ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ
|
প্রশাসনিক বিভাগ | খুলনা |
আয়তন (বর্গ কিমি) | ১,৯৪৬ |
জনসংখ্যা | মোট : ১৫৫৪৫১৪ পুরুষ:৫১.১৬% মহিলা: ৪৮.৮৪% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ১ কলেজ : ৪১ মাধ্যমিক বিদ্যালয়: ১৭২ মাদ্রাসা :১৬৫ |
শিক্ষার হার | ২৫.৯৫ % |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | হরি কাপালি |
প্রধান শস্য | ধান, গম, পাট |
রপ্তানী পণ্য | ধান, চাল, কলা |
ভৌগোলিক সীমানা
ভৌগোলিক বিস্তৃতি ২৩°.১৫' উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৪১.৩৬ বর্গ কিলোমিটার। ঝিনাইদহ জেলার পূর্ব পার্শ্বে মাগুরা জেলা, উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।[১]
প্রশাসনিক এলাকাসমূহ
ঝিনাইদহ জেলার উপজেলা গুলো হল:
- কালীগঞ্জ উপজেলা (ঝিনাইদহ)
- কোটচাঁদপুর উপজেলা
- ঝিনাইদহ সদর উপজেলা
- মহেশপুর উপজেলা
- শৈলকূপা উপজেলা
- হরিণাকুণ্ড উপজেলা
ইতিহাস
অর্থনীতি
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ
১। ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট।
২। সরকারী কেশব চন্দ্র মহাবিদ্যালয়।
স্কুল
১।মধুপুর মাধ্যমিক বিদ্যালয়
২। ঝিনাইদহ উচ্চ বালক বিদ্যালয়।
৩।ঝিনাইদহ উচ্চ বালিকা বিদ্যালয়।
৪।কাঞ্চন নগর মডেল হাই স্কুল।
৫। ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এবং কলেজ।
shohid nur ali college kaligang jhenidh shapur choto gigati secondary shool
দর্শনীয় স্থান
ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করে।
- নলডাঙ্গা রাজবাড়ি :
- সাতগাছিয়া মসজিদ :
- বারবাজারের প্রাচীন মসজিদ :
- গাজীকালু চম্পাবতীর মাজার :
- শৈলকূপা জমিদার বাড়ি :
- খালিশপুর নীলকুঠি :
- গলাকাটা মসজিদ :
- জোড় বাংলা মসজিদ :
- শাহী মসজিদ :
- শিব মন্দির :
- ঢোল সমুদ্রের দীঘি:
- মিয়া বাড়ির দালান:
- পাঞ্জু শাহ'র মাজার :
- কে,পি, বসুর বাড়ী :
কৃতী ব্যক্তিত্ব
কবি গোলাম মোস্তফা । গণিতবিদ পি, সি, সরকার
তথ্যসূত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে