Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

মাগুরা জেলা [Magura District]


মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

   
  •  ভৌগোলিক সীমানা
  •  প্রশাসনিক এলাকাসমূহ
  •  ইতিহাস
  •  অর্থনীতি
  •  চিত্তাকর্ষক স্থান
  •  নদ-নদী



মাগুরা জেলা
প্রশাসনিক বিভাগখুলনা
আয়তন (বর্গ কিমি)১,০৪৮
জনসংখ্যামোট: ৮,১১,১৬০
পুরুষ: ৫০.৫৬%
মহিলা: ৪৯.৪৪%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:বিশ্ববিদ্যালয়: ০
কলেজ : ১৫
মাধ্যমিক বিদ্যালয়: ৯৪
মাদ্রাসা : ৭৪
শিক্ষার হার২৮.৫ %
বিশিষ্ট ব্যক্তিত্বকবি সৈয়দ ফররুখ আহমদ, শহীদ সিরাজউদ্দিন হোসেন, সাহিত্যক নিমাই ভট্টাচার্য,ছড়াকার আবু সালেহ, মিয়া আকবর হোসেন, এ্যডভোকেট আসাদুজ্জামান, কবি কাজী কাদের নওয়াজ, সৈয়দ আলী আহসান, সাকিব আল হাসান।
প্রধান শস্যধান, পাট, গম, মরিচ
রপ্তানী পণ্যপাট, মরিচ, পিঁয়াজ



ভৌগোলিক সীমানা

পূর্বে ফরিদপুর, পশ্চিমে ঝিনাইদহ, উত্তরে রাজবাড়ী ও দক্ষিণে যশোর ও নড়াইল।

প্রশাসনিক এলাকাসমূহ

মাগুরা জেলায় ৪টি উপজেলা রয়েছে। এগুলো হলো:
  • মাগুরা সদর উপজেলা
  • মোহাম্মদপুর উপজেলা
  • শালিখা উপজেলা
  • শ্রীপুর উপজেলা

ইতিহাস

১৯৪৫ সালে মাগুরা মহকুমার সৃষ্টি হয়। ১৯৮৪ সালে মাগুরা জেলায় উন্নীত হয়।

অর্থনীতি

চিত্তাকর্ষক স্থান

রাজা সীতারাম রায়-এর রাজবাড়ী (মোহম্মদপুর), কবি কাজী কাদের নওয়াজ-এর বাড়ী (শ্রীপুর), বিড়াট রাজার বাড়ী (শ্রীপুর), পীর তোয়াজউদ্দিন (র) এর মাজার ও দরবার শরীফ (শ্রীপুর)দের চাঁদের হাট, আঠার খাদার সিদ্ধেশ্বরীর মঠ, গরিব শাহের মাজার,হাজী আব্দুল হামীদ (পীর সাহেব কেবলা রহঃ) এর দরগাহ ও মাজার শরীফ(মাগুরা ভায়না মোড়)।

নদ-নদী

গড়াই/মধুমতি, কুমার, চিত্রা, নবগঙ্গা, ফটকী ও মুচিখালী জেলার প্রধান নদ নদী।



তথ্যসূত্র


উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে






















 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes