Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

গাজীপুর জেলা[Gazipur district]

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা । ইতিহাস খ্যাত ভাওয়াল পরগণার গহীন বনাঞ্চল আর গৈরিক মৃত্তিকাকোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক এ জনপদ ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। মোগল-বৃটিশ-পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোষাক শিল্পের বিরাট অংশ। ঢাকার সাথে দেশের উত্তর বঙ্গ ও উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গাজীপুর গেইটওয়ে হিসেবে বিবেচিত । মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় ।





গাজীপুর জেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
গাজীপুর
বিভাগঢাকা বিভাগ
স্থানাঙ্ক24.00° N 90.43° E
আয়তন১,৭৪১.৫৩ বর্গ কিমি
সময় স্থানবিএসটি (ইউটিসি+৬)
জনসংখ্যা (১৯৯১)
 - ঘণত্ব
 - শিক্ষার হার
২,০২৬,২৪৪
 - ১,১৬৩.৪৮/কিমি²
 - ৩৬%
ওয়েবসাইট: বাংলাপিডিয়া নিবন্ধ
মানচিত্র সংযোগ: গাজীপুর জেলার প্রাতিষ্ঠানিক মানচিত্র




পরিচ্ছেদসমূহ

  [আড়ালে রাখো] 
  •  ভৌগোলিক সীমানা
  •  প্রশাসনিক এলাকাসমূহ
  •  ইতিহাস
  •  অর্থনীতি
  •  প্রত্নসম্পদ
  •  দর্শনীয় স্থান
  •  আনুষঙ্গিক নিবন্ধ
  •  বিখ্যাত ব্যক্তিবর্গ

ভৌগোলিক সীমানা

গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা ও টাংগাইল জেলা অবস্থিত।[১]

প্রশাসনিক এলাকাসমূহ

গাজীপুর জেলার উপজেলাগুলি হল -
  • গাজীপুর সদর উপজেলা
  • কালিয়াকৈর উপজেলা
  • কালীগঞ্জ উপজেলা
  • কাপাসিয়া উপজেলা
  • শ্রীপুর উপজেলা

ইতিহাস

গাজীপুর জেলার একটি থানা শ্রীপুর।গাজীপুর জেলায় সংসদীয় আসন সংখ্যা ৪টি।তারমধ্যে শ্রীপুর ১নং সংসদীয় আসন।৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শ্রীপুর থানা গঠিত হয়।

অর্থনীতি

প্রত্নসম্পদ

  • ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
  • ইন্দ্রাকপুর (প্রাচীন রাজধানী), শ্রীপুর
  • বলধার জমিদার বাড়ী, বাড়ীয়া
  • টোক বাদশাহী মসজিদ, কাপাসিয়া
  • পূবাইল জমিদার বাড়ী, পূবাইল
  • সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ
  • বলিয়াদী জমিদার বাড়ী, কালিয়াকৈর
  • ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, জয়দেবপুর
  • শৈলাট, শ্রীপুর
  • কাশিমপুর জমিদার বাড়ী, গাজীপুর সদর
  • দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী
  • কপালেশ্বর (ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তি), রাজা শিশু পালের রাজধানী
  • একডালা দুর্গ, কাপাসিয়া
  • মীর জুলমার সেতু, টঙ্গী
  • সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর

দর্শনীয় স্থান

গাজীপুরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে কিছু নাম উল্লেখ করা যেতে পারেঃ
  • ভাওয়াল রাজবাড়ী,
  • ভাওয়াল জাতীয় উদ্যান (National Park),
  • আনসার একাডেমী, সফিপুর
  • নূহাশপল্লী
  • জাগ্রত চৌরঙ্গী
  • বলিয়াদী জমিদার বাড়ী

বিখ্যাত ব্যক্তিবর্গ

  • তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
  • মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি [২]






















































































































































































































 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes