Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

জামালপুর জেলা[Jamalpur District]


জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

 •  ভৌগোলিক সীমানা
 •  প্রশাসনিক এলাকাসমূহ
 •  ইতিহাস
 •  অর্থনীতি
 •  চিত্তাকর্ষক স্থান
 •  আনুষঙ্গিক নিবন্ধজামালপুর জেলা
প্রশাসনিক বিভাগঢাকা
আয়তন (বর্গ কিমি)২,০৩২
জনসংখ্যামোট : ২০,৮৯,৩৩৬
পুরুষ:৫০.৫৮%
মহিলা: ৪৯.৪২%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:বিশ্ববিদ্যালয়: ০
কলেজ : ২৫
মাধ্যমিক বিদ্যালয়: ২৩১
মাদ্রাসা : ১১৩
শিক্ষার হার২১.৫ %
বিশিষ্ঠ ব্যক্তিত্বহাসান হাফিজুর রহমান
প্রধান শস্যধান, পাট, আখ, সরিষা
রপ্তানী পণ্যপাট, তামাক, সরিষাভৌগোলিক সীমানা

জামালপুর জেলার উত্তরে শেরপুর জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে বগুড়া জেলা ও যমুনা নদী অবস্থিত।

প্রশাসনিক এলাকাসমূহ

জামালপুর জেলায় ৭টি উপজেলা রয়েছে। এগুলো হল:
 • জামালপুর সদর উপজেলা
 • বক্সীগঞ্জ উপজেলা
 • দেওয়ানগঞ্জ উপজেলা
 • ইসলামপুর উপজেলা
 • মাদারগঞ্জ উপজেলা
 • মেলান্দহ উপজেলা
 • সরিষাবাড়ি উপজেলা

ইতিহাস

সাধক দরবেশ হযরত শাহ্ জামাল (র:) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গারো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের ২০তম জেলা জামালপুর।

অর্থনীতি

চিত্তাকর্ষক স্থান

গাড় (খ্রিষ্টান ধর্মাবলম্বী) পাহাড় এর পাদদেশে বকশীগঞ্জের বালূঝুড়ী ইউনিয়নের প্রাকৃতিক ঝর্ণার কলকালীতে মাতানো অবকাশ কেন্দ্র ঘুরে আসতে বেশ ভালই মনমাতানো পরিবেশ 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes