নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৮২১-বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান,যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে অবস্থিত। এ জেলার পূর্বে রংপুর ও লালমনির হাট, দক্ষিনে রংপুর ও দিনাজপুর,পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা । কৃষি নির্ভর এ জেলার ৯০% সহজ সরল মানুষ কোন না কোন ভাবে কৃষির উপর নির্ভরশীল। নীলফামারীর দীগন্ত বিস্তৃত সমতল ভূমিতে প্রতি বছর প্রচুর পরিমাণে ধান, গম, আলু, তামাক এবং আরও বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। ভাওয়াইয়া গানের সুতিকাগার এ জেলায় আববাস উদ্দিন , হরলাল রায়, রথীন্দ্র নাথ রায় এর জম্ম। এ জেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প সেচ ও সম্পুরক সেচ সুবিধা দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে। জেলার উত্তর পূর্বদিক দিয়ে বহমান তিস্তা নদী জেলার দু’টি উপজেলার (ডিমলা-জলঢাকা) জন্য এখনও অভিশাপ হিসেবে বিদ্যমান। বৃহত্তর রংপুর দিনাজপুরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত এ জেলার সৈয়দপুর এর ক্ষুদ্র শিল্প গোটা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। উত্তরা ইপিজেড এলাকার কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। নীলসাগর নামীয় বিশাল দিঘী এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র। সম্প্রতি চালুকৃত নীলসাগর আন্তঃনগর এক্মপ্রেস ট্রেন যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ।নীলফামারী জেলা তথ্য বাতায়নে
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো] |
প্রশাসনিক বিভাগ | রংপুর |
আয়তন (বর্গ কিমি) | ১,৮২১ |
জনসংখ্যা | মোট: ১৫,৫০,৬৮৬ পুরুষ:৫১.০৩% মহিলা: ৪৮.৯৭% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ৫৪ মাধ্যমিক বিদ্যালয়: ২০৭ মাদ্রাসা : ২১৩ |
শিক্ষার হার | ২৫.৩৫ % |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | জাহানারা ইমাম |
প্রধান শস্য | ধান, পাট, গম, আলু |
রপ্তানী পণ্য | ধান, পাট, আদা, তামাক |
Nilphamari | |
---|---|
— District — | |
Location of Nilphamari in Bangladesh | |
Coordinates: 25.95°N 88.95°ECoordinates: 25.95°N 88.95°E | |
Country | Bangladesh |
Division | Rangpur Division |
Area | |
• Total | 1,640.91 km2(633.56 sq mi) |
Population (1991) | |
• Total | 1,550,686 |
• Density | 950/km2 (2,400/sq mi) |
Literacy rate | |
• Total | 25.35% |
Time zone | BST (UTC+6) |
• Summer (DST) | BDST (UTC+7) |
Website | Banglapedia Article |
[সম্পাদনা]ভৌগোলিক সীমানা
নীলফামারী জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে দিনাজপুর ও রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট এবং পশ্চিমে দিনাজপুর ও রংপুর জেলা অবস্থিত।
[সম্পাদনা]স্থানীয় সরকার
পৌরসভা এই জেলায় মোট ৪ টি পৌরসভা
নীলফামারী পৌরসভা জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, ঠিকানাঃ থানাপাড়া, নীলফামারী সদর, মোবাঃ ০১৭১৫৪১২৪৪৬
সৈয়দপুর পৌরসভা
জনাব আখতার হোসেন বাদল
মেয়র
ঠিকানাঃ বাবুপাড়া, সৈয়দপুর, নীলফামারী
মোবাঃ ০১৭১৮০৮৭২৭২
ডোমার পৌরসভা
জনাব আল আজাহার হোসেন
মেয়র
ঠিকানাঃ ছোট রাউতা, ডোমার,নীলফামারী
মোবাঃ ০১৭১৬৫০৪৭৬৩
জলঢাকা পৌরসভা, জনাব আনোয়ারুল কবির চৌধুরী,
মেয়র
ঠিকানাঃ মাথাভাঙ্গা, জলঢাকা, নীলফামারী
মোবাঃ ০১৯১৪৬৩০৬০৯
উপজেলা পরিষদ মোট ৬ টি উপজেলা নিয়ে নীলফামারী জেলা। ১.নীলফামারী সদর ২.ডোমার ৩.ডিমলা ৪.জলঢাকা ৫.কিশোরগঞ্জ ও ৬.সৈয়দপুর
ইউনিয়ন পরিষদ
[সম্পাদনা]ইতিহাস
১৮৭৫ সালে মহকুমা ও পরে ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়।
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান
নীলসাগর, ধর্মপালের গড়, চীনা মসজিদ, তিস্তা বারেজ
[সম্পাদনা]বিশিষ্ঠ ব্যক্তিত্ব
কাজী কাদের, সাবেক মন্ত্রী (পাকিস্তান আমল); মশিউর রহমান (যাদু মিয়া) সাবেক মন্ত্রী; জাহানারা ইমাম; খয়রাত হোসেন, সাবেক মন্ত্রী; বিচারপতি মোস্তফা কামাল, সাবেক প্রধান বিচারপতি; শফিকুল গনি (স্বপন) সাবেক মন্ত্রী; হরলাল রায়ভাওয়াইয়া শিল্পী; দেওয়ান কামাল আহমেদ; রথীন্দ্রনাথ রায় ভাওয়াইয়া শিল্পী ও আসাদুজ্জামান নূর নাট্য ব্যক্তিত্ব ৷