Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়[ sher-e-bangla-agricultural-university-dhaka]

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান । শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর “বেঙ্গল কৃষি ইনষ্টিটিউট” প্রতিষ্ঠা করেন, যা তত্কালীন সময়ে এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। ২০০১ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামকরন করেন। উচ্চতর কৃষি শিক্ষার বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য এবং পাশাপাশি কৃষি বিজ্ঞান ক্ষেত্রের গবেষণা, এর যথাযথ প্রচার ও প্রসার করার জন্য এই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রেখে চেলছে। শেকৃবি ক্যাম্পাসটি ৮৬.৯২ একর অর্থাৎ ৩৫.১৯ হেক্টর জমির উপর অবস্থিত।

ঠিকানা এবং অবস্থান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭।
ফোন: ৯১৪৪২৭০-৮, ফ্যাক্স: ৮১৫৫৮০০।
ইমেইল: vcsau@dhaka.net
ওয়েব এড্রেস: www.sau.edu.bd

অনুষদগুলো

বিশ্ববিদ্যালয়ে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বিএসসি, এমএসসি এবং পিএইচডি ডিগ্রী পর্যায়ে পাঠদান করা হয়। কৃষিভিত্তিক অনুষদগুলো নিম্নে তুলে ধরা হলো:
Faculty of Agriculture
Faculty of Agribusiness Management
01 Agronomy
02 Agricultural Botany
03 Agricultural Extension and Information System
04 Agricultural Engineering
05 Agricultural Chemistry
06 Agroforestry and Environment Science
07 Animal Husbandry
08 Biochemistry
09 Biotechnology
10 Entomology
11 Genetics and Plant Breeding
12 Horticulture
13 Language
14 Plant Pathology
15 Soil Science
01 Agricultural Business & Marketing
02 Agricultural Statistics
03 Agricultural Economics
04 Development and Poverty Studies
05 Management & Finance
Faculty of Animal Science & Veterinary Medicine
Faculty of Fisheries and Aquaculture (Proposed)
01 Animal Production & Management
02 Animal Nutrition, Genetics & Breeding
03 Anatomy, Histology & Physiology
04 Dairy Science
05 Medicine & Public Health
06 Microbiology & Para cytology
07 Pathology
08 Pharmacology & Toxicology
09 Poultry Science
10 Surgery & Theriogenology
01 Aquaculture
02 Aquatic Animal Health Management
03 Aquatic environment & Recourse Management
04 Fisheries Biology & Genetics
05 Fishing & Post harvest Technology
06 Marin Fisheries & Oceanology

ভর্তি প্রক্রিয়া এবং যোগ্যতা

  • আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ২০১২ সেসনে মোট ৫০০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তন্মধ্য এগ্রিকালচার বিভাগে ৩৫০ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিভাগে ১০০ জন এবং এনিমেল সাইন্স এন্ড ভ্যাটেরিনারী মেডিসিন বিভাগে ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।
  • ২০০৮ অথবা ২০০৯ এ এসএসসি (বিজ্ঞান বিভাগে) এবং ২০১০ অথবা ২০১১ এ এইচএসসি (বিজ্ঞান বিভাগে) উত্তীর্ণ শিক্ষার্থীগন এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারে।
  • এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৭.৫ পেতে হবে। এসএসসি অথবা এইচএসসিতে যে কোন একটি পরীক্ষায় জিপিএ ৩ এর নীচে পেলে আবেদন অগ্রাহ্য হবে। ইংরেজী বিষয়সহ এসএসসি এবং এইচএসসি তে জিপিএ সর্বনিম্ন ৩ পেতে হবে।
  • ইংরেজী মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় বি গ্রেড পেতে হবে এবং অন্তর্ভূক্ত বিষয়গুলো হলো: পদার্থবিদ্যা, রসায়ণ, গণিত অথবা জীববিদ্যা।
  • ভর্তি ফরমের মূল্য ৫৬০ টাকা। ফরমটি অফিস অথবা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করা যায়।
  • ইংরেজী মাধ্যমে কৃতকার্য শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয় অফিসে এসে ৫০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়। প্রয়োজনী সংখ্যক কাগজপত্র ভর্তি ফরমের সাথে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রারের নিকট জমা দিতে হয়। ভর্তি ফরম জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার তারিখ এবং রোল নম্বর জানিয়ে দেন।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানতে ক্লিক করুনhttp://www.sau.edu.bd/academics/admission/under-graduat

গেস্ট হাউজ

শেকৃবি এর নিজস্ব গেষ্টহাউজ রয়েছে। গেষ্টহাউজটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাবেক বাংলোর দ্বিতীয় তলা অবস্থিত।বিশ্ববিদ্যালয়ের কাজে আগত অতিথিগন এখানে থাকতে পারেন। গেষ্টহাউজ সার্ভিসের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারী নিয়োজিত রয়েছেন। গেষ্টহাউজটি সুসজ্জিত।

স্বাস্থ্য সেবা

শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভাষক, অধ্যাপক সহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিজস্ব মেডিক্যাল সেন্টার রয়েছে। মেডিক্যাল সেন্টারে চীফ মেডিকেল অফিসার হিসেবে ডা: খন্দকার মো: শহীদুল ইসলাম এবং মেডিকেল অফিসার হিসেবে ডা: মোসাম্মাত সাবরিনা মুনাজ্জিলিন দায়িত্ব পালন করছেন।

পরিবহন ব্যবস্থা

ক্যাম্পাসের বাইরে বসবাসরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আনা নেওয়ার জন্য দুটি বাস রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেকৃবিকে আরো দুটি নতুন বাস উপহার দিয়েছেন। ভবিষ্যতে আরো কিছু জায়গা থেকে বাস উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস সুবিধা পেতে শিক্ষার্থীদের মাসিক হিসেবে টিকিট ক্রয় করতে হয়।

খেলাধুলার ব্যবস্থা

শেকৃবির শিক্ষার্থীর পড়াশুনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক মহোদয় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলাসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে থাকেন। স্বাস্থ্য প্রশিক্ষক পরিচালক মহোদয়কে সহযোগীতা করে থাকে।

শিক্ষা সফর

শেকৃবিতে যেসকল শিক্ষার্থী বিএসসি এর ৩ এবং ৪ লেভেল অতিক্রম করেছে কেবলমাত্র তারাই শিক্ষাসফরে অংশগ্রহন করতে পারে। শিক্ষাসফর বাংলাদেশের যেকোন জেলায় হতে পারে। শিক্ষা সফরে শিক্ষার্থীরা যেসকল বিষয়ে গবেষণা করে থাকে সেগুলো হলো; (১) বাড়ি এবং খামার পরিদর্শন, কৃষি জরিপ, গবেষণা প্রতিষ্ঠান এবং এনজিও পরিদর্শন এবং উপজেলা পর্যায়ে মাঠ পর্যবেক্ষন।

ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসি)

বিশ্ববিদ্যালয়ের টিএসসি (Teachers Students Center) হিসেবে ক্যাফেটেরিয়াটি অস্থায়ী ভিত্তিতে ব্যবহৃত হচ্ছে। খুব শীঘ্রই টিএসসি ভবন নির্মান কাজ আরম্ভ করা হবে।

মসজিদ-মন্দির

শেকৃবি ক্যাম্পাসে নিজস্ব মসজিদ রয়েছে। এই মসজিদে জুমার নামাজসহ দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ানো হয়। নামাজের পাশাপাশি মিলাদ-মাহফিল, জিকির, ওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামিক ধর্মীয় দিবসে যেমন; শবে কদর, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, শবে মেরাজ এবং আশুরায় মসজিদে বিভিন্ন ধর্মীয় কর্মসূচী পালন করা হয়। ক্যাম্পাসের বটতলায় একটি মন্দির রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন ধর্মীয় কর্মসূচী এবং অনুষ্ঠানাদি এখানে পালন করা হয়। মন্দিরটি মন্দির ম্যানেজমেন্ট কমিটি দ্বারা পরিচালনা করা হয়।

 

হল পরিচিত

শেকৃবি ক্যাম্পাসে হল রয়েছে ৫টি। তন্মধ্যে ছাত্রদের জন্য রয়েছে ৩টি এবং ছাত্রীদের জন্য রয়েছে ২টি হল।
ছাত্রদের হল
ছাত্রীদের হল
  • শেরে বাংলা হল
  • সিরাজুদ্দৌলা হল
  • কবি কাজী নজরুল ইসলাম হল
  • বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
  • ছাত্রী হল (সদ্য নির্মিত)

সেন্ট্রাল লাইব্রেরী

শেকৃবি লাইব্রেরীটি বিশ্ববিদ্যালয় ভবনের পশ্চিম দিকে অবস্থিত। লাইব্রেরীতে কৃষি সম্পর্কিত বিষয়ের উপর প্রায় ৩০০০০ টি বইয়ের সংগ্রহ রয়েছে। এখানে জাতীয় দৈনিক এবং বিদেশী দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা রাখা হয়। কর্মঘন্টা চলাকালীন সময়ে ছাত্র-শিক্ষকগন তাদের প্রয়োজনীয় বইটি নির্দিষ্ট সময়ে জন্য লাইব্রেরী থেকে বাড়িতে নিতে পারেন। লাইব্রেরীতে ২৪ জন কর্মকর্তা এবং কর্মচারী নিয়োজিত রয়েছেন। এখানে ইন্টারনেট সার্ভিস এবং ফটোকপির ব্যবস্থা রয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময়ে লাইব্রেরীতে বই দান করে একে সমৃদ্ধ করে থাকেন। শীঘ্রই ক্যাম্পাসে একটি লাইব্রেরী ভবন নির্মান করা হবে।

No. of Books: 30,000 (thirty thousand)
No. of Journals: 18(eighteen)

Lists of Journals
01.
Bangladesh Rice Journal/Bangladesh Rice Research Institute
02.
Bangladesh Journal of Plant Pathology/ Bangladesh Psychopathological Society
03.
Bangladesh Agronomy Journal/Bangladesh Agronomy Society
04.
Bangladesh Journal of Plant Breeding and Genetics/Plant Breeding and Genetics society of Bangladesh
05.
Bangladesh Journal of Agriculture/Bangladesh Agricultural Research Council
06.
Bangladesh Journal of Extension Education/The Bangladesh Agricultural Extension Society
07.
Bangladesh Journal of Agricultural Research/ Bangladesh Agricultural Research Institute
08.
Bangladesh Journal of Zoology/Zoological Society of Bangladesh
09.
The Bangladesh Journal of Botany/The Bangladesh Botanical Society
10.
The Bangladesh Journal of Agricultural Economics/The Bureau of Socioeconomic Research and Training
11.
Bangladesh Horticulture/Bangladesh Society of Horticultural Science
12.
Bangladesh Journal of Forest Science/Forest Research Institute
13.
Bangladesh Journal of Entomology/The Entomological Society of Bangladesh.
14.
Bangladesh Journal of Nuclear Agriculture/BINA
15.
Bangladesh Agricultural University Journal/BAU
16.
SARRC Journal of Agriculture/SAARC Agricultural Center.
17.
Bangladesh Journal of Sugarcane/Bangladesh Sugarcane Research Institute.
18.
Bangladesh Journal of Livestock Research/Bangladesh Livestock Research Institute.

কম্পিউটার ক্লাব

শেকৃবি ক্যাম্পাসে নিজস্ব কম্পিউটার ক্লাব রয়েছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীগনকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য কম্পিউটার ক্লাবটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা যাতে পড়াশুনার পাশাপাশি বা পড়াশুনা শেষে দেশীয় এবং আন্তর্জাতিক চাকরীর বাজারে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে পারে সেজন্য এখানে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর ৩ মাস মেয়াদী প্রফেশনাল কোর্সের আয়োজন করা হয়।

ল্যাঙ্গুয়েজ ক্লাব

ক্লাবটি শেকৃবির একটি স্বেচ্ছাকর্মী সংগঠন। এখানে বিশ্বের বিভিন্ন ভাষা উপর স্বল্প এবং দীর্ঘমেয়াদী কোর্স করানো হয়। ল্যাঙ্গুয়েজ ক্লাবটি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes