= ১,৬০,০০০
| |
ফার্মাসী (৪ বছর)
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ৭০,০০০)= ৫,৬০,০০০
| |
ম্যাথমেটিকস (৪ বছর)
|
(৪ ×২ )= ৮
|
(৮ × ২৬,০০০)= ২,০৮,০০০
| |
গ্রাজুয়েট
| |||
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (এমবিএ)
|
৫ সেমিস্টার
|
(৫ × ৩২,০০০)= ১,৬০,০০০
| |
এক্সক্লুসিভ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)
|
৪ সেমিস্টার
|
মোট খরচ= ১,০০,০০০
| |
মাস্টার অব সিভিল ইঞ্জিনিয়ারিং
|
৪ সেমিস্টার
|
১১ সেমিস্টার ২৫% ছাড়
মোট খরচ= ১,৩০,৫০০
| |
মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
|
৩ সেমিস্টার
|
১১ সেমিস্টার, ২৫% ছাড়
মোট খরচ= ৯৪,৫০০
| |
মাস্টার অব ফার্মাসিউটিক্যাল টেকনোলজি (নন-থিসিস)
|
২ সেমিস্টার
|
(২ × ৫৪,০০০)= ১,০৮,০০০
| |
মাস্টার অব ফার্মাসিউটিক্যাল টেকনোলজি (থিসিস)
|
২ সেমিস্টার
|
(২ × ৬৯,০০০)= ১,৩৮,০০০
| |
মাস্টার অব ল (রেগুলার)
|
২ সেমিস্টার
|
(২ × ২০,০০০)= ৪০,০০০
| |
এম.এ. ইন ইংলিশ (১ বছর)
|
৩ সেমিস্টার
|
(৩ × ৩০,০০০)= ৯০,০০০
| |
এম.এ. ইন ইংলিশ (২ বছর)
|
৬ সেমিস্টার
|
(৬ × ৩০,০০০)= ১,৮০,০০০
|
খরচ প্রক্রিয়া
- ফরম মূল্য ৫০০ টাকা (সকল প্রোগ্রামের জন্য)।
- ভর্তি ফি ২১,০০০ টাকা (সকল প্রোগ্রামের জন্য)।
- বিবিএ প্রোগ্রামের মোট খরচ ৩,৬৮,০০০ টাকা।
- বিবিএ প্রোগ্রামের প্রতি সেমিস্টার খরচ ৪৬,০০০ টাকা।
- বিবিএ প্রোগ্রামের মোট সেমিস্টার ৮টি।
- বিবিএ প্রোগ্রামের প্রত্যেক সেমিস্টারের শুরুতে ২৬,০০০ টাকা, বাকি টাকা মিডটার্মের ৭ দিন আগে ৫০% এবং ফাইনাল টার্মের সাতদিন আগে ৫০% (১০,০০০ টাকা) পরিশোধ করতে হয়। এভাবে প্রতি সেমিস্টারে ৪৬,০০০ টাকা পরিশোধ করতে হয়।
- একইভাবে অন্যান্য প্রোগ্রামের খরচ পরিশোধ করতে হয়।
- বিবিএ প্রোগ্রামে ভর্তির সময় প্রদেয় ফি এক নজরে
ফরমের মূল্য
ভর্তি ফি
সেমিস্টার ফি (অর্ধেক)
|
৫০০ টাকা
২১,০০০ টাকা
২৬,৫০০ টাকা
|
মোট
|
৪৭,৫০০ টাকা
|
টিউশন ফি-তে ছাড়
- প্রত্যেক বিভাগ ১ম বছরের ১ম সেমিস্টারের শীর্ষ ৩% শিক্ষার্থী ১০০% টিউশন ফি ছাড় পেয়ে থাকে।
- দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সলরের বিশেষ টিউশন ফি ছাড়ের আওতায় ১০% থেকে ১০০% টিউশন ফি ছাড় দেওয়া হয়ে থাকে।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদা ভাবে জিপিএ ৫.০০ পেয়েছে এমন শিক্ষার্থীদের ৫০% টিউশন ফি ছড় দেওয়া হয়ে থাকে।
- সেমিস্টারের ফলাফলের উপর ভিত্তি করে ২৫% থেকে ১০০% টিউশন ফি ছাড় দেওয়া হয়ে থাকে।
- এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় আলাদা আলাদা ভাবে জিপিএ ৪.৫০ এবং ৪.০০ পেলে যথাক্রমে ২৫% ও ১০% টিউশন ফি ছাড় দেওয়া হয়ে থাকে।
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য
এসএসসি-তে জিপিএ
|
এইচএসসি/ সমমান এর জিপিএ
| ||
এইচএসসি
|
ডিপ্লোমা
|
টিউশন ফি ছাড়
| |
৪.০০
|
৪.০০
|
৩.৫০-৩.৭৫
|
১০%
|
৪.৫০
|
৪.৫০
|
৩.৭৬-৩.৯৯
|
২৫%
|
৫
|
৫
|
৪
|
৫০%
|