Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

উত্তরা ইউনিভার্সিটি [uttara-university-dhanmondi.Dhaka]


উত্তরা ইউনিভার্সিটি


মানসম্মত শিক্ষা প্রদানে লক্ষ্যে ২০০৩ সালে উত্তরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এদের নিজস্ব কোন ক্যাম্পাস নেই।
অবস্থান
এটি ধানমন্ডি এলাকায় অবস্থিত। ২৭নং রোডের মাঝখানে হাতের বাম পাশে অবস্থিত। এটির ৪টি ক্যাম্পাস রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ৪টি ডিপার্টমেন্টের অধীনে ৩১টি বিষয় রয়েছে। এতে ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুটি শিফট রয়েছে। অনার্সের জন্য ‘ডে’ শিফটে ক্লাস হয়। মাস্টার্সদের ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুই শিফটেই ক্লাস হয়। এই বিশ্বিবিদ্যালয় গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দিয়ে থাকে। এখানে প্রতিটি ক্লাস ১:৪৫ ঘন্টা করে নেওয়া হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাস হয়।

শিক্ষা বৃত্তি
জিপিএ ৫ প্রাপ্তরা ১০০%, ৪.৫০ – ৪.৯৯ প্রাপ্তরা ৪০% এবং ৪.০০ – ৪.৪৯ প্রাপ্তরা ২০% বৃত্তি সুবিধা পাবে। যাদের সিজিপিএ ৩.৭০ ন্যূনতম থাকবে তারা পরের সেমিস্টারে ১০% - ৫০% বৃত্তি সুবিধা পাবে এবং সিজিপিএ ৪.০০ ন্যূনতম থাকবে তারা ৫০% - ১০০% বৃত্তি সুবিধা পাবে।

ভর্তি কার্যক্রম
পরীক্ষার পূর্ব অ্যাডমিশন অফিস থেকে ৩০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে অফিসে জমা দিতে হবে। অনলাইন ওয়েব সাইট – www.uttarauniversity.edu.bdথেকে আবেদনপত্র সংগ্রহ করে ৩০০ টাকার বিনিময়ে অফিসে জমা দিতে হবে।
পরীক্ষার পরে উত্তীর্ণ প্রার্থীরা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করবে। এস.এস.সি এবং এইচ.এস.সি-র মার্কসীটের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। ভর্তির খরচ ১৫,০০০ টাকা লাগবে।

ক্রেডিট ট্রান্সফার
ন্যূনতম ৩.৫০ থাকলে দেশে ট্রান্সফার করা যাবে। বিদেশে ভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায় না। কিন্তু ছাত্র-ছাত্রী নিজ উদ্যোগে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে।

অন্যান্য সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট, ফুটবল, দাবা, সাইবার গেমস ইত্যাদি খেলার টুর্নামেন্ট হয়ে থাকে। নিজস্ব কোন মাঠ নেই। ভাড়া করা মাঠে খেলা হয়ে থাকে।

লাইব্রেরী ব্যবস্থা
এই বিশ্ববিদ্যালয়ে একটি রেশ উন্নত লাইব্রেরী রয়েছে। এতে প্রায় ২০,০০০ বই রয়েছে। লাইব্রেরী খোলা হয় সকাল ৯.০০ মি. এবং বন্ধ হয় রাত ৮.০০ মি.। লাইব্রেরী কার্ড ধারীরা বই পেতে পারবে এবং বাসায় নিয়ে যেতে পারবে। এখানে টেক্সট বুক, জার্নালিজ, রেফারেন্স বুক, ম্যাপ, রের, কালেকশন বুকস ইত্যাদি পাওয়া যায়। একসাথে ৬০/৭০ জন ছাত্র-ছাত্রী বসে পড়তে পারবে। লাইব্রেরী ভবন অ্যাডমিশন ভবনের ৩য় তলায় অবস্থিত।

ইএমবিএ – এর ব্যবস্থা
এখানে ইএমবিএ – এর জন্য নৈশকালীন ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য অ্যাডমিশন অফিসে যোগাযোগ করতে হবে। ভর্তির খরচ ৪,০০০ টাকা লাগবে।

সেমিস্টার ফি
প্রতি সেমিস্টারের ফি ২,৫০০ টাকা ধরা হয়েছে। প্রতি ক্রেডিট ফি বিষয় অনুযায়ী গড়ে ৩,০০০ টাকা।

অন্যান্য
এতে মোট ৭টি ক্লাব রয়েছে। সদস্যপদ আহবান করা হলে ফর্মের মাধ্যমে সদস্য হওয়া যায়। এর প্রশাসনিক ভবন বিশ্বিদ্যালয়ের মধ্যেই অবস্থিত। সকল প্রকার তথ্য প্রশাসনিক ভবন থেকেই সংগ্রহ করা যায়। প্রতি সেশনে এখানে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়। প্রতি বিভাগে প্রায় ১২ জন শিক্ষক রয়েছেন। স্থায়ী শিক্ষক ৯৯ জন, অস্থায়ী শিক্ষক ৪৪ জন।
ওয়েব সাইটে রেজাল্ট, বন্ধের ঘোষণা, নোটিশ, এসাইনমেন্ট ইত্যাদি প্রায় সকল প্রকার তথ্য পাওয়া যায়।

খাবার ব্যবস্থা
এই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ক্যান্টিন ব্যবস্থা রয়েছে। এখানে সিঙ্গারা ৮ টাকা, সমুচা ৮ টাকা, বার্গার ৪০ টাকা, চিকেন ৬০ টাকা, ড্রিংকস ইত্যাদি পাওয়া যায়।

যোগাযোগ ব্যবস্থা
ফোন: ০২-৮১২৪৪০১, ০১৫৫৮-৫৪৬৩০৮
ই-মেইল: uumainedu@yahoo.com
ওয়েব সাইট: www.uttarauniverstiy.edu.bd

বিষয়, সেমিস্টারের মোট খরচ
বিষয়
সেমিস্টার (মাস)
মোট খরচ
বিবিএ
১২
২,৪৮,৬০০ টাকা
এমবিএ
১,২৯,৩০০ টাকা
এবিএ (ফর বিবিএ)
৭৭,৫০০ টাকা
ইএমবিএ
১,০৬,৯০০ টাকা
এলএলবি (অনার্স)
১২
১,৯৬,৬০০ টাকা
এলএলবি (২ বছর)
৭৪,৬০০ টাকা
এলএলবি (ফাইনাল)
৩৯,২০০ টাকা
এলএলএম (ফর এলএলবি অনার্স)
৪২,৮০০ টাকা
এলএলএম (ফর এলএলবি ২ বছর)
৭৭,০০০ টাকা
বিএ (অনার্স)
১২
১,৭৯,৮০০ টাকা
এমএ (প্রিলি) ইংরেজী
৪৫,৩০০ টাকা
এমএ (ফাইনাল) ইংরেজী
৪৫,৬০০ টাকা
বি.এসসি (অনার্স) কম্পিউটার সাইন্স
১২
১,৮২,২০০ টাকা
বি.এসসি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং
১২
১,৯৬,৬০০ টাকা
এম.এসসি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং
৭৬,৪০০ টাকা
বি.এসসি ইঞ্জিনিয়ারিং (ইইই)
১২
২,৫০,০০০ টাকা
বি.এসসি (অনার্স) ম্যাথমেটিকস
১২
১,০৩,৮০০ টাকা
এম.এসসি (ম্যাথ.) ২ বছর
৭৩,০০০ টাকা
এম.এসসি ম্যাথ (ফাইনাল)
৩৮,২০০ টাকা
এম.এসসি ফিজিক্স (ফাইনাল)
৩২,৪০০ টাকা
বিএ (অনার্স) ইসলামিক স্টাডিস
১২
৫৪,২০০ টাকা
এম.এ (প্রিলি) ইসলামিক স্টাডিস
১৫,৭০০ টাকা
এম.এ (ফাইনাল) ইসলামিক স্টাডিস
১৫,৭০০ টাকা
বি.এড (অনার্স)
১২
৫৯,০০০ টাকা
বি.এড
১৪,১০০ টাকা
এম.এড
১৬,৩০০ টাকা
বি.পি.এড
২১,১০০ টাকা
এম.পি.এড
২৬,৫০০ টাকা
বিএ (অনার্স) বাংলা
১২
৫৪,২০০ টাকা
এমএ (প্রিলি) বাংলা
১৫,৭০০ টাকা
এমএ (ফাইনাল) বাংলা
১৫,৭০০ টাকা

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes