Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী [bangladesh-university-of-business-&-technology-section-2-mirpur-dhaka.]


বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী


বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন UGC অনুমোদিত প্রাইভেট ইউনিভার্সিটি এ্যাক্ট ২০০৩ অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়। নর্থ আমেরিকা ইউনিভার্সিটির পাঠদান পদ্ধতি এখানে অনুসরন করা হয়, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত। ঢাকা কমার্স কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং এটি পরিচালিত হয় ঢাকা কমার্স কলেজের ট্রাস্টি বোর্ড, প্রিন্সিপাল এবং চেয়ারম্যানসহ অন্যান্য গভর্নিং বডির মেম্বার দ্বারা তৈরী সিন্ডিকেটের মাধ্যমে।




অবস্থান ও ঠিকানা
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী
Bangladesh University of Business & Technology (BUBT)
ঢাকা কমার্স কলেজ রোড, মিরপুর ২, ঢাকা-১২১৬।
ফোন: ৮০৫৭৫৮১-২, ৯০১৫৩৯৭, ফ্যাক্স: ৮০৫৭৫৮৩
মোবাইল: ০১১৯০-৬৫৮১০০, ০১৮১৯-৪৩০৪৩০, ০১৭৪১-১২৯২৩৫
ইমেইল: info@bubt.edu.bd , info.bubt@ymail.com
ওয়েব সাইট: www.bubt.edu.bd

পরিচালিত কোর্স বা প্রোগ্রামসমূহ
এখানে পরিচালিত কোর্স বা প্রোগ্রামসমূহ দুটি ভাগে বিভক্ত, নিম্নে তা বর্ণিত হলো:
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলো
  • বিবিএ (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড মানবসম্পদ ব্যবস্থাপনা)
  • বিএ অনার্স ইন ইংলিশ
  • বিএসসি অনার্স ইন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইকনোমিক্স
  • এলএলবি অনার্স (৪ বছর)
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজী (৪ বছর)
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজী (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং।
  • বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বছর)
  • বিএসসি ইন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৬ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
গ্রাজুয়েট প্রোগ্রামগুলো
  • এমবিএ রেগুলার (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এক্সিকিউটিভ এমবিএ (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমএ ইন ইংলিশ (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমএসসি ইন ইকনোমিক্স (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এলএলবি (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এলএলএম (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এলএলএম (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমএসসি ইন ম্যাথমেটিক্স (থিসিস- ১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমএসসি ইন ম্যাথমেটিক্স (সাধারন- ২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
  • এমএসসি ইন ম্যাথমেটিক্স (থিসিস-২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।

কোর্স /প্রোগ্রাম খরচ
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম
প্রোগ্রাম
মোট খরচ
প্রথম সেমিষ্টার
অন্যান্য সেমিষ্টার
বিবিএ (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড মানবসম্পদ ব্যবস্থাপনা)
২,৮৫,০০০.০০
৩৯০২০.০০
২৫,৯২০.০০
বিএ অনার্স ইন ইংলিশ
১,৮৪,৭৮০.০০
৩০,১৬০.০০
১৭,০৬০.০০
বিএসসি অনার্স ইন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইকনোমিক্স
১,৬৭,৩০০.০০
২৮,৮২০.০০
১৫,৭২০.০০
এলএলবি অনার্স (৪ বছর)
১,৬৮,৭৪০.০০
২৬,৩২০.০০
১৩,২২০.০০
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজী (৪ বছর)
২,৩১,৫৬০.০০
৩৪,২৮০.০০
২১,১৮০.০০
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজী (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
১,১১,৫৬০.০০
১৫,২৯০.০০
১০,১৯০.০০
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৪ বছর)
২,৪৩,০৮০.০০
৩৪,২৮০.০০
২১,১৮০.০০
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
১,১৫,৩৪০.০০
১৫,২৯০.০০
১০,১৯০.০০
বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং।
২,৬৭,৩৮০.০০
৩৬,৭০০.০০
১৯,২৮০.০০
২৩,৬০০.০০
বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৪ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
১,৭৯,৫৪০.০০
২১,৫০০.০০
১৬,৪০০.০০
১৯,৭৬০.০০
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বছর)
৩,০৫,৫৪০.০০
৩৯,৩২০.০০
২৩,০২০.০০
২৮,১৪০.০০
বিএসসি ইন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৩ বছর ৬ মাস)- ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের জন্য-সান্ধ্যকালীন প্রোগ্রাম।
২,৩৬,৩৮০.০০
৩০,০৪০.০০
২২,৭০০.০০
২৪,১৪০.০০

গ্রাজুয়েট প্রোগ্রাম
প্রোগ্রাম
মোট খরচ
প্রথম সেমিষ্টার
অন্যান্য সেমিষ্টার
এমবিএ রেগুলার (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
১,২৮,৮৮৩.০০
২৬,৪৭০.০০
২২,৩৭০.০০
এক্সিকিউটিভ এমবিএ (মেজর ইন একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এন্ড হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৯৫,৫৭৫.০০
২২,৭৯৫.০০
১৮,৬৯৫.০০
মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
১,০৮,৪২০.০০
২৩,০২০.০০
১৮,৯২০.০০
এমএ ইন ইংলিশ (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৬১,২২০.০০
১৩,৬২০.০০
৯,৫২০.০০
এমই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৩৭,২৬০.০০
১৫,৮২০.০০
১১,৭২০.০০
এমএসসি ইন ইকনোমিক্স (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৩৬,৬৬০.০০
১৫,৬২০.০০
১১,৫২০.০০
এলএলবি (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৬৮,৩২০.০০
১৫,১০২.০০
১১,০২০.০০
এলএলএম (২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৬৪,৯৭০.০০
১৪,৪৭০.০০
১০,৩৫০.০০
এলএলএম (১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৩৫,২৬০.০০
১৪,৯২০.০০
১০,৮২০.০০
এমএসসি ইন ম্যাথমেটিক্স (থিসিস- ১ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৩৫,২৬০.০০
১৫,৮২০.০০
৯,৯২০.০০
এমএসসি ইন ম্যাথমেটিক্স (সাধারন- ২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৬৩,৮৭০.০০
১৫,২২০.০০
১১,১২০.০০
এমএসসি ইন ম্যাথমেটিক্স (থিসিস-২ বছর)- সান্ধ্যকালীন প্রোগ্রাম।
৬৫,৫২০.০০
১৫,২২০.০০
১১,১২০.০০

লাইব্রেরী জামানতের ফি
  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য  লাইব্রেরী জামানতের ফি ৩০০০ টাকা প্রথম সেমিষ্টার ফি এর সাথে জমা দিতে হয়। এটি ফেরতযোগ্য।
  • গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য  লাইব্রেরী জামানতের ফি ২০০০ টাকা প্রথম সেমিষ্টার ফি এর সাথে জমা দিতে হয়। এটি ফেরতযোগ্য।

স্কলারশীপ/আর্থিক সহায়তা
স্কলারশীপ, বৃত্তিপ্রাপ্ত বা গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% Tuition Waiver সুবিধা প্রদান করা হয়।
  • প্রথম সেমিস্টারে স্পেশাল টিউশন ফির ২৫% Tuition Waiver সুবিধা এবং SSC এবং HSC এর GPA প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ১০০% Tuition Waiver সুবিধা প্রদান করা হয়।
  • সেমিস্টার পরীক্ষার ফলাফলের উপরও Tuition Waiver সুবিধা প্রদান করা হয়ে থাকে।
  • ভাই-বোন এবং স্বামী-স্ত্রী ক্ষেত্রেও Tuition Waiver সুবিধা প্রদান করা হয়ে থাকে।

একাডেমিক সেশন
BUBT তে শিক্ষা বছরকে তিনটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, তা নিম্নরুপ:
  • ফল সেমিস্টার: অক্টোবর থেকে জানুয়ারি।
  • স্প্রিং সেমিস্টার: ফেব্রুয়ারি থেকে মে।
  • সামার: জুন থেকে সেপটেম্বর।
ভর্তি যোগ্যতা
  • SSC  অথবা HSC পরীক্ষায় 2nd Division অথবা GPA 2.50 পেতে হবে।
  • SSC  অথবা HSC পরীক্ষার যেকোন একটিতে GPA 2.00 সহ সর্বমোট গ্রেড পয়েন্ট 6.00 পেতে হবে।
  • O Level পরীক্ষার ক্ষেত্রে ৫টি বিষয়ে সর্বনিম্ন ১০ পয়েন্ট এবং A Level পরীক্ষার ক্ষেত্রে যে কোন দুটি বিষয়ে সর্বনিম্ন ৪ পয়েন্ট পেতে হবে।
  • মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের জন্য SSC  অথবা HSC পরীক্ষায় সর্বমোট গ্রেড পয়েন্ট 5.00 পেতে হবে। তবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এর ফটোকপি দেখাতে হবে।

ভর্তি প্রক্রিয়া
  • ৫০০ টাকা পরিশোধ করে ভর্তির আবেদন ফর্মসহ প্রসপেক্টাসটি Admission Office/Reception Room থেকে সংগ্রহ করতে হয় অথবা ডাকযোগে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট প্রেরণের মাধ্যমে ভর্তির আবেদন ফর্মসহ প্রসপেক্টাসটি Admission Office/Reception Room থেকে সংগ্রহ থেকে সংগ্রহ করা যাবে।
  • ভর্তির আবেদন ফর্মটি সঠিক তথ্যপূর্ণ হতে হবে।
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সনদের ফটোকপি, প্রশংসাপত্রের ফটোকপি এবং নম্বরপত্রের ফটোকপি রেজিষ্ট্রেশন কপির ফটোকপিসহ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
  • ভর্তির সময় অবশ্যই জমাকৃত কাগজপত্র VERIFY করা হবে।
  • আবেদন ফর্মের সাথে ৩টি পাসপোর্ট সাইজ এবং ৪টি স্ট্যাম্প সাইজ ছবি সত্যায়িত করে জমা দিতে হবে।

স্কলারশীপের ব্যবস্থা
এখানে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশীপের ব্যবস্থাসহ টিউশন ফি থেকে বিশেষ ছাড় প্রদান করা হয়ে থাকে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ২৫% থেকে ১০০% ছাড় সুবিধা পাওয়া যায়।

লাইব্রেরী সুবিধা
শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটাতে এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে লাইব্রেরী সুবিধা রয়েছে।মেম্বার কার্ডের মাধ্যমে শিক্ষার্থীগন বই বাসায় নিতে পারেন। লাইব্রেরীতে বই পড়ার সুবিধা রয়েছে। লাইব্রেরীতে রয়েছে পর্যাপ্ত দেশী-বিদেশী বইয়ের সংগ্রহ।
শিক্ষার্থীদের জন্য অন্যান্য সুবিধা
  • সুপ্রশস্ত এবং শীতাতপ নিয়ন্ত্রীত ক্লাসরুম।
  • ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব সুবিধা।
  • ভাষা জ্ঞানকে উন্নত করার জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরী।
  • শিক্ষার্থীদের বিনোদনের জন্য রয়েছে কমন রুম।
  • হালকা নাস্তা করার জন্য রয়েছে ক্যাফেটিরীয়া।
  • শিক্ষার্থীদের কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে আইটি ক্লাব।
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes