Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় [bangladesh-islami-university-dhaka]


 বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় 


আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সম্মিলন ঘটিয়ে শিক্ষিত জনগোষ্ঠী তৈরির প্রত্যয়ে বেসরকারী খাতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আধুনিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষাদানের লক্ষ্যে এবং ইসলামী জ্ঞান অর্জনের জন্য  উচ্চশিক্ষা প্রদান নিশ্চিতকরণ ছিল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য।



===========================

===========================
অবস্থান  ঠিকানা
মানিকনগর ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে ১৫০ গজ দক্ষিণে এগোলে আর কে মিশন রোডের ক্যাম্পাসটি পাওয়া যায়।
ঠিকানা: ৮৯/২ আর কে মিশন রোড (মানিকনগর বিশ্বরোড), ঢাকা- ১২০৩।
মোবাইল ফোন: ০১৯১৫৪৯২০০৩-৮
ল্যান্ডফোন: ৭৫৫২৪৯৫-৬,
ফ্যাক্স: ৮৮-০২-৭৫৫৪১০৯
ই-মেইল: biudhaka@yahoo.com
ওয়েবসাইট: www.biu.ac.bd

ক্যাম্পাস  হোস্টেল
মোট তিনটি ক্যাম্পাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির; ৮৯/২, আর কে মিশন রোড মানিকনগরের ক্যাম্পাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এছাড়া কেবল মেয়েদের জন্য একটি ক্যাম্পাস রয়েছে গোপীবাগে, ঠিকানা-৮৯/২/৯-বি, আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩। আর মানিকনগর বিশ্বরোডে বাণিজ্য অনুষদের জন্য একটি নতুন ক্যাম্পাস করা করা হয়েছে।

ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্য রাখার লক্ষ্যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার পাশাপাশি থাকার ব্যবস্থা করা হয়েছে।

শিফট
সকল কোর্সের জন্য দু’টি শিফট আছে।
  • ডে শিফট সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
  • ইভিনিং শিফট বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

শিক্ষা পদ্ধতি
ব্যবসা প্রশাসন, কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির মত বিষয়গুলোতে উত্তর আমেরিকার শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়। এছাড়া আইন ও ইংরেজীর জন্য যুক্তরাজ্য এবং ইসলামী শিক্ষার ক্ষেত্রে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোকে অনুসরেণ করা হয়।

সেশন
তিনটি সেশনে বছরে মোট তিনবার শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলে।
  • স্প্রিং সেমিস্টার-ফেব্রুয়ারি থেকে মে
  • সামার সেমিস্টার- জুন থেকে সেপ্টেম্বর
  • ফল সেমিস্টার- অক্টোবর থেকে জানুয়ারি

বর্তমানে মোট ৩টি অনুষদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে
অনুষদ
আওতাধীন বিভাগ
বাণিজ্য অনুষদ
বিবিএ
কলা অনুষদ
ইংরেজী
আইন অনুষদ
আইন

 ভর্তির আবেদন করা:
বিশ্ববিদ্যালয়টির ভর্তি অফিস থেকে ৩০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যায়। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার ১২ টাকার ফেরত খামসহ পাঠিয়ে দিলে ভর্তির ফরম পাঠিয়ে দেয়া হয়।

ফরম জমা দেয়ার সময় যেসব কাগজপত্র জমা দিতে হয়:
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
  • তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের  ছবি।
  • অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা রিরতির সনদ।
  • বদলি শিক্ষার্থীদের ক্ষেত্রে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট

ভর্তির যোগ্যতা:
  • বিবিএ, বিএ (অনার্স) এবং এলএলবি (অনার্স) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির উভয় পরীক্ষায় অন্তত ২য় বিভাগ বা জিপিএ ২.৫০ থাকতে হবে। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে অন্ত তিনটি বিষয়ে পাশসহ ‘ও’ লেভেল এবং দুটি বিষয়ে পাশসহ ‘এ’ লেভেল থাকতে হবে।
  • এলএলবি, পাস প্রোগ্রামের ক্ষেত্রে অন্তত ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে অন্তত ব্যাচেলর ডিগ্রী এবং দু’বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হয়।
  • এলএলএম, ফাইনালে ভর্তির ক্ষেত্রে অন্তত এলএলবি, অনার্স বা এলএলবি, প্রিলিমিনারি পাশ হতে হবে।
  • এলএলএম, প্রিলিমিনারি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, পাস প্রোগ্রামের পাশ হতে হবে।
  • ইসলামিক স্টাডিজ এবং ইংরেজীতে এমএ পড়তে হলে অন্তত ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
  • একাডেমিক কাউন্সিল গঠিত ভর্তি কমিটি ভর্তির বিষয়টি তদারক করে।
  • ভর্তির প্রার্থী নির্বাচনের জন্য একটি ভর্তি পরীক্ষা নেয়া হয়। তবে স্যাট স্কোর ১১০, জিম্যাট স্কোর ৪৫০ এবং টোফেল স্কোর ৫৫০ হলে যথাক্রমে বিবিএ, এলএলবি (অনার্স) এবং বিএ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে কোন ভর্তি পরীক্ষা দিতে হয় না।

পড়াশোনার খরচ
বিবিএ
ক্রেডিট
১৩৫
প্রতি ক্রডিটের ফি
১,৯০০ টাকা
মোট ফি
২,৫৬,৫০০ টাকা
মোয়াদ
৪৮ মাস/১২ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
২৪,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
২,৮০,৫০০ টাকা
মাসিক খরচ
৫,৮৪৩.৭৫ টাকা


বিএ অনার্স (ইসলামিক স্টাডিজ)
ক্রেডিট
১২৬
প্রতি ক্রডিটের ফি
৪৯০ টাকা
মোট ফি
৬১,৭৪০ টাকা
মোয়াদ
৪৮ মাস/১২ সেমিস্টার
সেমিস্টার ফি
৭০০ টাকা
মোট সেমিস্টার ফি
৮,৪০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৭০,১৪০.০০ টাকা
মাসিক খরচ
১,৪৬১.২৫ টাকা

এলএলবি (অনার্স)
ক্রেডিট
১৩৫
প্রতি ক্রডিটের ফি
১,৬০০ টাকা
মোট ফি
২,১৬,০০০ টাকা
মোয়াদ
৪৮ মাস/১২ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
২৪,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
২,৪০,০০০.০০ টাকা
মাসিক খরচ
৫,০০০.০০ টাকা


বিএ অনার্স (ইংরেজি)
ক্রেডিট
১৩২
প্রতি ক্রডিটের ফি
১,৩০০ টাকা
মোট ফি
১,১৭,৬০০ টাকা
মোয়াদ
৪৮ মাস/১২ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
২৪,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
১,৯৫,৬০০.০০ টাকা
মাসিক খরচ
৪,০৭৫.০০ টাকা

এলএলবি (পাস)
ক্রেডিট
৫৭
প্রতি ক্রডিটের ফি
১,০২৫ টাকা
মোট ফি
৫৮,৪২৫ টাকা
মোয়াদ
২৪ মাস/৬ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
১২,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৭০,৪২৫.০০ টাকা
মাসিক খরচ
২,৯৩৪.৩৮ টাকা

আরএমবিএ (ইভিনিং)
ক্রেডিট
৬০
প্রতি ক্রডিটের ফি
১,৯০০ টাকা
মোট ফি
১,১৪,০০০ টাকা
মোয়াদ
২০ মাস/৫ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
১০,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
১,২৪,০০০.০০ টাকা
মাসিক খরচ
৬,২০০.০০ টাকা


ইএমবিএ (ইভিনিং শুক্রবার)
ক্রেডিট
৪৮
প্রতি ক্রডিটের ফি
১,৯০০ টাকা
মোট ফি
৯১,২০০ টাকা
মোয়াদ
১৬ মাস/৪ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
৮,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৯৯,২০০.০০ টাকা
মাসিক খরচ
৬,২০০.০০ টাকা
এমবিএ ফাইনাল (ইভিনিং)
ক্রেডিট
৩৬
প্রতি ক্রডিটের ফি
১,৯০০ টাকা
মোট ফি
৬৮,৪০০ টাকা
মোয়াদ
১২ মাস/৩ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
৬,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৭৪,৪০০.০০ টাকা
মাসিক খরচ
৬,২০০.০০ টাকা
এমএ ইসলামিক স্টাডিজ (ইভিনিং)
ক্রেডিট
৬০
প্রতি ক্রডিটের ফি
৬৫০ টাকা
মোট ফি
৩৯,০০০ টাকা
মোয়াদ
২৪ মাস/৬ সেমিস্টার
সেমিস্টার ফি
৭০০ টাকা
মোট সেমিস্টার ফি
৪,২০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৪৩,২০০.০০ টাকা
মাসিক খরচ
১,৮০০.০০ টাকা

এমএ ইসলামিক স্টাডিজ (ফাইনাল)
ক্রেডিট
৩৬
প্রতি ক্রডিটের ফি
৬৫০ টাকা
মোট ফি
১৯,৮০০ টাকা
মোয়াদ
১২ মাস/৩ সেমিস্টার
সেমিস্টার ফি
৭০০ টাকা
মোট সেমিস্টার ফি
২,১০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
২১,৯০০.০০ টাকা
মাসিক খরচ
১,৮২৫.০০ টাকা

এলএলএম (ইভিনিং)
ক্রেডিট
৬০
প্রতি ক্রডিটের ফি
১,৩০০ টাকা
মোট ফি
৭৮,০০০ টাকা
মোয়াদ
২৪ মাস/৬ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
১২,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৯০,০০০.০০ টাকা
মাসিক খরচ
৩,৭৫০.০০ টাকা

এলএলএম (ফাইনাল) ইভিনিং
ক্রেডিট
৩০
প্রতি ক্রডিটের ফি
১,৩০০ টাকা
মোট ফি
৩৯,০০০ টাকা
মোয়াদ
১২ মাস/৩ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
৬,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৪৫,০০০.০০ টাকা
মাসিক খরচ
৩,৭৫০.০০ টাকা

এমএ ইংরেজি (ইভিনিং)
ক্রেডিট
৭২
প্রতি ক্রডিটের ফি
১,৩০০ টাকা
মোট ফি
৯৩,৬০০ টাকা
মোয়াদ
২৪ মাস/৬ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
১২,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
১,০৫,৬০০.০০ টাকা
মাসিক খরচ
৪,৪০০.০০ টাকা

এমএ ইংরেজি (ফাইনাল) ইভিনিং
ক্রেডিট
৩৬
প্রতি ক্রডিটের ফি
১,৩০০ টাকা
মোট ফি
৪৬,৮০০ টাকা
মোয়াদ
১২ মাস/৩ সেমিস্টার
সেমিস্টার ফি
২,০০০ টাকা
মোট সেমিস্টার ফি
৬,০০০ টাকা
ল্যাব ফি, ভর্তি ফি এবং উন্নয়ন ফি ছাড়া মোট খরচ
৫২,৮০০.০০ টাকা
মাসিক খরচ
৪,৪০০.০০ টাকা

  • ব্যবসা প্রশাসনআইন এবং ইংরেজী বিভাগের ক্ষেত্রে ভর্তি ফি ১১,৫০০ টাকাউন্নয়ন ফি ৩,০০০ টাকা এবং ল্যাব ফি ১০০০ টাকাসহ মোট ১৫,৫০০ টাকা যোগ হবে।
  • ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রে ভর্তি ফি ৪,৫০০ টাকাউন্নয়ন ফি ১,৫০০ টাকা এবং ল্যাব ফি ৫০০ টাকাসহ মোট ৬,৫০০ টাকা যোগ হবে।
  • ২য় সেমিস্টার খেকে প্রতি সেমিস্টারে ব্যবসা প্রশাসনআইন ও ইংরেজী বিভাগের জন্য ১,০০০ টাকা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের জন্য ৫০০ টাকা উন্য়ন ফি দিতে হয়।
  • ল্যাবরেটরী এবং হোস্টেল জামানত যথাক্রমে ১০০০ ও ২,০০০ টাকা (ফেরতযোগ্য)
  • ব্যবসা প্রশাসনআইন এবং ইংরেজী বিভাগের ক্ষেত্রে লাইব্রেরী ফি ৫০০ টাকা২য় সেমিস্টার থেকে এই ফি ২৫০ টাকা।

বিষয়ভিত্তিক সেমিষ্টার খরচ
কোর্সের নাম
খরচ
বিবিএ
প্রতি সেমিষ্টার ২৪,০০০ টাকা
ল’
প্রতি সেমিষ্টার ২৪,০০০ টাকা
ইসলামিক ষ্টাডিজ
প্রতি সেমিষ্টার ২১,০০০ টাকা
ইংরেজি
প্রতি সেমিষ্টার ২৩,০০০ টাকা

 ভর্তি ফিসহ অন্যান্য ফি পরিশোধের নিয়মকানুন
  • ভর্তির সময় ভর্তি ফি’সহ অন্যান্য ফি পরিশোধ করতে হয়।
  • মাসিক বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে দিতে হয়।
  • যথাসময়ে মাসিক বেতন না দিলে লেট ফি দিতে হয়।
  • মাসিক বেতনসহ অন্যান্য ফি পরিশোধ না করা হলে পরীক্ষা দেবার সুযোগ দেয়া হয় না।

বৃত্তি বা আর্থিক সহায়তা
শিক্ষার মান উন্নত করতে হলে উন্নত শিক্ষাদান কার্যক্রম ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনোর সুযোগ নিশ্চত করতে হবে, এ ধারণাকে সামনে রেখে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি বা আর্থিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে আর মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি’তে আংশিক এবং পূর্ণ ছাড়ের সুযোগ আছে।

চার ধরনের বৃত্তি চালু আছে
  1. ভাইস চ্যান্সেলর বৃত্তি।
  2. বিভাগ প্রদত্ত বৃত্তি।
  3. বিশ্ববিদ্যালয় বৃত্তি।
  4. বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রদত্ত বৃত্তি।

বৃত্তি পাওয়ার যোগ্যতা-
প্রতিটি বিভাগ থেকে পরীক্ষার ফলাফল অনুসারে ৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে ভাইস চ্যান্সেলর বরাবর আবেদন করতে হয়। মেধা এবং প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃত্তির জন্য নির্বাচন করা হয়।

ক্যান্টিন
মূল ভবনের দ্বিতীয় তলায় ক্যান্টিন আছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন সময়ে এটি খোলা থাকে। এখানে পরিবেশিত কয়েকটি খাবারের তালিকা।

মেন্যু
দাম
কেক
১০ টাকা
কলা
৫ টাকা
পেটিস
১০ টাকা
বার্গার
২৫ টাকা

হল ব্যবস্থা
যেকোন শিক্ষার্থী ইচ্ছা করলে সিট খালি থাকা সাপেক্ষে হল সুপার বরাবর আবেদন করে সিট পেতে পারে। এজন্য প্রথম মাসে ৭,০০০ টাকা দিতে হয় এবং পরবর্তী মাস থেকে প্রতিমাসে থাকা খাওয়া বাবদ ৪,০০০ টাকা হারে দিতে হয়।

খেলাধূলার ব্যবস্থা
বিশ্ববিদ্যালয়টিতে কোন খেলার মাঠ নেই। মূল ক্যাম্পাসের ৩য় তলায় টেবিল টেনিস, বিলিয়ার্ড, ক্যারাম, দাবা প্রভৃতি ইনডোর গেমসের ব্যবস্থা আছে।

লাইব্রেরী
মূল ভবনের ৪র্থ তলায় লাইব্রেরীর অবস্থান এখানে দুইটি বড় রাউন্ড  টেবিল রয়েছে, যেখানে ১২০ জন শিক্ষার্থী একসাথে বসে পাড়শোনা করতে পারে। এখানে বিষয় ভিত্তিক বই ছাড়াও  অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর বই আছে। সব মিলিয়ে প্রায় ৬,০০০ বই আছে।

সহশিক্ষা কার্যক্রম
এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, ল’ ক্লাব, ইসলামী শিক্ষা ক্লাব, কম্পিউটার ক্লাব এবং বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি কালচারাল ক্লাব আছে। ২০০ টাকা মূল্যের ফরম পূরণ করে যে কেউ এসব ক্লাবের সদস্য হতে পারে।

প্রশাসনিক ভবন
মূল ক্যাম্পাসটির ভবন ১১ তলা বিশিষ্ট। এর ২য় তলা থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

অন্যান্য
  • বর্তমান ছাত্র সংখ্যা ২,২০০। বিশ্ববিদ্যালয়টিতে এখন কোন বিদেশী শিক্ষার্থী নেই। আনার্স কোর্সগুলো চার বছর মেয়াদী এবং গ্রেড পদ্ধতিতে ফলাফল দেয়া হয়। ইসলামিক স্টাডিজ ছাড়া অন্য বিষয়গুলো কেবল ইংরেজী মাধ্যমে পড়ানো হয়।
  • এই বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে চার সেমিস্টার কাটানোর পর শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পান।
  • এখানকার শিক্ষার্থীরা বিনা মূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারে।

পেশাগত সহায়তা
  • ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় পরামর্শ
  • ইন্টার্নিশীপ
  • চাকরির সুবিধা এবং যোগাযোগে সহায়তা

গবেষণা  প্রকাশনা
বিশ্ববিদ্যালয়টির একটি গবেষণাকেন্দ্র রয়েছে। এখান থেকে “বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি জার্নাল” শিরোনামে একটি জার্নালসহ বিভিন্ন সাময়িকী প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আলাদা মাশুল ছাড়া যেসব সুযোগ-সুবিধা দেয়া হয়:
  • ইসলামিক ইউনিভার্সিটি জার্নাল
  • স্টুডেন্ট কাউন্সিলিং
  • টিউটোরিয়াল সার্ভিস
  • ইন্টারনেট সার্ভিস
  • সহশিক্ষা কার্যক্রম
  • ডিবেটিং ক্লাব
  • ইংরেজী ল্যাঙ্গুয়েজ ক্লাব
  • ল’ ক্লাব
  • কম্পিউটার ক্লাব
  • ইসলামিক স্টাডিজ ক্লাব
  • বিজনেস ক্লাব
  • বিআইইউ স্পোর্টস ক্লাব
  • বিআইইউ কালচারাল ক্লাব

কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন সেমিনার, কনফারেন্স এবং ওয়ার্কশপে অংশ নিতে হয়।

অন্যান্য সুবিধাদি:
  • উন্নত কম্পিউটার ল্যাব
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাশরুম
  • অডিও ভিজুয়াল শিক্ষা উপকরণ

ব্যাংকের বুথ
ক্যাম্পাসটির ১৫০ গজ উত্তরে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ আছে
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes