নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ
|
প্রশাসনিক বিভাগ | ঢাকা |
আয়তন (বর্গ কিমি) | ২,৮১০ |
জনসংখ্যা | মোট: ১৯,৩৭,৭৯৪ পুরুষ: ৫০.৭১% মহিলা: ৪৯.২৯% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ১৯ মাধ্যমিক বিদ্যালয়: ১১১ মাদ্রাসা : ৭৭ |
শিক্ষার হার | ২৬.০% |
বিশিষ্ট ব্যক্তিত্ব
খান বাহাদুর কবির উদ্দিন খান,মোহাম্মদ আব্দুল মোমেন বঙ্গবন্ধুমন্ত্রীসভার খাদ্যমন্ত্রী কর্নেল তাহের, মুহম্মদ জাফর ইকবাল,হুমায়ুন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ,আহসান হাবীব
| |
প্রধান শস্য | ধান, পাট, গম |
রপ্তানী পণ্য | মাছ, চামড়া, ডিম |
ভৌগোলিক সীমানা
প্রশাসনিক এলাকাসমূহ
নেত্রকোনা জেলার উপজেলাগুলি হল -
- আটপাড়া উপজেলা
- বারহাট্টা উপজেলা
- দুর্গাপুর উপজেলা
- খালিয়াজুড়ি উপজেলা
- কলমাকান্দা উপজেলা
- কেন্দুয়া উপজেলা
- মদন উপজেলা
- মোহনগঞ্জ উপজেলা
- নেত্রকোনা সদর উপজেলা
- পূর্বধলা উপজেলা
ইতিহাস
মুক্তিযুদ্ধ
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ অঞ্চল থেকে আদিবাসী জনগোষ্ঠীর একটি অংশের নেতৃত্ব দেন রশিমনি হাজং এবং তিনি যুদ্ধে আত্মত্যাগ করেন। জেলায় তাঁর স্মরণে নির্মিত স্মৃতিসৌধ রয়েছে।
অর্থনীতি
চিত্তাকর্ষক স্থান
- বিরিসিরি কালচারাল একাডেমী বিরিসিরি, দুর্গাপুর উপজেলা
- বিজয়পুর চিনামাটির পাহাড়,
- কমলা রাণীর দিঘী,
- কমরেড মনিসিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ,
- হাজং বিদ্রোহ স্মরণে নির্মিত কুমুদীনি স্তম্ভ,
- স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী।
তথ্যসূত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে