Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া[university-of-south-asia-bonani-dhaka]

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া


ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া
জাতি হিসাবে বাংলাদেশের মানুষ অনেক অনগ্রসর। এটার মূল কারণ হল নিরক্ষরতা। আর এই সমস্যার মোকাবেলা করার জন্য এবং উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান।




অবস্থান
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া কামাল আতাতুর্ক এভিনিউ রোডের হাতের বাম পাশে ৩য় গলিতে ১৪ নম্বর রোডে অবস্থিত।
এখানে সর্বমোট ১৩টি বিষয় আছে। এতে অনার্স এবং মাস্টার্স এর ক্লাসগুলো ‘ডে’ শিফটে হয়ে থাকে। এতে কোন ইভিনিং শিফট নাই।
এদের নিজস্ব ক্যাম্পাস তৈরীর জন্য মিরপুরে জমি ক্রয় করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেওয়া হয়। এখানে প্রতিটি ক্লাস ১:৩০ ঘন্টা করে নেওয়া হয়। প্রতি বিভাগে প্রতি বছর ছাত্র-ছাত্রী ভর্তি হয় গড়ে ৪০ জন। প্রতি বিভাগে গড়ে শিক্ষক সংখ্যা ১৫ জন। স্থায়ী শিক্ষক হচ্ছেন ৭৬ জন আর অস্থায়ী শিক্ষক হচ্ছেন ৫৫ জন।
প্রশাসনিক ভবন মূল ক্যাম্পাসেই রয়েছে। এতে ভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায়।
ওয়েব সাইটে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায়। ভর্তি সংক্রান্ত ক্লাস, রুটিন, এসাইনমেন্ট ইত্যাদি যাবতীয় তথ্য পাওয়া যায়।

শিক্ষাবৃত্তি
এস.এস.সি ও এইচ.এস.সি তে (গোল্ডেন) জিপিএ ৫ প্রাপ্তরা ১০০%, Waiver ৪.৮০ – ৪.৯৯ প্রাপ্তরা ৭৫% সুবিধা, ৪.৫০ – ৪.১৭ পর্যন্ত শিক্ষার্থীরা ৫০% waiver সুবিধা পাবে। তাছাড়া পরপর ২ সেমিস্টারে ৪ আউট অব ৪ পেলে পরের সেমিস্টারে ১০০% বৃত্তি সুবিধা পাবে। অ্যাডমিশন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।

ভর্তি কার্যক্রম
পরীক্ষার আগে ভর্তি আবেদনপত্র ৩০০ টাকার বিনিময়ে অ্যাডমিশন অফিস থেকে সংগ্রহ করে তা আবার পূরণ করে অ্যাডমিশন অফিসে জমা দিতে হবে। অনলাইন থেকে ওয়েবসাইটে www.unisa.ac.bd আবেদনপত্র ডাউনলোড করে ৩০০ টাকা সহ অ্যাডমিশন অফিসে জমা দিতে হবে।
পরীক্ষার পরে উত্তীর্ণ প্রার্থীরা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করবে। ভর্তির খরচ বাবদ ১৪,০০০ টাকা লাগবে। এস.এস.সি ও এইচ.এস.সি এর মার্কসীটের ফটোকপি ও ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অপেক্ষমান ছাত্র-ছাত্রীর তালিকা অ্যাডমিশন অফিসের নোটিশ বোর্ডে দেয়া থাকবে।

অন্যান্য সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, সাইবার গেমস ইত্যাদি টুর্নামেন্টের ব্যবস্থা রেখেছে। এদের নিজস্ব কোন মাঠ নেই। ভাড়া করা মাঠে খেলা হয়ে থাকে।

ক্রেডিট ট্রান্সফার
নূন্যতম ৩.৫০ থাকলে দেশে ও বিদেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।

লাইব্রেরী ব্যবস্থা
লাইব্রেরী ভবন মূল ক্যাম্পাসেই অবস্থিত। লাইব্রেরী কার্ড দিয়ে বই পাওয়া যায় এবং বাসায় নিয়ে যাওয়া যায়। এতে টেক্সট বুকস, জার্নালস, ডাটা রেফারেন্স, রেয়ার কালেকশন ইত্যাদি পাওয়া যায়। এতে একসাথে ২০০ জন ছাত্র-ছাত্রী বসে পড়তে পারে। খোলা হয় সকাল ৯.০০ টায় এবং বন্ধ হয় রাত ৯.০০ টায়।
এতে ৬টি ক্লাব আছে। সদস্য আহ্বান করা হলে আবেদনপত্রের মাধ্যমে সদস্যপদ পাওয়া যায়।

সেমিস্টার ফি
প্রতি সেমিস্টারের প্রতি ক্রেডিট ফি
বিবিএ
২,০০০ টাকা
বিটিই
২,৫০০ টাকা
বিটিই (ফর ডিপ্লোমা)
১,৯৮০ টাকা
বিএই
১,২০০ টাকা
এমবিএ
১,৩০০ টাকা
ইএমবিএ
১,২৫০ টাকা
এমপিএইচডি
১,৬৫০ টাকা
এমপিএইচ
১,৫০০ টাকা
এমএনএফএস
১,২৫০ টাকা
ডিওএলভি
১,৫৫০ টাকা
ডিসিএস
৯০০ টাকা
ডিএনএফএস
১,৫৫০ টাকা

কোর্স ফি
বিবিএ
৩,০২,০০০ টাকা
বিটিই
৩,৮৭,০০০ টাকা
বিটিই (ডিপ্লোমা)
৩,০৭,৪০০ টাকা
বিএই
২,০৬,০০০ টাকা
এমবিএ
১,১৬,০০০ টাকা
ইএমবিএ
৮৬,২৫০ টাকা
এমপিএইচও
৮৫,৪০০ টাকা
এমপিএইচ
১,০৬,৫০০ টাকা
এমবিএ
৭১,০০০ টাকা
এমএনএফএস
৮৬,০০০ টাকা
ডিওএলভি
৮১,৮০০ টাকা
ডিসিএস
৫৮,৪০০ টাকা
ডিএনএফএস
৮১,৮০০ টাকা

যোগাযোগ ব্যবস্থা
ফোন: ০২-৮৮৫৭০৭৩-৭৫
ই-মেইল: info@unisa.ac.bd
ওয়েবসাইট: www.nisa.ac.bd
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes