বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ২০০৭ সালে ঘূর্ণঝড় সিডর-এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা।
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো] |
| বরগুনা জেলা | |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| স্থানাঙ্ক | 22.1508° N 90.1264° E |
| আয়তন | ১৮৩১.৩১ বর্গ কিমি |
| তাপমাত্রা | ১২.১°C - ৩৩.৩°C |
| সময় স্থান | বিএসটি (ইউটিসি+৬) |
| জনসংখ্যা (২০০৭) - ঘণত্ব - পুরুষ - নারী - শিক্ষার হার - পুরুষ - নারী | ৯০২৪৬৫ - ৪৯২/কিমি² - ৪৯.৮৮% - ৫০.১২% - ৪০.১৪% - ৪৫.১৫% - ৩৫.১৫% |
| জেলা প্রশাসক | Qazi Obaidur Rahman |
| সংসদ সদস্য | |
| ওয়েবসাইট: বাংলাপিডিয়ার নিবন্ধ | |
| মানচিত্র সংযোগ: বরগুনা জেলার প্রাতিষ্ঠানিক মানচিত্র | |
[সম্পাদনা]ভৌগোলিক সীমানা
বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা। এর দক্ষিণে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী; পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট।
জেলা সদরে বরগুনা শহর। একটি পৌরসভা। ৯ ওয়ার্ড ও ১৮ মহল্লা।
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
বরগুনা জেলার উপজেলা গুলি হল -
[সম্পাদনা]ইতিহাস
১৯৬৯ সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় । ১৯৮৪ সালে দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়।
