ঢাকা শহরের মধ্যে যাতায়াত করার জন্য সর্বাপেক্ষা সহজলভ্য ও স্বস্তা যানবাহন হলো বাইসাইকেল,
রিকশা। ঢাকার রিকশা বিখ্যাত। শহরে সর্বমোট রিকশার সংখ্যা আনুমানিক ৩,২০,০০০।[তথ্যসূত্র প্রয়োজন] এর মধ্যে মাত্র ৭০,০০০ রিক্সা নিবন্ধিত। বাইসাইকেল, রিক্সা ঢাকা শহরের রাস্তার যানজটের অন্যতম কারণ এবং কিছু বড় বড় রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন পরিচালিত বাস ঢাকা শহরের পরিবহনের আরেকটি জনপ্রিয় উপায়। এছাড়া রয়েছে বহু বেসরকারী বাস সার্ভিস। ২০০২ খ্রিস্টাব্দের পর থেকে ঢাকা শহরে পেট্রোল ও ডিজেলচালিত কিছু যানবাহন (বেবি ট্যাক্সি, টেম্পো ইত্যাদি) বন্ধ করে দেওয়া হয় ও পরিবর্তে প্রাকৃতিক গ্যাস (Compressed Natural Gas - CNG) বা সিএনজিচালিত সবুজ ট্যাক্সি চালু হয়। এর ফলে পরিবেশ দূষণ অনেক কমে এসেছে।
ঢাকার অদূরে কূর্মিটোলায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক র্যুটে নিয়মিত বিমান চলাচল করে থাকে