Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

দারুল ইহসান [darul-ihsan-university-dhaka.]


দারুল ইহসান  

দারুল ইহসান ইউনিভার্সিটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকার এবং UGC কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় ১৯৯৩ সালে। এখানে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা বর্তমান ৫০০ জন।

ইউনিভার্সিটি ক্যাম্পাস
মগবাজার ক্যাম্পাস
পুরনো ঢাকা ক্যাম্পাস
২৪৫ নিউ সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
টেলিফোন: ০২-৯৩৫৭৬৭১, ০১৭১০-৫৫২০৮৫, ০১৭২৩-৩৭২৯৮১
৫৩/৫ জনসন রোড, কলতাবাজার, ঢাকা-১১০০। ফোন: ০২-৯৩৫৭৬৭১, ০১৭২৪-৪৭৫৫২৫
ইমেইল: olddhaka@diubd.ac.bd
ওয়েব: http://www.diu.ac.bd

পরিচালিত প্রোগ্রামগুলো
ক্রমিক নং
প্রোগ্রাম
ক্রেডিট ঘন্টা
সময়
০১.
বিবিএ
১৩৫
৪ বছর
০২.
এমবিএ
৬৩
২ বছর
০৩.
ইএমবিএ
৪৮
১.৪ বছর
০৪.
ইএমবিএ
৩৬
১ বছর
০৫.
আইটিই
১৬০
৪ বছর
০৬.
সিএসই
১৬২
৪ বছর
০৭.
এলএলবি (সম্মান)
১৩৬
৪ বছর
০৮.
এলএলএম
৩৫
১ বছর
০৯.
বিএ (সম্মান) ইংরেজী
১২৫
৪ বছর
১১.
এমএ ইংরেজী
২৪
১ বছর
১১.
এমএ ইংরেজী (প্রিলি: এবং ফাইনাল)
৪৮
২ বছর
১২.
বিএ (সম্মান) ইসলামী শিক্ষা
১২০
৪ বছর
১৩.
এম এ ইসলামী শিক্ষা
৩০
১ বছর
১৪.
এম এ ইসলামী শিক্ষা
৬০
২ বছর
১৫.
বিএড (সম্মান)
১৬০
৪ বছর
১৬.
বিএড (পাশ)
৫১
১ বছর
১৭.
এমএড
৩৯
১ বছর
১৮.
এমএ (লাইব্রেরী এবং তথ্য বিজ্ঞান)
৪৫
১.৪ বছর
১৯.
ডিপ্লোমা (লাইব্ররী এবং তথ্য বিজ্ঞান)
৩০
১ বছর
২০.
ডিপ্লোমা ইন সিএসই/সিএসআই
৩০
১ বছর

ভর্তি যোগ্যতা
ক্রমিক নং
প্রোগ্রাম
যোগ্যতা
০১.
বিবিএ
এইচএসসি/সমমান পাস
০২.
এমবিএ
গ্রাজুয়েট/সমমান পাস
০৩.
ইএমবিএ
গ্রাজুয়েট+চাকুরীর অভিজ্ঞতা
০৪.
ইএমবিএ
বিবিএ
০৫.
আইটিই
এইচএসসি/সমমান পাস
(পদার্থবিদ্যা/গণিত)
০৬.
সিএসই
এইচএসসি/সমমান পাস
(পদার্থবিদ্যা/গণিত)
০৭.
এলএলবি (সম্মান)
এইচএসসি/সমমান
০৮.
এলএলএম
এলএলবি (সম্মান)
০৯.
বিএ (সম্মান) ইংরেজী
এইচএসসি/সমমান
১১.
এমএ ইংরেজী
বিএ (সম্মান) ইংরেজী
১১.
এমএ ইংরেজী (প্রিলি: এবং ফাইনাল)
গ্রাজুয়েট/সমমান পাস
১২.
বিএ (সম্মান) ইসলামী শিক্ষা
এইচএসসি/সমমান পাস
১৩.
এম এ ইসলামী শিক্ষা
গ্রাজুয়েট ইসলামী শিক্ষা
১৪.
এম এ ইসলামী শিক্ষা
গ্রাজুয়েট/সমমান পাস
১৫.
বিএড (সম্মান)
এইচএসসি/সমমান পাস
১৬.
বিএড (পাশ)
গ্রাজুয়েট
১৭.
এমএড
বিএড/সমমান
১৮.
এমএ (লাইব্রেরী এবং তথ্য বিজ্ঞান)
গ্রাজুয়েট+ ডিপ্লোমা (লাইব্ররী এবং তথ্য বিজ্ঞান)
১৯.
ডিপ্লোমা (লাইব্ররী এবং তথ্য বিজ্ঞান)
গ্রাজুয়েট/সমমান পাস
২০.
ডিপ্লোমা ইন সিএসই/সিএসআই
এইচএসসি/সমমান পাস

ভর্তির কার্যক্রম
ইউনিভার্সিটি অফিস থেকে ৩০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হয়। ভর্তি ফর্মটি পরিপূর্ণভাবে পূরন করতে হয়। প্রয়োজনীয় সংখ্যক ছবি, পূর্বের পাশকৃত পরীক্ষার নম্বরপত্র, সনদ, রেজিষ্ট্রেশন, ভোটার আইডি কার্ড ইত্যাদি ফর্মের সাথে সংযুক্ত করে অফিসে জমা দিতে হয়। ফর্ম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার দিন তারিখ সময় জানিয়ে দেওয়া হয়। সাধারনত পূর্বের পাশকৃত প্রোগ্রামের পাঠ্য বই থেকে প্রশ্ন করা হয়ে থাকে। কেবলমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা অত্র ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে।  টার্গেট অপূর্ণ থাকলে ওয়েটিং লিষ্ট ডাকা হয়। সেখানে থেকে মেধানুসারে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

কোর্স ফি
ক্রমিক নং
প্রোগ্রাম
ভর্তি ফি
কোর্স ফি
মোট খরচ
০১.
বিবিএ
১০০০০
২৪৩০০০
২৫৩০০০
০২.
এমবিএ
১০০০০
১৩৫০০০
১৪৫০০০
০৩.
ইএমবিএ
১০০০০
১০৮০০০
১১৮০০০
০৪.
ইএমবিএ
১০০০০
৮৫০০০
৯৫০০০
০৫.
আইটিই
১০০০০
২৪০০০০
২৫০০০০
০৬.
সিএসই
১০০০০
২৪০০০০
২৫০০০০
০৭.
এলএলবি (সম্মান)
১০০০০
১৫০০০০
১৬০০০০
০৮.
এলএলএম
১০০০০
৫০০০০
৬০০০০
০৯.
বিএ (সম্মান) ইংরেজী
১০০০০
১৪০০০০
১৫০০০০
১০.
এমএ ইংরেজী
১০০০০
৪৫০০০
৫৫০০০
১১.
এমএ ইংরেজী (প্রিলি: এবং ফাইনাল)
১০০০০
৫৫০০০
৬৫০০০
১২.
বিএ (সম্মান) ইসলামী শিক্ষা
১০০০০
৫০০০০
৬০০০০
১৩.
এমএ ইসলামী শিক্ষা
৫০০০
১৮০০০
২৩০০০
১৪.
এম এ ইসলামী শিক্ষা
১০০০০
২৫০০০
৩৫০০০
১৫.
বিএড (সম্মান)
১০০০০
৫২০০০
৬২০০০
১৬.
বিএড (পাশ)
৫০০০
১১০০০
১৬০০০
১৭.
এমএড
৫০০০
১১৫০০
১৬৫০০
১৮.
এমএ (লাইব্রেরী এবং তথ্য বিজ্ঞান)
৫০০০
২৩৫০০
২৮৫০০
১৯.
ডিপ্লোমা (লাইব্ররী এবং তথ্য বিজ্ঞান)
৫০০০
১১০০০
১৬০০০
২০.
ডিপ্লোমা ইন সিএসই/সিএসআই
৫০০০
১৭০০০
২২০০০

স্কলারশীপ এবং আর্থিক ছাড়ের সুবিধা
  • মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য টিউশন ফি পরিশোধে ১৫% ছাড়
  • স্বামী-স্ত্রী একত্রে হলে টিউশন ফি পরিশোধে ২০% ছাড়
  • শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে টিউশন ফি পরিশোধে ১৫% ছাড়
  • ভাই-বোনের ক্ষেত্রে টিউশন ফি পরিশোধে ২০% ছাড়
  • যেসকল শিক্ষার্থী এই ইউনিভার্সিটি থেকে বিবিএ/এমবিএ পাশ করেছে তাদের জন্য টিউশন ফি পরিশোধে ২৫% ছাড়
  • এইচএসসি এবং এসএসসি তে জিপিএ ৫.০০ পেলে ৪০% ছাড় (৪টি বিষয় ব্যতীত)
  • এইচএসসি এবং এসএসসি তে জিপিএ ৪.৮০ থেকে জিপিএ ৫.০০ এর মধ্যে পেলে ৩০% ছাড়
  • এইচএসসি এবং এসএসসি তে জিপিএ ৪.৬০ থেকে জিপিএ ৪.৭৯ এর মধ্যে পেলে ২৫% ছাড়
  • এইচএসসি এবং এসএসসি তে জিপিএ ৪.২৫ থেকে জিপিএ ৪.৫৯ এর মধ্যে পেলে ২৫% ছাড়
  • এইচএসসি এবং এসএসসি তে জিপিএ ৪.০০ থেকে জিপিএ ৪.২৪ এর মধ্যে পেলে ১৫% ছাড়
  • এছাড়া একাডেমিক ভাল ফলাফলের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

মেডিকেল সেন্টার
ইউনিভার্সিটির নিজস্ব মেডিকেল সেন্টার সুবিধা রয়েছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী চিকিত্সাসেবা প্রদান করা হয়। প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

লাইব্রেরী
ইউনিভার্সিটির নিজস্ব লাইব্রেরীটি প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। লাইব্রেরী ব্যবহার করতে লাইব্রেরী কার্ড করতে হয়। সেমিষ্টার ফি প্রদানের সময় লাইব্রেরী কার্ড দেওয়া হয়। এখানে বসে পড়ার ব্যবস্থা রয়েছে। বই বাসায় নিয়ে যাওয়া যায়। তবে নির্দিষ্ট সময় পর তা ফেরত দিতে হয়। বই হারিয়ে গেলে জরিমানা সহ বইয়ের মূল্য পরিশোধ করতে হয়। লাইব্রেরীটিতে যথেষ্ট বইয়ের সংগ্রহ রয়েছে। এখানে বইয়ের পাশাপাশি জাতীয় দৈনিক এবং ম্যাগাজিন রাখা হয়।

বিভিন্ন ক্লাব
ইউনিভার্সিটিতে শিক্ষামূলক বিভিন্ন ক্লাব রয়েছে; যেমন- ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, থিয়েটার ক্লাব, কম্পিউটার ক্লাব ইত্যাদি।

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes