জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো] |
Jaipurhat | |
---|---|
— District — | |
Location of Jaipurhat in Bangladesh | |
Coordinates: 25.10°N 89.10°ECoordinates: 25.10°N 89.10°E | |
Country | Bangladesh |
Division | Rajshahi Division |
Area | |
• Total | 965.44 km2(372.76 sq mi) |
Population (1991) | |
• Total | 844,818 |
• Density | 880/km2 (2,300/sq mi) |
Literacy rate | |
• Total | 60.29% |
Time zone | BST (UTC+6) |
• Summer (DST) | BDST (UTC+7) |
Website | Banglapedia Article |
প্রশাসনিক বিভাগ | রাজশাহী |
আয়তন (বর্গ কিমি) | ৯৬৫.৪৪ |
জনসংখ্যা | মোট : ৮,৪৪,৮১৮ পুরুষ:৫১.০৩% মহিলা: ৪৮.৯৭% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ১৭ মাধ্যমিক বিদ্যালয়: ৭৮ মাদ্রাসা : ৮৩ |
শিক্ষার হার | ১৯.৮ % |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | জমিদার গোলাম আকবর চৌধুরী, নাছির মন্ডল |
প্রধান শস্য | ধান, আলু, ইক্ষু, কলা |
রপ্তানী পণ্য |
[সম্পাদনা]ভৌগোলিক সীমানা
জয়পুরহাট জেলার উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা, দিনাজপুর জেলা এবং ভারত সীমান্ত, দক্ষিণে রয়েছে বগুড়া জেলা ও নওগাঁ জেলা, পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা, এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত সীমান্ত। জেলাটির মোট এলাকার পরিমাণ ৯৬৫.৮৮ বর্গ কিলোমিটার। [১]
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
জয়পুরহাট জেলা ৫টি উপজেলায় বিভক্ত। এগুলি হলঃ
এছাড়া এখানে ৪টি পৌরসভা, ৩২টি ইউনিয়ন, ৯৮৮টি গ্রাম, ও ৭৬২টি মৌজা রয়েছে। [১]
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান
- বেল আমলা বড় শিবালয় (শিব মন্দির), জয়পুরহাট সদর
- পাগলা দেওয়ান বধ্যভূমি, জয়পুরহাট সদর
- পাথরঘাটা মাজার, পাঁচবিবি
- লোখমা জমিদার বাড়ি, পাঁচবিবি
- বিমারপাঁটি মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর
- গোপীনাথপুর মন্দির, আক্কেলপুর
- হিন্দা-কসবা শাহী জামে মসজিদ, ক্ষেতলাল
- নিমাই পীর মাজার, পাথরঘাটা, পাঁচবিবি
- আছরাঙ্গা দীঘী
- নন্দাইল দীঘি, নান্দাইল, কালাই।
- শিশু উদ্যান,জয়পুরহাট।