Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

সুনামগঞ্জ জেলা [Sunamganj District]


সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

 [আড়ালে রাখো

Sunamganj
সুনামগঞ্জ
—  জেলা  —
undefined
বাংলাদেশে সুনামগঞ্জ-এর অবস্থান
দেশ বাংলাদেশ
বিভাগSylhet Division
এলাকা
 • মোট বর্গকিলোমিটার ( বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৯,৬৮,৬৬৯
 • ঘনত্বপ্রতি বর্গকিলোমিটারে  (প্রতিবর্গমাইলে )
সাক্ষরতার হার
 • মোট৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+6)
 • গ্রীষ্মকাল (ডিএসটি)বিডিএসটি (UTC+7)
পোষ্টাল কোড3000

[সম্পাদনা]ভৌগোলিক সীমানা

উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পৃর্বে সিলেট জেলা, দক্ষিনে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।

[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ

সুনামগঞ্জ জেলার উপজেলাগুলি হল -

[সম্পাদনা]ইতিহাস

সুনাম উদ্দিন নামে জনৈক সিপাহী একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। পরে উপজেলা, মহকুমা ও জেলা শহরে রুপান্তরিত হয়। বর্তমান সুনাম গঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। ১৮৭৭ সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠত হয়। ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। জেলায় মোট ৮১টি ইউনিয়ন এবং ২৭৭৩টি গ্রাম আছে। জেলার প্রথম প্রতিষ্ঠিত সরকারী জুবলী উচ্চ বিদ্যালয় ১৮৮৭ সালে, দ্বিতীয় স্কুল হচ্ছে দিরাই উচ্চ বিদ্যালয় দিরাই চান্দপুর ১৯১৫ সাল, তৃতীয় উচ্চ বিদ্যালয় হচ্ছে ব্রজন্নাথ উচ্চ বিদ্যালয় পাইলগাও জগন্নাথপুর ১৯১৯সাল।

[সম্পাদনা]অর্থনীতি

[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান

[সম্পাদনা]বিশেষ ব্যাক্তি

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes