খাগড়াছড়ি পার্বত্য জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো]
|
খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা | |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
স্থানাঙ্ক | 23.0417° N 91.9944° E |
আয়তন | ২৬৯৯.৫৫ বর্গ কিমি |
সময় স্থান | বিএসটি (ইউটিসি+৬) |
জনসংখ্যা (১৯৯১) - ঘণত্ব - শিক্ষার হার | ৫২৪৯৬১ - ১৯৪.৪৬/কিমি² - ২৬.৩% |
ওয়েবসাইট: বাংলাপিডিয়া নিবন্ধ | |
মানচিত্র সংযোগ: খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলার প্রাতিষ্ঠানিক মানচিত্র |
[সম্পাদনা]ভৌগোলিক সীমানা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট আয়তন ২৭০০ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলাও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৮ টি উপজেলা আছে ।যথাঃ
- খাগড়াছড়ি সদর উপজেলা
- দীঘিনালা উপজেলা
- পানছড়ি উপজেলা
- মহালছড়ি উপজেলা
- মাটিরাঙ্গা উপজেলা
- মানিকছড়ি উপজেলা
- রামগড় উপজেলা
- লক্ষীছড়ি উপজেলা
[সম্পাদনা]নামকরনের ইতিহাস
খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় একে খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ১৭০০ সালে এই এলাটি কার্পাস মহাল নামে পরিচিত ছিল। তৎকালিন এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোঃ এর সাথে একযুদ্ধে পরাজিত হয়ে তুলা কার্পাস) ট্যাক্স হিসাবে দিতে হতো।
[সম্পাদনা]অর্থনীতি
- গাছ (সেগুন)
- আদা
- হলুদ
- বাঁশ
- ফলের বাগান
[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান
- আলোটিলাগুহা
- পানছড়ির অরণ্য কুঠির
- দেবতা পুকুর (নুনছড়ি)
- হাতিমাথা পাহাড় (পাহারড়িরা একে এ্যাডোশিরা মোন) বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা
- আলোটিলা ঝরণা
- গুইমারা
[সম্পাদনা]বিখ্যাত ব্যক্তিবর্গ
- অনন্ত বিহারী খীসা
- প্রসীত বিকাশ খীসা
- সুদিব্য কান্তি চাকমা
- জজ দর্শন চাকমা
- মেজর অমূল্য ধন চাকমা
- সমির দত্ত চাকমা