Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) American-international-university-of-banglades


আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)

বেসরকারী পর্যায়ের অন্যতম বিশ্ববিদ্যালয় এআইইউবি (AIUB) ৪ টি ফ্যাকাল্টির অধীনে ২৯টি ডিপার্টমেন্ট নিয়ে কার্যক্রম শুরু করে। এআইইউবি (AIUB) এর ৭টি ক্যাম্পাস রয়েছে। তবে নিজস্ব কোন ক্যাম্পাস নেই। সবগুলো ক্যাম্পাসেই কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকাতে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য এআইইউবি (AIUB)-তে ‘ডে’ ও ‘ইভিনিং’ দুটি শিফটের ব্যবস্থা রয়েছে। ডে শিফটে অনার্সের ক্লাস, মাস্টার্সের ক্লাস ‘ডে’ ও ‘ইভিনিং’ উভয় শিফটে নেয়া হয়।  এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রদান করা হয়।

ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন
বাসা: ৮৩/বি, সড়ক: ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।
ফোন: ০২৯৮৯৭৩৮৭
ই-মেইল: info@aiub.edu
ওয়েব: www.aiub.edu

আবেদন ফরম
  • আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা
  • আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়।
  • আবেদন ফরম নিম্নোক্ত শাখা দু’টি থেকে সংগ্রহ করা যায়
  • আবেদন ফরম ১ নম্বর ক্যাম্পাসের এম বিএ প্রোগ্রাম অফিসে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাওয়া যায়।
  • আবেদন ফরম ওয়েব সাইট থেকে ডাউনলোড করা হলে আবেদন ফরমের কপি রঙ্গিন হতে হয়। আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদন ফরম বাবদ ৫০০ টাকা জমা দিতে হয়।
  • প্রশাসনিক ভবনে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায়।

আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং এর জন্য
  • সর্বনিম্ন জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হয়। উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হয়।
  • ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং  ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
  • গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
  • GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
  • উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.৫০ থাকতে হয়।

বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ সায়েন্স/ আর্কিটেকচার এর জন্য
  • ন্যূনতম জিপিএ ২.৭৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হয়। সায়েন্স ও আর্কিটেকচার এর জন্য উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হয়।
  • ‘ও’ লেভেলে এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হয়। ‘ও’ লেভেলের পাঁচটি বিষয়ে এবং  ‘এ’ লেভেলের ২ টি বিষয়ের মধ্যে ‘ডি’ গ্রেড এর নিচে থাকতে পারবে না। সায়েন্স ও আর্কিটেকচারে ভর্তির ক্ষেত্রে ‘এ’ লেভেলে অবশ্যই গণিত থাকতে হয়।
  • গণিতে ন্যূনতম বি গ্রেড সহ হাই স্কুল ডিপ্লোমা/ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিপ্লোমা থাকতে হয়।
  • GED এর ফলাফল গ্রহণযোগ্য হয় না।
  • উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশীদের এস এস সি’র সিজিপিএ ৩.০০ থাকতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সকল নম্বরপত্র এবং সার্টিফিকেট/ প্রশংসাপত্রের ফটোকপি সত্যায়িত হতে হয়।
  • সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রত্যাশী শিক্ষার্থীদের অ্যাপেয়ার্ড সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত হতে হয়।
  • এ লেভেলের ফল প্রত্যাশী শিক্ষার্থীদের এবং স্টেটম্যান্ট অব এন্ট্রির সত্যায়িত ফটোকপি এবং এস লেভেল পরীক্ষার নম্বরপত্র।

গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি যোগ্যতা
রেগুলার এমবিএ/ এমএসসিএস/ এম:টেল
  • ন্যূনতম তিন বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হয়।
  • এসএসসি, এইচএসসি ও যেকোন বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্নকারীদের ন্যূনতম ২য় বিভাগ অথবা এসএসসি ও এইচএসসি ন্যূনতম ২.৫ (স্কেল ৫ এর মধ্যে) এবং ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে স্কেল ৪ এর মধ্যে ২.৫ থাকতে হয়।
  • যারা ‘এ’ লেভেল ও ‘ও’ লেভেল সম্পন্ন করেছে তাদের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫ (ডি গ্রেড) থাকতে হয়।

অতিরিক্ত যোগ্যতা MSCS এর জন্য

  • CS, CSE, CIS, SE, EEF, COE, ECE, MIS ইলেকট্রনিক্স, ম্যাথমেটিকস, ফিজিক্স অথবা বিজ্ঞান/ টেকনিক্যাল এর যেকোন বিষয়ে এর জন্য ৪ বছর মেয়াদী গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন থাকতে হয়।

অতিরিক্ত যোগ্যতা MTEL এর জন্য

  • EEE, COE, ECE, ETE, CS, CSE, CSE, CIS, SE, CSSE অথবা বিজ্ঞান/টেকনিক্যাল এর যেকোন বিষয়ে এর জন্য ৪ বছর মেয়াদী গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন থাকতে হয়।

EMBA এর যোগ্যতা
  • যে কোন বিষয়ে ২য় বিভাগ সহ ন্যূনতম ৩ বছর মেয়াদী ব্যাচেল ডিগ্রি সম্পন্ন থাকতে হয়।
  • কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়।
  • কোন তৃতীয় বিভাগ গ্রহণ যোগ্য নয় তবে কর্মক্ষেত্রে তত্ত্বাবধানমূলক পর্যায়ে ৮ বছরের অভিজ্ঞতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণ করা হয়।

MPH এর যোগ্যতা
  • হেলথ্ সায়েন্সের যেকোন বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন থাকতে হয়।
  • হেলথ্ কেয়ার অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতাসহ যেকোন বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন থাকতে হয়।
  • এমবিবিএস, বিডিএস, এমডি এর একটি প্রসেস অথবা ৩/৪ বছর মেয়াদী একটি ব্যাচেলর ডিগ্রি অথবা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হয়।
  • কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সকল নম্বরপত্র এবং সার্টিফিকেট/ প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • গ্রাজুয়েশন’স ট্রান্সক্রিপ্ট অফিস থেকে ইস্যু করতে হয়। শিক্ষার্থীর কপি গ্রহণযোগ্য নয়।
  • সদ্যতোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • EMBA আবেদনকারীদের জব সার্টিফিকেট দিতে হয়।
  • শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ফল প্রত্যাশী শিক্ষার্থীদের সত্যায়িত অ্যাপেয়ার্ড সার্টিফিকেট এবং গত ৩ বছরের ফলাফলের কপি।

নোট: MBA ও EMBA: আবেদনকারী ভর্তি পরীক্ষায় ছাড় পেতে পারে যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে GMAT-তে স্কোর ৫৫০, SAT-তে স্কোর ১৬৫০ এবং তত্ত্বাবধায়ক পর্যায়ে ৮ বছরের চাকুরী অভিজ্ঞতা থাকে। সেক্ষেত্রে সেকল আবেদনকারীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

ভর্তি পরীক্ষা
  • আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি করা হয়।
  • ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা প্রশ্ন ভর্তি ফরমের সাথে বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয়।

ভর্তি ফি
  • ১৪,০০০ টাকা

টিউশন ফি

আন্ডার গ্রাজুয়েট

বিবিএ/বিএ
সিএস/সেআইএস/এসই
ইইই/সিওই
এআরসিএইচআই
ভর্তি ফি (একবার)
১৫,০০০
১৫,০০০
১৫,০০০
১৫,০০০
টিউশন/ ক্রেডিট আওয়ার
৪,০০০
৪,০০০
৪,০০০
৪,০০০
উন্নয়ন (বার্ষিক)
৮,০০০
৮,০০০
৮,০০০
৮,০০০
স্টুডেন্ট এ্যাক্টিভিটি (বার্ষিক)
৫,০০০
৫,০০০
৫,০০০
৫,০০০
ল্যাবরেটরী (কম্পিউটার)
২,০০০
২,০০০
২,০০০
২,০০০
ল্যাবরেটরী (পদার্থ/ রসায়ন)
-
১,৫০০
১,৫০০
১,৫০০
ল্যাবরেটরী (ভাষা)
২,০০০
২,০০০
২,০০০
২,০০০
বিবিধ
১৫,০০
১,৫০০
১,৫০০
১,৫০০


গ্রাজুয়েট

এমবিএ/ ইএমবিএ
এমএসসিএস/এমইইএল
এমপিএইচ
ভর্তি (একবার)
১৫,০০০
১৫,০০০
১৫,০০০
টিউশন/ ক্রেডিট আওয়ার
৪,০০০
৪,০০০
৪,০০০
উন্নয়ন (বার্ষিক)
৬,০০০
৬,০০০
৬,০০০
স্টুডেন্ট এ্যাক্টিভিটি (বার্ষিক)
-
-
-
ল্যাবরেটরী (কম্পিউটার)
২,০০০
২,০০০
২,০০০
ল্যাবরেটরী (পদার্থ/ রসায়ন)
-
১,৫০০
-
ল্যাবরেটরী (ভাষা)
২,০০০
২,০০০
২,০০০
বিবিধ
১,৫০০
১,৫০০
১,৫০০

  • টিউশন ফি ব্যতীত সকল ধরনের ফি অফেরতযোগ্য। বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী অনুসরণ করে টিউশন ফি ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।

বিষয়গুলো
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
আন্ডার গ্রাজুয়েট
বিএসসি ইন EEE
বিএসসি ইন COF
বিএসসি ইন আর্কিটেকচার
গ্রাজুয়েট
এমএস অব ইঞ্জি. ইন টেলিকম

ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইনফরমেশন টোকনোলজি
আন্ডার গ্রাজুয়েট
ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স
ব্যাচেলর অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
ব্যাচেলর অব সায়েন্স ইন ইনফরমেশন সিস্টেম
ব্যাচেলর অব সায়েন্স ইন সফটয়্যার ইঞ্জিনিয়ারিং
ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং
গ্রাজুয়েট
এসএসসি ইন কম্পিউটার সায়েন্স
এম ইঞ্জি. ইন টেলিকমিউনিকেশনস


ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোস্যাল সায়েন্স
ডিপ্লোমা ইকোনোমিক্স
ডিপ্লোমা অব ইংলিশ
ডিপ্লোমা পাবলিক হেলথ্
ডিপ্লোমা মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন
আন্ডার গ্রাজুয়েট
বিএসএস  ইন ইকোনোমিকস্
বিএ ইন ইংলিশ
বিএ ইন এমএসসি
গ্রাজুয়েট
মাস্টার্স ইন পাবলিক হেলথ্


ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
আন্ডার গ্রাজুয়েট
ব্যাচেলর অব বিজনেস এ্যাডিমিনিস্ট্রেশন (বিবিএ)
গ্রাজুয়েট
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)


ক্যাম্পাস
  • এই বিশ্ববিদ্যালয়ে ৭টি ক্যাম্পাস রয়েছে। ক্যাম্পাসগুলোর অবস্থান, ঠিকানা ও যোগাযোগ নম্বর নিচে দেওয়া হল:

ক্যাম্পাস- ১
অবস্থান
ঠিকানা
যোগাযোগ
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৫৮/বি, রোড: ২১
ফোন: ৮৮২০৮৬৫, ৯৮৯০৮০৪, ৯৮৯৪৬৪১
ক্যাম্পাস- ২
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৮২, রোড: ১৪, ব্লক: বি
-
ক্যাম্পাস-৩
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৯৪, রোড: ৪
ফোন: ৯৮৮৫৯০৭, ৮৮১৫৩৮৪, ৮৮১১৭৪৯, ৯৮৯৪২২৯
ক্যাম্পাস- ৪
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৫৫/বি, রোড: ২১
ফোন: ৮৮১৪৪৬২, ৮৮১৬১৭৩-৪
ক্যাম্পাস- ৫
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৫৮/বি, রোড: ২১
ফোন: ৯৮৯০৮০৪, ৯৮৯৪৬৪১, ৮৮২০৮৬৫
ক্যাম্পাস- ৬
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ২৩, রোড: ৭
ফোন: ৮৮১৪৪৭১-৩
প্রশাসনিক ভবন
কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩
বাড়ি: ৮৩/বি, রোড: ৪
ফোন: ৯৮৯০৪১৫, ৮৮১৫৩৮৬, ৮৮১১৭৪৯, ৯৮৮৫৯০৭, ৯৮৯৪২২৯
ফ্যাক্স: ৮৮-০২- ৮৮১৩২৩৩
ই-মেইল: info@aiub.edu
ওয়েব: www.aiub.edu

শিক্ষাব্যয় ও বৃত্তি কার্যক্রম
  • এআইইউবি (AIUB)-তে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশীপ গ্রহণের সুযোগ।
  • যে সকল শিক্ষার্থী পর পর দুই সেমিস্টার ৪.০০ অর্জন করতে পারে তাদের জন্য শতভাগ বৃত্তির ব্যবস্থা রয়েছে।
  • সিজিপিএ ৩.৭-৩.৭৫ প্রাপ্তরা ৭৫% স্কলারশীপ পেয়ে থাকে।

ক্রেডিট ট্রান্সফার
  • ন্যূনতম সিজিপিও ৩.০০ থাকলে একজন শিক্ষার্থী এআইইউবি (AIUB) থেকে দেশে ও দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারে।

লাইব্রেরী
  • এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর ২১ নম্বর সড়কের ৫৮/বি নম্বর বাড়িতে অবস্থিত (১ নম্বর ক্যাম্পাসে)
  • লাইব্রেরীতে বর্তমানে ৪০০০ টি বই এবং ৩৫০ জন শিক্ষার্থী বসার ধারণ ক্ষমতা রয়েছে।
  • শিক্ষার্থীগণ টেক্সবই ব্যতীত অন্যান্য বই ও সিডি তিনি দিনের জন্য বাসায় নিয়ে যেতে পারে।

লাইব্রেরী খোলার সময়সূচী
দিন
সময়
রবিবার থেকে বৃহস্পতিবার
সকাল ৯ টা থেকে রাত ৯ টা
শুক্রবার
বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা
শনিবার
সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা

যোগাযোগ
ফোন: ৯৮৯৪৬৪১, ৮৮২০৮৬৫ এক্স: ১১৫
ফ্যাক্স: ৮৮১৩২৩৩
ই-মেইল: nazim@aiub.edulibrary@aiub.edu
ওয়েব: www.aiub.edu/library

অন্যান্য সুবিধা
  • ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরী: শিক্ষার্থীদের ইংরেজী ভাষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এআইইউবি (AIUB)-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরী। যেখানে একসাথে ৪০ জন ছাত্র-ছাত্রী ইংরেজী ভাষা চর্চার সুযোগ রয়েছে।
  • ক্যান্টিনের সুবিধা পায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, ক্যান্টিন ২ নম্বর ক্যাম্পাসে অবস্থিত। এখানে চিকেন ৬০ টাকা, বার্গার ৪০ টাকা, পিজা ৫০ টাকা ও বিভিন্ন প্রকার ড্রিংকসসহ নানা প্রকার খাবার পাওয়া যায়।
  • শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ধরে রাখার জন্য জিমনেসিয়াম রয়েছে ১ নম্বর ক্যাম্পাসে। শরীর চর্চার সকল প্রকার যন্ত্রাংশ রয়েছে এখানে। তাছাড়া ক্রিকেট, ফুটবল, দাবা ও সাইবার গেমস সহ বিভিন্ন রকম খেলার ব্যবস্থা রয়েছে এখানে।
  • শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য স্টুডেন্ট হেলথ সার্ভিস রয়েছে ১ নম্বর ক্যাম্পাসে।

 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes