এটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রফেসর ডা: মোহাম্মদ রেজওয়ান খান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০০।
ক্যাম্পাস
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
| |
ধানমন্ডি ক্যাম্পাস ১
|
ধানমন্ডি ক্যাম্পাস ২
|
UIU ভবন
বাড়ি ৮০, রোড ৮/এ (পুরাতন ১৫), সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৯।
|
সুগন্ধা ক্যাম্পাস
২৯/সি এবং ২৯/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। ফোন: ৮৮-০২-৮১৭০১৬৯-৭৪
|
ফোন: ৮৮-০২-৯১২৫৯১২-৬, ৯১১৮২১৩, ফ্যাক্স: ৮৮-০২-৯১১৮১৭০
ইমেইল: info@uiu.ac.bd ওয়েব: www.uiu.ac.bd
|
প্রোগ্রামগুলো
স্নাতক
|
স্নাতকোত্তর
|
ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)
ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনোমিক্স (বিএসইসি)
বি.এসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই)
বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং (বিএসইইই)
বি.এসসি ইন ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন (বিএসইটিই)
|
মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)
এক্সুক্লুসিভ এমবিএ (ইএমবিএ)
এমএস ইন ইকোনোমিক্স (এমএসইসিও)
মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস)
এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (MSCSE)
এমএসসি. ইন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (MSCE)
|
ভর্তির যোগ্যতা
স্নাতক
- এস.এস.সি/ও লেভেল এবং এইচ.এস.সি/এ লেভেল পরীক্ষায় ন্যূনতম জিপিএ নম্বর ২.৫ পেতে হয়।
- ও লেভেলে গণিতসহ ৫ টি বিষয় সম্পন্ন থাকা প্রয়োজন এবং এ লেভেলে সর্বনিম্ন ২টি বিষয় সম্পন্ন থাকা প্রয়োজন।
- BSEEE/ETE/CSE প্রোগ্রামে ভর্তির জন্য এইচএসসি/এ লেভেলে রসায়ন এবং গণিত বিষয় থাকতে হয়।
- এস.এস.সি/ও লেভেল এবং এইচ.এস.সি/এ লেভেল উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৬ পেতে হয়।
- তবে কোন পরীক্ষায় জিপিএ ২ এর নিচে থাকলে তা ভর্তির জন্য অযোগ্যতা বলে গণ্য হয়।
- মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০ থাকতে হয়।
স্নাতকোত্তর
- সংশ্লিস্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিসহ সকল পরীক্ষায় ২য় বিভাগ থাকতে হয়।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হতে হয়।
- স্নাতকে ন্যূনতম জিপিএ ২.২৫ থাকতে হয় (৪.০০ এর মধ্যে)
- এছাড়া বিভাগ ভেদে আরো কিছু যোগ্যতা প্রয়োজন হতে পারে।
ভর্তি প্রক্রিয়া
- স্প্রিং, সামার এবং ফল সেমিস্টারের জন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়ে থাকে।
- দৈনিক পত্রিকায় ভর্তি বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
- বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কেন্দ্র বা অ্যাডমিশন শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়।
- ভর্তি ফরমের মূল্য ৫০০ টাকা থেকে ১০০০ টাকা।
- ভর্তির আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এর সাথে মূল সনদপত্র সহ ফটোকপি, নম্বরপত্র, প্রশংসাপত্র, ২ কপি পাসপোর্ট সাইজ এবং ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হয়।
- ভর্তির আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হয়।
- ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন।
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কোটা পূরন না হলে ওয়েটিং লিস্ট থেকে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হয়।
- এখানে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এছাড়া এখানে বিদেশী ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারে।
- এখানে মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থী ভর্তি করা হয়।
টিউশন ফি এবং ছাড়
স্নাতক
|
ভর্তি ফি ১০,০০০ টাকা সহ প্রদয়ে ফি
| |||
টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
|
বিবিএ
(১২৩ ক্রেডিট)
|
সিএসই
(১৩৪ ক্রেডিট)
|
ইইই
(১৪৩ ক্রেডিট)
|
ইটিটি
(১৪০ ক্রেডিট)
|
উচ্চ মাধ্যমিক জিপিএ ৫.০০ (৪র্থ বিষয় বাদে), ১০০% ছাড়
|
৪৬,৭৫০*১
|
৫১,০০০*১
|
৬১,৬২৫*১
|
৬১,৬২৫*১
|
উচ্চ মাধ্যমিক জিপিএ ৫.০০ (৪র্থ বিষয় বাদে), ৫০% ছাড়
ক্রেডিট প্রতি ২,১২৫ টাকা
|
৩,০১,৭৫০৯১
|
৩,২৭,২৫০*১
|
৩,৫২,৭৫০*১
|
৩,৪৬,৩৭৫*১
|
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৪০% ছাড় (ক্রেডিট প্রতি ২,৫৫০ টাকা)
|
-
|
৩,৮২,৫০০
|
৪,১০,৯৭৫
|
৪,০৪,৩২৫
|
নিয়মিত খরচ (ক্রেডিট প্রতি ফি ৪,২৫০০), টিউশন ফি-তে খরচ ব্যতীত
|
৫,৫৬,৭৫০
|
৬,০৩,৫০০
|
৬,৪৩,৮৭৫
|
৬,৩১,১২৫
|
স্নাতকোত্তর
|
ভর্তি ফি ১০,০০০ টাকা সহ প্রদেয় ফি
| |||
টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
|
এমবিএ/ ইএমবিএ
|
এমএসসিএসই
| ||
তিনটি প্রথম বিভাগ/ সমমান,
২৫% ছাড়
(ক্রেডিট প্রতি ৩,৩৭৫ টাকা)
|
১,৩৯,৫০০ (৩৬ ক্রেডিট*)*২
১,৭১,৮৭৫ (৪৫ ক্রেডিট*)*২
২,২৪,৫০০(৬০ ক্রেডিট*)*২
|
১,৪৬,২৫০
১,৯৫,৭৫০
| ||
২টি প্রথম বিভাগ/ সমমান,
১৫% ছাড়
(ক্রেডিট প্রতি খরচ ১,৮২৫)
|
১,৫৫,৭০০(৩৬ ক্রেডিট*)*২
১,৯২,১২৫(৪৫ ক্রেডিট*)*২
২,৫১,৫০০ ৬০ ক্রেডিট*)*২
|
১,৫৯,৭৫০
১,৬৭,৮৫০
| ||
নিয়মিত খরচ: ক্রেডিট প্রতি ৪,৫০০ টাকা
টিউশন ফি-তে ছাড় ব্যতীত
|
১,৮০,০০০(৩৬ ক্রেডিট*)
২,২২,৫০০
২,৯২,০০০
|
১,৮০,০০০
|
ইকোনোমিক্স ইনফরমেশন
| |||
স্নাতক
মোট ১২০ ক্রেডিট আওয়ার, টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
|
মোট খরচ (টাকায়)
|
এইচএসসি জিপিএ ৪.৫০-৪.৮০
(৪র্থ বিষয়সহ), ৫০% ছাড়
(ক্রেডিট প্রতি ২,১২৫)
|
২,৮৯,০০০*১
|
এইচএসসি-তে জিপিএ ৫.০০,
১০০% ছাড়
|
৩৪,০০০*১
|
এইচএসসি জিপিএ ৪.২৫-৪.৫০
(৪র্থ বিষয়সহ), ২৫% ছাড়
(ক্রেডিট প্রতি ৩,১৮৭.২)
|
৪,১৬,৫০০*১
|
এইচএসসিতে জিপিএ ৪.৮০-৫.০০ (৪র্থ বিষয় বাদে), ৭৫% ছাড়
(ক্রেডিট প্রতি ১০৬২.৫)
|
১,৬১,৫০০*১
|
নিয়মিত খরচ: ক্রেডিট প্রতি ৪,২৫০,
টিউশন ফি-তে ছাড় নেই
|
৫,৪৪,০০
|
এমএস ইন ইকোনোমিক্স এন্ড মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ
| ||
স্নাতক
|
এমএস ইন ইকোনমিক্স (৩০ আওয়ার ক্রেডিট)
|
এমডিএস (৩৯ ক্রেডিট আওয়ার)
|
তিনটি প্রথম বিভাগ/ সমমান, ২৫% ছাড়
(প্রতি ক্রেডিট ৩,৩৭৫)
|
১,১৯,২৫০*২
(থিসিস এবং নন থিসিস)
|
১,৪৯,৬২৫*২
|
দুইটি প্রথম বিভাগ/ সমমান, ১৫% ছাড়
(প্রতি ক্রেডিট ৩,৮২৫)
|
১,৩২,৭৫০*২
(থিসিস এবং নন থিসিস)
|
১,৬৭,১৭৫*২
|
রেগুলার টিউশন ফি ছাড় ব্যতীত খরচ: (ক্রেডিট প্রতি ৪,৪০০)
|
১,৫৩,০০০*
(থিসিস এবং নন থিসিস)
|
১,৯৩,৫০০
|
শর্তাবলী
- *১ স্নাতক শিক্ষার্থীদের অবশ্যই প্রতি ট্রাইমিস্টারে ৯ সেমিস্টারের জন্য তালিকাভুক্ত হতে হয়। তাহলে টিউশন ফি-তে ছাড় ও বৃত্তির জন্য বিবেচ্য হয়।
- *২ স্নাতকোত্তর শিক্ষার্থীদের অবশ্যই প্রতি ট্রাইমিস্টারে ৬ সেমিস্টারের জন্য তালিকাভুক্ত হতে হয়। তাহলে টিউশন ফি-তে ছাড় ও বৃত্তির জন্য বিবেচ্য হয়।
- *৩ ছাড় সুবিধা চালু রাখতে হলে প্রতি ট্রাইমিস্টার-এ ন্যুনতম সিজিপিএ ৩,৪০ (BSECO এর জন্য৩.২৫) থাকতে হয়। তাহলে ২৫% থেকে ১০০% ছাড় অব্যহত থাকে।
- *২ ছাড় সুবিধা চালু রাখতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতি ট্রাইমিস্টারে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হয়। তাহলে ১৫% থেকে ২৫% ছাড় অব্যাহত থাকে।
- কোর্স রেজিস্ট্রেশনের পূর্বে শিক্ষার্থীদের টিউশন ফি’র আংশিক ১৫,০০০ টাকা পরিশোধ করতে হয়। টিউশন ফি’র বাকি অংশ নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
- এইচএসসি যেসকল শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে ১০০% ছাড়ের যোগ্যতা অর্জন করেছে তাদেরকে ১৫,০০০ টাকা প্রদান করতে হয় না।
- *১ কোর্স ওয়েভার/ ক্রেডিট ট্রান্সফার: ১ম সেমিস্টারের ক্লাসের জন্য রেজিস্ট্রেশনের পূর্বে নিজ নিজ বিভাগে জমা দিতে হয়।
- ভর্তির সময় পরিচয়পত্রের জন্য ২,০০০ টাকা (ফেরৎযোগ্য) জামানত ফি দিতে হয়।
বৃত্তি সুবিধা
- দরিদ্র কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে।
- প্রতি ট্রাইমিস্টারের শেষে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মেধা তালিকা করা হয়। প্রত্যেক বিভাগের শীর্ষ শিক্ষার্থীদের ২৫% থেকে ১০০% বৃত্তি সুবিধা দেওয়া হয়। উক্ত ট্রাইমিস্টারে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হয়।
- বৃত্তি প্রদানের পদ্ধতি
শিক্ষার্থী
|
বৃত্তি
|
শীর্ষ ৫%
|
১০০%
|
পরবর্তী ১০%
|
৫০%
|
পরবর্তী ১৫%
|
২৫%
|
- একই পরিবারের একাধিক শিক্ষার্থীগণের প্রত্যেকে প্রতি ট্রাইমিস্টারে টিউশন ফি ২০% করে ছাড় পেয়ে থাকে।
বিল পরিশোধ পদ্ধতি
- ভর্তি ফি কখনো ফেরতৎ দেয়া হয়।
- নির্ধারিত সময়ের মধ্যে কোর্স ফি পরিশোধ করতে হয়। নির্ধারিত সময়ের পরে পরিশোধ করলে জরিমানাসহ পরিশোধ করতে হয়।
- কোর্স ড্রপ করলে টিউশন ফি ১০০% ফেরৎ দেওয়া হয়।
আর্থিক সহায়তার নিয়মাবলী
- স্নাতক শিক্ষার্থীদের সিজিপিএ ৩.৫০ এর নিচে এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের সিজিপিএ ৩.০০ এর নিচে হলে টিউশন ফি-তে কোন ধরনের ছাড় দেয়া হয় না।
- রিটেক কোর্সের ক্ষেত্রে টিউশন ফি-তে কোন ধরনের ছাড় দেওয়া হয় না।
- স্নাতক ও স্নাতকোত্তরের ফুল টাইম শিক্ষার্থীদের যথাক্রমে ন্যূনতম ৯ ক্রেডিট ও ৬ ক্রেডিট এর জন্য রেজিস্টার হতে হয়।
লাইব্রেরী
- বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৫০০০ এর বেশী বইয়ের সংগ্রহ রয়েছে।
- এখানে ১০০ জন শিক্ষার্থীর বসে পড়ার ব্যবস্থা রয়েছে।
- লাইব্রেরীটি সপ্তাহের ছয়দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
- এখানে প্রাপ্ত সুবিধাগুলো হলো: Computing Facility, Periodicals & Publications, Digital Research, Audio Visual Facilities.
- এছাড়া ৯১২৫৯১২-৫ (এক্স: ৫০১) নম্বরে ডায়াল করে লাইব্রেরী সম্পর্কে তথ্য জানা যায়।
ক্যান্টিন
- বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের হালকা নাস্তার জন্য ক্যাম্পাসে নিজস্ব ক্যান্টিন রয়েছে। এখানে সিঙ্গারা, সমুচা, ভেজিটেবল রোল, বার্গার, স্যান্ডুইচ, চা-কফি, বিশুদ্ধ পানি এবং কোল্ড ড্রিংকস পাওয়া যায়।
- ক্যান্টিনটি বিশ্ববিদ্যালয়ের নিচতলার পশ্চিম দিকে অবস্থিত।
শ্রেনীকক্ষ এবং ক্লাসের সময়সূচী
- এখানে অবস্থিত শ্রেনীকক্ষসমূহ অত্যাধুনিক সুবিধাসম্পন্ন।
- এখানে ছাত্র-ছাত্রীদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক চেয়ার রয়েছে।
- এখানে সপ্তাহের ছয়দিন ২টি শিফটে ক্লাস হয়ে থাকে।
- শুক্রবার কোন ক্লাস হয় না।
- শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
সিসকো নেটওয়ার্কিং একাডেমী
- বিশ্ববিদ্যালয়ে সিসকো নেটওয়ার্কিং শেখানোর ব্যবস্থা রয়েছে।
- এখানে দক্ষ এবং প্রশিক্ষনপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা CCNA প্রোগ্রাম শেখানো হয়।
- এটি একটি প্রফেশনাল কোর্স।
- এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বাহিরের শিক্ষার্থীরাও অংশগ্রহন করতে পারে। সিসকো নেটওয়ার্কিং সম্পর্কে আরো জানতে এই লিংকে ক্লিক করুনcisco.uiu.ac.bd