Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)[university-of-development-alternative-dhanmondi-27-dhaka]


ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ২০০২ সালে সরকারী অনুমোদন লাভ করে। বর্তমানে ৪ টি অনুষদে ১২টি বিষয়ে ৪ বছর মেয়াদী কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তৈরিকৃত লাল সংকেতের তালিকাভূক্ত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়।

অবস্থান
ধানমন্ডি ২৭ নম্বর রোডের পশ্চিম প্রান্তে র‍্যাংগস ভবনে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

ঠিকানা
৮০, সাতমসজিদ রোড, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা
ফোন: ০২- ৯১৪৫৭৪১
ফ্যাক্স: ৮৮-০২- ৮১৫৭৩৩৯
ই-মেইল: registran@uoda.edu.bd
ওয়েব: www.uoda.edu.bd


প্রোগ্রামগুলো
স্নাতক প্রোগ্রাম
স্নাতকোত্তর প্রোগ্রাম
বাংলা
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
ব্যাচেলর অব ফাইন আর্টস
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
ইংরেজি
ল এন্ড হিউম্যান রাইটস্
মলিকিউলার মেডিসিন এন্ড বায়োইনফরমেটিকস্
মিউজিক
ম্যাথমেটিকস
ফার্মাসী
পলিটিক্যাল সায়েন্স এন্ড ডেভেলপমেন্ট
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
মাস্টার ইন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
মাস্টার ইন কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ
মাস্টার অব ফাইন আর্টস্
এম ফার্ম ইন ফার্মাসিউটিক্যালস্ মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট
এলএলএম
এম মাস (M MUS)
মাস্টার’স ইন ইংলিশ (প্রিলি ও ফাইনাল)
মাস্টার’স ইন বাংলা (প্রিলি ও ফাইনাল)


ভর্তি যোগ্যতা
  • এস.এস.সি ও এইচ.এস.সি-তে আলাদাভাবে জিপিএ ২.৫০ (মিউজিক ও ফাইন আর্টস ব্যতীত) পেতে হয়।
  • মোট জিপিএ ৬.০০ কিন্তু যেকোন একটিতে জিপিএ ২.০০ রয়েছে এমন শিক্ষার্থীগণও আবেদন করতে পারে।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এস.এস.সি ও এইচ.এস.সি-তে মোট জিপিএ ৫.০০ থাকতে হয়।
  • ন্যূনতম ২ বিষয়ে ‘বি’ গ্রেড অথবা তিন বিষয়ে সি গ্রেড সহ এ লেভেল সম্পন্ন হতে হয়।
  • ৩টি ‘বি’ গ্রেড সহ ন্যূনতম ৫  বিষয়ে ও লেভেল সম্পন্ন করতে হয়।
  • আন্তর্জাতিক স্নাতক ডিপ্লোমা
  • আমেরিকান হাই স্কুল ডিপ্লোমা বা সমমান।
  • সার্ক দেশভুক্ত দেশগুলো থেকে ১২ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষা সম্পন্ন হতে হয়।

ভর্তি প্রক্রিয়া
  • ভর্তি পরীক্ষার পূর্বে এডমিশন অফিস থেকে ২০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়।
  • অনলাইন থেকে ডাউনলোড করা ভর্তি ফরমে জমার সময় ২০০ টাকা পরিশোধ করতে হয়।
  • পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের এডমিশন অফিসে যোগাযোগ করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • এস.এস.সি ও এইচ.এস.সি নম্বরপত্রের ফটেকপি
  • সদ্যতোলা ২ কপি স্ট্যাম্প সাইজ ও ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি

ভর্তি ফি
  • ভর্তির সময় ভর্তি ফি বাবদ ১৫,৫০০ টাকা সহ ভর্তির মোট খরচ ১৭,২০০ টাকা পরিশোধ করতে হয়।

খরচ প্রক্রিয়া
  • এখানে সবগুলো কোর্সের খরচ একই পদ্ধতিতে নেয়া হয়ে থাকে, নিম্নে বি বি এ প্রোগ্রামের খরচ তুলে ধরা হল: এই বিশ্ববিদ্যালয়ে কোর্সের খরচ মাসিক ভিত্তিতে নেয়া হয়ে থাকে। এখানে খরচের ক্ষেত্রে ক্রেডিট আওয়ার হিসাব করা হয় না। প্রতি মাসের বেতন ৪,০০০ টাকা। প্রতি চারমাসে এক সেমিস্টার হয়ে থাকে।
প্রতি সেমিস্টার চার্জ ২,০০০ টাকা। প্রতি সেমিস্টার ফাইনালের পর পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরুর আগে ২,০০০ টাকা চার্জ পরিশোধ করতে হয়। অর্থাৎ প্রতি সেমিস্টারের মাসিক বেতন= ৪ মাস × ৪০০০ টাকা= ১৬,০০০ টাকা এবং সেমিস্টার চার্জ বাবদ ২,০০০ টাকা। এভাবে প্রতি সেমিস্টারের জন্য মোট ১৮,০০০ টাকা করে খরচ হয়ে থাকে।

খরচ
স্নাতক
বিষয়
মেয়াদ
ক্রেডিট
মোট খরচ (টাকা)
বাংলা
৪ বছর
১৩২
১,৪০,০০০
বিবিএ
"
১৩৬
২,৪৩,০০০
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
"
১৪৪
১,৯০,০০০
কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ
"
১৪৪
১,৯০,০০০
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
"
১৬০
১,৯০,০০০
ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
"
১৬০
১,৯০,০০০
ইংরেজি
"
১৫৬
১,৯০,০০০
ফাইন আর্টস
"
১৫৯
১,৪০,০০০
এলএলবি (অনার্স)
"
১৩২
১,৯০,০০০
গণিত
"
১৪৩
১,৪০,০০০
মেডিসিন এন্ড বায়োইনফরমেশন
"
১৬১
১,৯০,০০০
মিউজিক
"
১৬৮
১,৪০,০০০
ফার্মেসী
"
১৭০
২,৮৫,০০০
পলিটিক্স এন্ড ডেভেলপমেন্ট
"
১৩২
১,৪০,০০০
স্নাতকোত্তর
বাংলা
১ বছর
৩৯
৪৫,০০০
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
"
২৪
৫৫,০০০
কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ
"
৩৬
৫৫,০০০
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
"
৩৬
৫৫,০০০
ইংরেজি (সাময়িক এবং বার্ষিক)
"
৬৬
১,০০,০০০
ফাইন আর্টস
"
৬৬
৫৩,৮০০
এমবিএ (রেগুলার)
২ বছর
৬৬
১০,২,১০০
মিউজিক
১ বছর
৩৬
৫৫,০০০

ফি পরিশোধ
  • প্রতি মাসের ৭ তারিখে অথবা আগে টিউশন ফি পরিশোধ করতে হয়।
  • সময়মতো পরিশোধে সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীদের রেজিস্টার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হয়।

আর্থিক সহায়তা
  • একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে ও আর্থিক সহায়তা খুব প্রয়োজন হয় এরকম অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করার ব্যবস্থা রয়েছে।

বৃত্তি
জিপিএ
বৃত্তি সুবিধা
৫.০০
১০০%
৪.৭৫ - ৪.৯৫
৭৫%
৪.৫০ – ৪.৭৪
৫০%
৪.০০ – ৪.৪৯
২৫%

  • জিপিএ ৪.০০ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্তরা ১ বছরের জন্য বৃত্তি সুবিধা পেয়ে থাকে।
  • ন্যূনতম সিজিপিএ ৩.৭০ প্রাপ্তরা পরের সেমিস্টারে ১০% থেকে ৫০% বৃত্তি সুবিধা পেয়ে থাকে।
  • ন্যূনতম জিজিপিএ ৪.০০ প্রাপ্তরা পরের সেমিস্টারে ১০% থেকে ৫০% বৃত্তি সুবিধা পেয়ে থাকে।

নৈশ কোর্স
  • এখানে ইএমবিএ (EMBA) এর জন্য নৈশকালীন ব্যবস্থা রয়েছে।
  • ভর্তির জন্য এডমিশন অফিসে যোগাযোগ করতে হয়।
  • ভর্তির খরচ ১০,০০০ টাকা।

খেলাধুলা
  • ক্রিকেট, ফুটবল, দাবা, সাইবার গেমস ইত্যাদি খেলার টুর্নামেন্ট হয়ে থাকে।
  • নিজস্ব কোন মাঠ নেই।
  • মাঠ ভাড়া করে খেলার আয়োজন করা হয়ে থাকে।

ক্লাব
এতে মোট ৮ টি ক্লাব রয়েছে। সদস্যপদ আহবান করা হলে ফর্মের মাধ্যমে সদস্য হওয়া যায়।

লাইব্রেরী
লাইব্রেরী খোলা হয় সকাল ৮.০০ টায় এবং বন্ধ হয় সন্ধ্যা ৭.০০ টায়। লাইব্রেরী কার্ডধারীরা বই পেতে পারে এবং বাসায় নিয়ে যেতে পারে। এখানে পাঠ্য বই, জার্নাল, রেফারেন্স বই, মানচিত্র, দুর্লভ বইয়ের সংগ্রহ পাওয়া যায়। একসাথে ৫০ থেকে ৬০ জন ছাত্র-ছাত্রী এখানে বসে পড়তে পারে। লাইব্রেরী ভবন এডমিশন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। প্রায় ৩০,০০০ বইয়ের সংগ্রহ রয়েছে এখানে।

প্রশাসনিক ভবন ও ক্যাম্পাস
  • প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থিত।
  • সকল প্রকার তথ্য প্রশাসনিক ভবন থেকেই সংগ্রহ করা যায়।
  • এর স্থায়ী কোন ক্যাম্পাস নেই।
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes