Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

state university dhaka ষ্টেট ইউনিভার্সিট অব বাংলাদেশ

                                                 ষ্টেট ইউনিভার্সিট অব বাংলাদেশ

স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি অন্যতম বেসরকারী ইউনিভার্সিটি। ২০০২ সালে PUA এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তত্কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুমতি পাওয়ার পরপরই ২০০৩ সালের ৪ জানুয়ারী স্টেট ইউনিভার্সিট অব বাংলাদেশ তার কার্যক্রম আরম্ভ করে। এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং সার্টিফিকেট কোর্সগুলো পরিচালনা করা হয়। ষ্টেট কলেজ অব হেলথ সাইন্স এই বিশ্ববিদ্যালয়ের একটি সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান।


ঠিকানা এবং অবস্থান


ষ্টেট ইউনিভার্সিট অব বাংলাদেশ
নিজস্ব ক্যাম্পাস:
৭৭ সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ক্যাম্পাস ২:
বাড়ি ২৬২/এ, রোড ২৭, ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৮৮০-২-৮১৫১৭৮৩-৫, ৯১২৮৩২৯, ৯১২৫৬৭১, ৮১২৬২৭২-৩, ৮১৫৬৫২০, ফ্যাক্স: ৮১২৩২৯৬
মোবাইল: ০১৭১১-২২৮৯০০
ইমেইল: info@sub.edu.bd
ওয়েব:  www.sub.edu.bd


বিভাগগুলো

ব্যবসায় এবং সমাজ বিদ্যা
বিজ্ঞান ও প্রযুক্তি
ব্যবসায় শিক্ষা বিভাগ
ইংরেজী শিক্ষা বিভাগ
আইন বিভাগ
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনীয়ারিং বিভাগ
পরিবেশ বিজ্ঞান বিভাগ
স্থাপত্য বিভাগ


স্বাস্থ্য বিজ্ঞান
জনস্বাস্থ্য বিভাগ
খাদ্য বিজ্ঞান, প্রযুক্তি এবং পুষ্টি বিভাগ
ফার্মেসী বিভাগ
আলট্রাসাউন্ড বিভাগ (ডিপ্লোমা)
অপটোমেট্রি বিভাগ (ডিপ্লোমা)


পরিচালিত প্রোগ্রামগুলো

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম
গ্রাজুয়েট প্রোগ্রাম
০১.
ব্যাচেলর অব আর্কিটেকচার
০১.
এম এ (ভাষা তত্ত্ব এবং ইংরেজী ভাষা শিক্ষা)
০২.
বিএ অনার্স ইন ইংলিশ
০২.
এম ইন ইংলিশ
০৩.
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন
০৩.
এমবিএ এক্সিকিউটিভ
০৪.
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনীয়ারিং
০৪.
এমবিএ রেগুলার
০৫.
বিএসসি ইন ফুড সাইন্স এন্ড টেকনোলজী
০৫.
এমবিএ (স্বাস্থ্য সেবা)
০৬.
ব্যাচলর অব ফার্মেসী
০৬.
এম এ (জনস্বাস্থ্য)
০৭.
এলএলবি অনার্স
০৭.
মাষ্টার্স ইন ফার্মেসী
০৮.
-----------------
০৮.
এম এস (পরিবেশ বিজ্ঞান)


সার্টিফিকেট কোর্স অন রিসার্চ মেথডলোজী
এই কোর্সটি ৪ সপ্তাহ মেয়াদী ৩২ ঘন্টার কোর্স। সাধারনত ক্লিনিক / মেডিকেল / ডেন্টাল ডাক্তার, মেডিকেল / ডেন্টাল কলেজের শিক্ষক, সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগের ফ্যাকাল্টি সদস্যগন, প্রাইভেট প্র্যাকটিশনার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রোগ্রাম ম্যানেজার, এনজিও কর্মী, তরুন গবেষক গন এই কোর্সটি করে থাকে। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার ব্যাচ ভিত্তিক ক্লাসগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। ক্লাসের সময় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। কোর্স ফি ১২০০০ টাকা। তবে এই ইনষ্টিটিউটের শিক্ষার্থীগন বা যারা পোস্ট স্নাতকোত্তর ডিগ্রীধারীগন বিশেষ ডিসকাউন্টে মাত্র ১০০০০ টাকায় এই কোর্সটি করতে পারেন। ফেজ ১ এবং ফেজ ২ এ অংশ্রহনের ফি ৭০০০ (প্রতি ফেজ)। কোর্সটি রেজিষ্ট্রেশন শুরু হয় বছরের আগস্ট, এপ্রিল এবং ডিসেম্বর মাসে।

ভর্তি  ফরম
এই বিশ্ববিদ্যালয়ে বছরের তিনটি সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করে থাকে। ভর্তির আবেদন ফরম অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। আবেদন ফরমটি ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যায়। ভর্তি ফরমের মূল্য ৭৫০ টাকা। ভর্তির আবেদন পত্রটি যথাযথভাবে পূরন করে প্রয়োজনীয় সংখ্যক ছবি, প্রাতিষ্ঠানিক পরীক্ষার সনদের অনুলিপি, ভোটার আইডি কার্ডের অনুলিপি, প্রশংসা পত্র, চারিত্রিক সনদ ফরমের সংগে সংযুক্ত করতে হয়। ওয়েব সাইট থেকে ফরম ডাউনলোড করলে বিশ্ববিদ্যালয় বরাবর ৭৫০ টাকার পে-অর্ডার করে জমা দিতে হয়। ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হয়। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে admission@sub.edu.bd এই ঠিকানায় মেইল করতে পারেন।

ভর্তি যোগ্যতা

বিবিএ প্রোগ্রাম
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে।
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পৃথকভাবে ৫টি বিষয়ের উপর কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।


কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনীয়ারিং
কম্পিউটার সাইন্স এন্ড ইনফোরমেশন টেকনোলজী
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে।
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পৃথকভাবে ৫টি বিষয়ের উপর কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।
  • বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড থেকে ডিপ্লোমাধারীগন এই বিষয়ে আবেদন করতে পারবে।
  • NIIT এর শিক্ষার্থীদের জন্য ক্রেডিট ট্রান্সফার সুবিধা রয়েছে।

বিএসসি ইন আর্কিটেকচার
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে। যেকোন একটি বিভাগে পদার্থবিদ্যা এবং গণিত থাকতে হবে।
  • ও লেভেলে (৫টি বিষয়)  এবং এ লেভেলে (২টি বিষয়) পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।
  • বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড থেকে ডিপ্লোমাধারীগন এই বিষয়ে আবেদন করতে পারবে।

বিএসসি খাদ্য বিজ্ঞান এবং প্রযুক্তি
  • দুটি ব্যাচ রেগুলার এবং সান্ধ্যকালীন ব্যাচ।
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে।
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পৃথকভাবে ৫টি বিষয়ের উপর কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।
  • বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড থেকে ডিপ্লোমাধারীগন এই বিষয়ে আবেদন করতে পারবে।

এলএলবি অনার্স
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে।
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পৃথকভাবে ৫টি বিষয়ের উপর কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।

বিএ অনার্স ইন ইংলিশ
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ গ্রেড ২.৫০ পেতে হবে।
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পৃথকভাবে ৫টি বিষয়ের উপর কমপক্ষে সিজিপিএ ২.৫০ পেতে হবে।

এমএ প্রিলি (ইংরেজী)
এমএ ফাইনাল (ইংরেজী সাহিত্য)
সর্বনিম্ন ৬ পয়েন্ট সহ যেকোন বিষয়ে গ্রাজুয়েট।
  • বিএ অনার্স (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫।
  • এম এ (প্রিলি) (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫।

এমএ (ফলিত ভাষা তত্ত্ব এবং ইংরেজী ভাষা শিক্ষা)
  • বিএ অনার্স (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫।
  • এম এ (প্রিলি) (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫।
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ গ্রেড ৪.০০ পেতে হবে।

এমএ (জনস্বাস্থ্য)
  • এমবিবিএস/যেকোন বিষয়ে স্নাতকোত্তর।
  • বিএসসি (নার্সিং)/ বিএসসি (ফিজিওথেরাপী)/সমমান।

এম এস ইন এনভায়রনমেন্টাল সাইন্স
  • পরিবেশ বিদ্যা, মেডিকেল সাইন্স, কেমিষ্ট্রি, মৃত্তিকা বিজ্ঞান, ফলিত পদার্থবিদ্যা, ভূতত্ত্ব, বায়োকেমিষ্ট্রি, প্রাণীবিদ্যা, ভৌগলিক প্রকৌশল বিদ্যা, ব্যবসায় অর্থনীতি, সমাজ বিদ্যা এবং কৃষি বিষযে স্নাতক ডিগ্রীধারী ছাত্র-ছাত্রীগন এই বিষয়ে পড়তে পারেন।

এমবিএ রেগুলার
এমবিএ এক্সিকিউটিভ
  • যেকোন বিষয়ে গ্রাজুয়েট।
  • সর্বনিম্ন ৬ পয়েন্ট পেতে হবে।
  • (প্রথম বিভাগ ৩ পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগ ২ পয়েন্ট)
  • যেকোন বিষয়ে গ্রাজুয়েট।
  • সর্বনিম্ন ৬ পয়েন্ট পেতে হবে।(প্রথম বিভাগ ৩ পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগ ২ পয়েন্ট)
  • এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্ট পর্যায়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা

ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড
  • এমবিবিএস ডাক্তারগন এই কোর্সটি করে থাকেন।
  • কোর্সটি ১ বছর মেয়াদী।
  • কোর্সটি করতে খরচ ১,২০,০০০ টাকা।

ভর্তি প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়টি বছরে স্প্রিং, সামার এবং ফল সিজনে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃ নির্ধারিত ভর্তি যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন করতে হয়। ভর্তির আবেদন পত্র জমা হওয়ার পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ লাভ করে। ভর্তির আসন পূর্ণ না হলে অপেক্ষমান তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হয়।
অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীদের এখানে ভর্তির সময় পূর্বের বিশ্ববিদ্যালয়ের নাম, অধ্যয়ন রত কোর্সের নাম এবং প্রয়োজনীয় ট্রান্সফার সার্টিফিকেটসহ অনুমতি পত্র জমা দিতে হয়।
বিদেশী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রের সাথে বৈধ স্টুডেন্ট ভিসা, সার্টিফিকেট এর ইংরেজী প্রতিলিপি এবং আর্থিক স্বচ্ছলতার বিবরণী দাখিল করতে হয়।

ভর্তি ফি এবং সেমিষ্টার খরচ
ভর্তি ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হয়। পূর্বের পাশকৃত পরীক্ষার পাঠ্যবই থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে অথবা ওয়েব সাইট থেকে জানা যায়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিভাগ অনুযায়ী ভর্তি ফি, টিউশন ফি, সেমিস্টার ফি সহ অন্যান্য আনষাঙ্গিক ফি প্রদান করে ভর্তি হতে হয়। যে কোন বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়ার সময় ২০,০০০ টাকা পরিশোধ করতে হয়। নিম্নে কয়েকটি বিভাগের সেমিস্টার ফি উল্লেখ করা হলো

ক্রমিক নং
বিভাগের নাম
সেমিস্টার ফি
০১.
অর্থনীতি
২৫০০ টাকা
০২.
ইংরেজী
৩০০০ টাকা
০৩.
বিবিএ
৪৫০০ টাকা
০৪.
আর্কিটেকচার
৩০০০ টাকা
০৫.
সিএসই
৪৫০০ টাকা
০৬.
ইটিই
৩০০০ টাকা
০৭.
এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট
২৫০০ টাকা
০৮.
এনভায়রনমেন্টাল সাইন্স
৩০০০ টাকা।
০৯.
বায়োটেকনোলজি
৪০০০ টাকা।
১০.
ফার্মেসী
৪০০০ টাকা
১১.
এমবিএ
৫৫০০ টাকা
১২.
ইএমবিএ
৬০০০ টাকা
১৩.
এমএস ইটিই
৪২২৫ টাকা
১৪.
এমএস সিএসই
৪২২৫ টাকা
১৫.
এম এস ইন বায়োটেকনোলজী
৪২২৫ টাকা


স্বাস্থ্য সেবা
শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভাষক, অধ্যাপক সহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিজস্ব মেডিক্যাল সেন্টার রয়েছে। মেডিক্যাল সেন্টারে রয়েছেন দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার।

কম্পিউটার ক্লাব
এখানে নিজস্ব কম্পিউটার ক্লাব রয়েছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীগনকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য কম্পিউটার ক্লাবটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা যাতে পড়াশুনার পাশাপাশি বা পড়াশুনা শেষে দেশীয় এবং আন্তর্জাতিক চাকরীর বাজারে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে পারে সেজন্য এখানে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মেয়াদী প্রফেশনাল কোর্সের আয়োজন করা হয়।

ল্যাঙ্গুয়েজ ক্লাব
এখানে বিশ্বের বিভিন্ন ভাষা উপর স্বল্প এবং দীর্ঘমেয়াদী কোর্স করানো হয়। যেসকল ভাষার উপর প্রফেশনাল কোর্স করানো হয় সেগুলো হলো; ইংরেজী, চাইনীজ এবং ফ্রান্স।

সেন্ট্রাল লাইব্রেরী
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লাইব্রেরীতে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১১০০০ টি বই এবং ৩৫০ টির বেশী শিক্ষামুলকা সিডি সংগ্রহ রয়েছে। এখানে দেশী এবং বিদেশী ১২টি জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা রাখা হয়। লাইব্রেরীটি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শিক্ষার্থী ভর্তির সময় তার কোর্সের মেয়াকাল পর্যন্ত লাইব্রেরী কার্ড সংগ্রহের মাধ্যমে লাইব্রেরী সুবিধা ভোগ করে থাকে। সেমিষ্টার ফি প্রদানের সময় লাইব্রেরী কার্ড সংগ্রহ করে নিতে হয়। কর্মঘন্টা চলাকালীন সময়ে ছাত্র-শিক্ষকগন তাদের প্রয়োজনীয় বইটি নির্দিষ্ট সময়ে জন্য লাইব্রেরী থেকে বাড়িতে নিতে পারেন।

সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান

ষ্টেট কলেজ অব হেলথ সাইন্স অত্র বিশ্ববিদ্যালয়ের একটি সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পরিচালিত প্রোগ্রামগুলো হলো:
(১) ব্যাচেলর অব সাইকোথেরাপী
এই প্রোগ্রামে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ২.৫ পেতে হবে। বিজ্ঞান  বিভাগের ছাত্র-ছাত্রীরা ভর্তির ক্ষেত্রে অগ্রগন্য। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয় সহ সিজিপিএ ২.০ পেতে হবে এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয় সহ সিজিপিএ ২.০ পেতে হবে।

(২) বিএসসি ইন নার্সিং
এই কোর্সে ভর্তি হওয়ার বয়স হতে হবে ন্যূনতম ১৭ বছর। তবে ডিপ্লোমাধারী নার্সদের জন্য বয়স শিথিলযোগ্য। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেতে হবে। বিজ্ঞান  বিভাগের ছাত্র-ছাত্রীরা ভর্তির ক্ষেত্রে অগ্রগন্য। এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৫ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ২.০ পেতে হবে। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয় সহ সিজিপিএ ২.০ পেতে হবে এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয় সহ সিজিপিএ ২.০ পেতে হবে।

(৩) বিএসসি ইন হেলথ টেকনোলজী (ডেন্টাল)
এটি ৪ বছরের কোর্স। বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ গ্রেড  ৫.০ অর্জনকারী ছাত্র-ছাত্রীরা এই কোর্সে ভর্তি হতে পারে।








 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes