Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

মাদারীপুর জেলা [Madaripur District]


মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলার আয়তন ১,১৪৪.৯৬ বর্গকিলোমিটার।

পরিচ্ছেদসমূহ

  •  ভৌগোলিক সীমানা
  •  প্রশাসনিক এলাকাসমূহ
    • ২.১ উপজেলাসমূহ
  •  ইতিহাস
  •  অর্থনীতি
  •  চিত্তাকর্ষক স্থান
  •  আনুষঙ্গিক নিবন্ধ
  •  তথ্যসূত্র
  •  বাড়তি পঠন
  •  বহিঃসংযোগ



মাদারীপুর জেলা
প্রশাসনিক বিভাগঢাকা
আয়তন (বর্গ কিমি)১,১৪৪
জনসংখ্যামোট: ১১,৩৭,০৭৮
পুরুষ: ৫০.২৯%
মহিলা: ৪৯.৭১%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:বিশ্ববিদ্যালয়: ০
কলেজ : ১৪
মাধ্যমিক বিদ্যালয়: ১৩৮
মাদ্রাসা : ৬১
শিক্ষার হার৩২.৬ %
বিশিষ্ট ব্যক্তিত্ব১.হাজী শরীয়তউল্লাহ
২.অম্বিকারচণ মজুমদার, রাজনীতিবিদ ৩.ফলিভূষণ মজুমদার, প্রাক্তন মন্ত্রী ৪.ডা. জোহরা কাজী ৫.ডা. শিরীন কাজী ৬.আদেউদ্দিন আহমেদ, প্রাক্তন মন্ত্রী ৭.হাসমত আলী খান, রাজনীতিবিদ ৮.সন্তোষ ব্যানার্র্জি, রাজনীতিবিদ ৯.মৃণাল বারুরী, রাজনীতিবিদ ১০.সুনীল গঙ্গোপাধ্যায়, কবি ১১.অসীম সাহা, কবি ১২.অঞ্জনা সাহা, কবি ১৩.আহসান হামিদ, কবি ১৪.দুলাল সরকার, কবি ১৬.শহকত হোসেন, কবি ১৭.ড. অমল হালদার, অধ্যাপক, ঢা.বি. ১৮.ড. দুলাল ভৌমিক, অধ্যাপক, ঢা.বি. ১৯.আলী আজগর ভূইয়া,অধ্যাপক,পবিপ্রবি ২০.সৈয়দ আবুল হোসেন, এমপি-মন্ত্রী ২১.শাহজাহান খান, এমপি-মন্ত্রী ২২.নূরইআলম চৌধুরী, এমপি ২৩.এলেমদ্দিন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা ২৪.সাগর কুন্ডু (রুদ্রসাগর)- কবি
প্রধান শস্যধান, পাট
রপ্তানী পণ্যপাট, পাটজাত দ্রব্য




ভৌগোলিক সীমানা

২৩০‑০০ উত্তর অক্ষাংশ থেকে ২০০-৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৯০-৫৬ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০০-২১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত এই জেলার বিস্তার। জেলার উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, পূর্বে শরিয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, এবং দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল জেলা।

প্রশাসনিক এলাকাসমূহ

উপজেলাসমূহ

  1. মাদারীপুর সদর
  2. শিবচর
  3. কালকিনি
  4. রাজৈর

ইতিহাস

অর্থনীতি

চিত্তাকর্ষক স্থান

পর্বতের বাগান-মস্তফাপুর, প্রণবানন্দের মন্দির- বাজিতপুর, গণেশ পাগলেল মন্দির- কদমবাড়ী, রাজারাম রায়ের বাড়ি- খালিয়া, সেনাপতির দিঘি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি- মাইজপাড়া



বাড়তি পঠন

  1. আনন্দনাথ রায়ের ফরিদপুরের ইতিহাস (সংগ্রহ ও সম্পাদনা: ড. তপন বাগচী), গতিধারা প্রকাশনী, ঢাকা, ২০০৭।
  2. আনম আবদুস সোবহান, বৃহত্তর ফরিদপুরের ইতিহাস, সূর্যমুখী প্রকাশনী, ফরিদপুর, ১৯৯৬।
  3. ড. তপন বাগচী, মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ, ঐতিহ্য প্রকাশন, ঢাকা, ২০০৭।
  4. মু. মতিয়ার রহমান, অপ্রভ্রষ্ট অপভ্রংশ শামান্দার : মাদারীপুর জেলার ইতিকথা, গতিধারা প্রকাশনী, ঢাকা, ২০১০।



তথ্যসূত্র



উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে



















 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes