ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা, মহুয়া, মলুয়া, দেওয়ানা মদীনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক,দীনেশ চন্দ্র সেনের জন্য বিখ্যাত।
পরিচ্ছেদসমূহ
|
Mymensingh ময়মনসিংহ | |
---|---|
— জেলা — | |
Office of the District Commissioner of Mymensingh | |
বাংলাদেশে ময়মনসিংহ-এর অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | Dhaka Division |
সরকার | |
• District Commissioner | Md. Shah Alam Bakshi |
এলাকা | |
• মোট | বর্গকিলোমিটার ( বর্গমাইল) |
জনসংখ্যা (2001) | |
• মোট | ৪৪,৩৯,০১৭ |
• ঘনত্ব | প্রতি বর্গকিলোমিটারে (প্রতিবর্গমাইলে ) |
সাক্ষরতার হার | |
• মোট | 25.42% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+6) |
• গ্রীষ্মকাল (ডিএসটি) | বিডিএসটি (UTC+7) |
পোষ্টাল কোড | 2200 |
ওয়েবসাইট | Banglapedia article |
ভৌগোলিক সীমানা
ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ
ময়মনসিংহ জেলা মোট ১২ টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হল
- ময়মনসিংহ সদর উপজেলা
- ত্রিশাল উপজেলা
- গৌরীপুর উপজেলা
- মুক্তাগাছা উপজেলা
- ফুলপুর উপজেলা
- হালুয়াঘাট উপজেলা
- ভালুকা উপজেলা
- ফুলবাড়িয়া উপজেলা
- গফরগাঁও উপজেলা
- ঈশ্বরগঞ্জ উপজেলা
- নান্দাইল উপজেলা
- ধোবাউড়া উপজেলা
ইতিহাস
- মূল নিবন্ধ: ময়মনসিংহের ইতিহাস
ময়মনসিংহ বাংলাদেশের একটি পুরোনো জেলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয়। ১৭৮৭ সালের মে ১ তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তী সময়ে সেহড়া মৌজায় ১৭৯১ সালে তা স্থানান্তরিত হয়।
আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে। ১৮৪৫ সালে জামালপুর, ১৮৬০ সালে কিশোরগঞ্জ, ১৮৬৯ সালে টাঙ্গাইল ও ১৮৮২ সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয়। পরে সবকটি মহকুমা জেলায় উন্নিত হয়। ময়মনসিংহ শহর হয় ১৮১১ সালে। শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। ১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। ১৮৮৬ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথ ও ১৮৮৭ সালে জেলা বোর্ড গঠন করা হয়।
অর্থনীতি
ময়মনসিংহ সদরে আলেকজান্ডার ক্যাসেল, জয়নুল আবেদীন সংগ্রহশালা, বিপিন পার্ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, বোটানিক্যাল গার্ডেন, চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, ময়মনসিংহ টাউনহল, দুর্গাবাড়ী, ব্রহ্মপুত্র নদ, কাশবন, গোরীপুর রাজবাড়ী, মুক্তাগাছার রাজবাড়ী, কেল্লা তাজপুর ইত্যাদি।
তথ্যসূত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে