Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

ইস্টার্ন ইউনিভার্সিটি [eastern-university-dhaka.]


ইস্টার্ন ইউনিভার্সিটি

ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ২০০৩ সালে প্রতিষ্ঠিত।

অবস্থান
ধানমন্ডি গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে পশ্চিম দিকে ২০০ গজ এগিয়ে উত্তর পাশে অবস্থিত।

ঠিকানা
বাড়ি# ২৬, রোড# ৫, ধানমন্ডি, ঢাকা
ফোন- ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫
ফ্যাক্স- ৯৬৭৫৯৮১
মোবাইল- ০১৭৪১-৩০০০০২, ০১৮২৩-৬৬০৮৩৩
ই-মেইল- info@easternuni.edu.com
ওয়েব- www.easternuni.edu.bd

ভর্তি কার্যক্রম
  • ভর্তির জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের নীচতলার উত্তর-পশ্চিম কর্ণারে এডমিশন অফিসার এর কাছ থেকে ৩০০ টাকার বিনিময়ে ফরম কিনে তা যথাযথভাবে পূরণ করে উক্ত স্থানেই জমা দিতে হয়। সঙ্গে শিক্ষার্থীর ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয়।
  • অনলাইনে আবেদন করা যায় না।

ভর্তি যোগ্যতা
৪ বৎসরের অনার্স (সম্মান) ডিগ্রীর জন্য:
  • এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) জিপিএ ২.৫০ করে মোট ৫.০০ থাকতে হয়।
  • টেকনিক্যাল বোর্ড থেকে পাসকৃত শিক্ষার্থীদের প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম ২.০০ জিপিএ করে মোট ৬.০০ জিপিও থাকতে হয়।
  • ‘ও’ লেভেলে ৫ টি বিষয়ে ও ‘এ’ লেভেলে ২টি করে বিষয়ে পাস করা থাকতে হয়।

১/২ বৎসরের মাস্টার্স ডিগ্রীর ক্ষেত্রে
  • ন্যূনতম ২য় শ্রেণী বা জিপিএ ২.৫০ পেয়ে স্নাতক পাস হতে হয়।
  • এক্সিকিউটিভ এম.বি.এ ক্ষেত্রে ২ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • এস.এস.সি ও এইচ.এস.সি/ ডিপ্লোমা পাশের নম্বরপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ও মূল কপি।
  • ৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হয়।
  • মাস্টার্স কোর্সের ক্ষেত্রে স্নাতক পাশের সনদ/ নম্বরপত্রের ফটোকপি ও মূল কপি।
  • এক্সিটিউটিভ এমবিএ ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি।

সরাসরি ভর্তি
  • উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়। তবে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় আলাদা ভাবে জিপিও ৪.০০ করে থাকলে সরাসরি ভর্তি করা হয়।

ভর্তি ফি
  • অনার্স কোর্সে ভর্তির ফি- ১৩,৩০০ টাকা + ১ম সেমিস্টার রেজিঃ ও ডেভেলপমেন্ট ফি ৪,০০০ টাকা। মোট- ১৭,৩০০ টাকা।
  • মাস্টার্স কোর্সে ভর্তি ফি ১৩,৩০০ টাকা + ১ম সেমিষ্টার রেজিঃ ও ডেভেলপমেন্ট ফি ৪,০০০ টাকা। মোট ১৭,৩০০০ টাকা।

এডমিশন এন্ড আদার ফি
খরচ (টাকা)
এডমিশন ফি
১০,০০০
এক্সট্রা সার্কুলার
১,০০০
সিকিউরিটি মানি
২,০০০
এডমিশন প্রসেসিং
১৫০
স্টুডেন্ট আইডি কার্ড
১০০
লাইব্রেরী কার্ড
৫০
১ম সেমিস্টার রেজিঃ এবং ডেভেলপমেন্ট ফি
৪,০০০
মোট খরচ
১৭,৩০০

বৃত্তি/ ছাড়ের ব্যবস্থা
  • ১০ থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার প্রাপ্ত জিপিএ ও অনার্স লেভেলে এস জিপিএ ৩.০০ ন্যূনতম থাকতে হয়।
  • ছাত্রীদের জন্য আলাদা ১০% টিউশন ফি ছাড়ের ব্যবস্থা ।
  • একই পরিবারের ২ বা ততোধিক শিক্ষার্থী একত্রে পড়লে সেক্ষেত্রে টিউশন ফি এর উপর ২৫% ছাড়ের ব্যবস্থা রয়েছে।

শিক্ষা ব্যয়

অনুষদ
ক্রেডিট
সেমিস্টার
সময়
মোট ব্যায়
বি.বি.এ
১৩২
১২
৪ বৎসর
৪,৪২,১০০
বি.এস.সি ইন সি এস ই
১৫৭
১২
৪ বৎসর
৩,৮১,১৫০
বি.এস.সি ইন ই ই ই
১৪৯
১২
৪ বৎসর
৪,৮৩,৯৫০
বি.এস.সি ইন ইটিই
১৫৫
১‌২
৪ বৎসর
৩,৭৭,৮০০
বি.এ ইন ইংলিশ
১২১
১২‌
৪ বৎসর
২,৫৮,৯৫০
এল.এল.বি (অনার্স)
১৩০
১২
৪ বৎসর
৩,২৫,৮০০
এম.বি.এ (এক্সিকিউটিভ)
৪৮
১ বৎসর ৮ মাস
১,৫১,৩০০
এম.বি.এ (রেগুলার)
৬৬
২ বৎসর
২,০০,৩০০
এম.এ ইন ইংলিশ
৪১
১ বৎসর
৮০,৭০০

ফ্যাকাল্টি
  • এই বিশ্ববিদ্যালয়ে মোট ৪ টি ফ্যাকাল্টি রয়েছে।

ফ্যাকাল্টি
ডিপার্টমেন্ট
ফ্যাকাল্টি অফ আর্টস
  • বি.এ ইন ইংলিশ
  • এম.এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার
  • এম.এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং
ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
  • বি.এস.সি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
  • বি.এস.সি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং।
  • বি.এস.সি ইন ইলেকট্রনিক এন্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং।
ফ্যাকাল্টি অফ বিজনেস এডিমিনিষ্টেশন
  • বিবিএ
  • এমবিএ (রেগুলার)
  • এম.বিএ (এক্সিকিউটিভ)
ফ্যাকাল্টি অফ ল
  • এল.এল বি (অনার্স)
  • এল. ঐল বি (১ বৎসর)

ফ্যাকাল্টির অবস্থান
বিশ্ববিদ্যালয়ের ৪ টি ফ্যাকাল্টি। এর মধ্যে ৩ টি ভিন্ন  ভিন্ন স্থানে অবস্থিত।
  • ভর্তি শাখা ও ব্যবসা অনুষদ
বাড়ি# ২৬, রোড# ৫, ধানমন্ডি, ঢাকা
ফোন- ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৬
  • ইলেকট্রনিক ও ইঞ্জিনিয়ারিং অনুষদ
রোড# ৪/এ, ধানমন্ডি
  • আর্ট ও ল অনুষদ
ধানমন্ডি ৩নং রোড

প্রাথমিক চিকিৎসা
  • বিশ্ববিদ্যালয়টির ব্যবসা অনুষদের নীচতলায় ১ টি মেডিকেল সেন্টার রয়েছে। এখানে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও  স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

লাইব্রেরী
  • বিশ্ববিদ্যালয়টির ব্যবসা অনুষদের নীচতলার উত্তর পাশে শীতাতপ নিয়ন্ত্রিত ১টি লাইব্রেরী রয়েছে। উক্ত লাইব্রেরীটিতে বইয়ের এক বিশাল সংগ্রহ রয়েছে। লাইব্রেরীতে ৫০ জন একত্রে বসে বই পড়তে পারে। লাইব্রেরীতে বসার জন্য ফোম বিশিষ্ট লোহার চেয়ার ও টেবিল রয়েছে। লাইব্রেরীটিতে ১ জন কম্পিউটার অপারেটর রয়েছে।

ব্যবসায় অনুষদ ভবনের বর্ণনা
  • ভবনটি ৫ তলা বিশিষ্ট।
  • ভবনের পশ্চিম দিকে লিফট ও সিঁড়ি ব্যবস্থা রয়েছে।
  • ভবনের নীচতলায় পার্কিং স্পেস ও এডমিশন শাখা।
  • ২য় থেকে ৫ম তলা পর্যন্ত ক্লাস রুম।
  • ক্লাশরুমগুলো বেশ প্রশস্ত। প্রত্যেক ক্লাসরুমে ৪০ জন শিক্ষার্থী বসতে পারে।
  • ক্লাসরুমগুলো শীতাতপ নিয়ন্ত্রিত।
  • প্রত্যেক তলার উত্তর পাশে বাথরুমের ব্যবস্থা রয়েছে।
  • প্রত্যেক তলায় ফিল্টার মেশিনে পরিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রয়েছে। এটি উত্তর পাশে অবস্থিত।

বিবিধ
  • বিশ্ববিদ্যালয়টিতে ইংল্যান্ড-এ ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে।
  • এই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ রয়েছে।
  • এম.ফিল ও পিএইচডি ডিগ্রী করার সুবিধা রয়েছে।
  • গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেওয়া হয়।
  • বিএনসিসি কার্যক্রম রয়েছে।
  • বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাব রয়েছে।
  • আবাসিক সুবিধা নেই।

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes