Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন [asian-university-for-women-dhaka]


এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার নারীদের বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে এর জন্ম। এটি ১২৯ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু করে। এই বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে। বর্তমানে মোট শিক্ষার্থী ৪৩৮ জন। এদের মধ্যে বাংলাদেশী ১৯৭ জন, বিদেশী ২৪১ জন। বর্তমানে ভাড়া বাসায় এর কার্যক্রম চললেও বাংলাদেশ সরকার থেকে পাওয়া চট্টগ্রাম শহরের ১৩০ একর জমিতে এর স্থায়ী ক্যাম্পাস নির্মিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের আর্থিক দিক সামলানো হয় দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের আর্থিক সহায়তার মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশ, ভূটান, কানাডা, কম্বোডিয়া, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, প্যালেস্টাইন, চীন, শ্রীলংকা, ভিয়েতনামের শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন দেশের শিক্ষার্থী থাকলে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য ২৫% কোটা বরাদ্দ রয়েছে।

ঠিকানা
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
২০/এ, এমএম আলী রোড, চট্টগ্রাম
ফোন: ৮৮০-৩১-২৮৫৪৯৮০, ৮৫৪৯৮০-৮৭
বর্ধিত ১২৫/১৩৫

বিষয়গুলো
আন্ডারগ্রাজুয়েট
এশিয়ান স্টাডিজ (বি.এ)
বায়োলজি (বি এস সি)
এনভায়রনমেন্টাল সায়েন্স (বি এস সি)
পলিটিক্স, ফিলোসফি ও ইকোনোমিক্স (বি এ)
পাবলিক হেলথ স্টাডিজ (বিএসসি)
গ্রাজুয়েট
২০১৫ সাল থেকে শুরু হবে

আবেদনের যোগ্যতা
  • প্রার্থীকে অবশ্যই নারী হতে হয়।
  • বয়সসীমা ১৭-২১ বছরের মধ্যে হতে হয়
  • এইচ.এস.সি পাশ হতে হয়।
  • এইচ.এস.সি পরীক্ষা শেষ করেছে তারাও আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে নির্বাচনী/ টেষ্ট পরীক্ষার ফলাফল জমা দিতে হয় এবং প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সুপারিশ পত্র জমা দিতে হয়।
  • এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় ইংরেজী ও গণিতে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হয়।

ভর্তি পরীক্ষা
  • ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক দু’ভাগে হয়ে থাকে।
  • লিখিত পরীক্ষায় ইংরেজী ও গণিতের উপর প্রশ্নপত্র তৈরী করা হয়।

খরচ
  • প্রোগ্রাম: আন্ডার গ্রাজুয়েট
  • মেয়াদ: ৪ বছর (ব্যাচেলর)
  • মোট ফিস: $ ৪৮,০০০ (প্রতি বছর $ ১২,০০০)
  • প্রথম বর্ষে প্রদেয় ফি: $ ১২,০০০
  • ভর্তির সময় প্রদেয় ফি: $ ২,৪০০ (প্রথম বর্ষের ফি’য়ের ২০%, যা অফেরতযোগ্য)
  • আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে প্রতি বছর শিক্ষা খরচ বাবদ $ ১২,০০০ পরিশোধ করতে হয়। এই খরচ তিনটি কিস্তির মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। এই খরচে অবাসিক, স্বাস্থ্য, টিউশন ও স্কুল সাপ্লাইজ অন্তর্ভুক্ত রয়েছে।
  • এই খরচ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে পরিবর্তিত হতে পারে।

ভর্তি প্রক্রিয়া
  • ওয়েব সাইট (www.asian-university.org) থেকে ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কান্ট্রি কো অর্ডিনেটর বরাবর পাঠাতে হয়।
  • আবেদন করতে কোন ধরনের খরচ পরিশোধ করতে হয় না।

প্রয়োজনীয় কাগজপত্র
  • সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি
  • জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি
  • যেকোন ধরনের এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস সনদপত্রের সত্যায়িত কপি (যদি থাকে)
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রার্থীর নাম ছবির পেছনে লিখতে হয়)
  • আবেদনপত্রের সাথে সকল আর্থিক নথিপত্রের কপি যুক্ত করতে হয়। (যেমন: ব্যাংক স্ট্যাটম্যান্ট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, স্যালারী স্ট্যাটম্যান্ট ইত্যাদি)

বৃত্তি সুবিধা
  • শিক্ষার্থীর পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনা করে শিক্ষার্থীকে বিনা খরচে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয়।
  • বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ বাংলাদেশী ও বিদেশী শিক্ষার্থী বিনা খরচে পড়াশোনা করছে।

সহশিক্ষা কার্যক্রম
  • এই বিশ্ববিদ্যালয়ে বেশ কতকগুলো ক্লাব রয়েছে। এই ক্লাবগুলো সারা বছর তাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে। ক্লাবগুলো হল পোয়েট্রি ক্লাব, পাবলিক হেলথ লিডার শিপ ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, কমিউনিটি সার্ভিস ক্লাব, ডিবেট ক্লাব,  ফিল্ম ক্লাব, ক্রিয়েটিভ রাইটিং ক্লাব, ইয়ারবুক কমিটি, মডেল ইউএন অ্যান্ড লিডারশিপ ক্লাব, ড্রামা ক্লাব এইউডাব্লিউ অনট্রাপ্রেনিয়রশিপ ক্লাব, গিটার ক্লাব।
  • ছাত্রী বিষয়ক দপ্তর-এ ক্লাব গুলোর কার্যক্রম পরিচালনা করে থাকে।
  • এই ক্লাবগুলো শিক্ষার্থীরা মত বিনিময়, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে থাকে।

অ্যাকসেস একাডেমি
  • ইংরেজী, গণিত বা কম্পিউটারে দূর্বল শিক্ষার্থীদের অ্যাকসেস একাডেমিতে কোর্স করতে হয়।
  • এই কোর্স শিক্ষার্থীকে লিবারেল আর্টস শিক্ষার জন্য প্রস্তুত করে তোলে।
  • এটি একটি একবছর ব্যাপী প্রাক স্নাতক প্রোগ্রাম।
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes