Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি [victoria-university-panthapath Dhaka}


ভিক্টোরিয়া ইউনিভার্সিটি 

উন্নত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ২০০২ সালে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান। এদের নিজস্ব কোন ক্যাম্পাস নেই। এটির ২ টি অস্থায়ী ক্যাম্পাস রয়েছে। এটিতে ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুটি শিফট রয়েছে। অনার্সদের জন্য ‘ডে’ শিফটে ক্লাস হয়। মাস্টার্সদের জন্য ‘ডে’ এবং ‘ইভিনিং’ শিফটে ক্লাস হয়। শিক্ষার্থীরা গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পেয়ে থাকে।

অবস্থান
এটি পান্থপথ এলাকায় অবস্থিত। বসুন্ধরা সিটির বিপরীত পাশে এটি অবস্থিত।

ঠিকানা
এ্যাডমিশন অফিস
৬৯/কে, পান্থপথ, ঢাকা- ১২০৫
ফোন: ৮৬২২৬৩৪
মোবাইল: ০১৮৪১-০০০০০৫

প্রোগ্রামগুলো
স্নাতক
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
ব্যাচেলর অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (অনার্স)
ব্যাচেলর অব আর্টস (অনার্স) ইন ইংলিশ
স্নাতকোত্তর
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (রেগুলার)
মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ)
মাস্টার অব আর্টস ইন ইংলিশ (১ বছর)
মাস্টার অব আর্টস ইন ইংলিশ (২ বছর)

স্নাতক
বিষয়
কোর্সের মেয়াদ
মোট খরচ
মোট ক্রেডিট
বিবিএ
৪ বছর
৩,১৮,০০০
১২৬
ইংলিশ
"
১১৯৮০০
১২০
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
"
২১৪৩০০
১২৬
স্নাতকোত্তর
ইংলিশ (প্রিলি এন্ড ফাইনাল)
২ বছর
৫০,৫০০
৬০
এনভায়রোমেন্টাল ম্যানেজমেন্ট
-
৩৪,১৫০
৩৩
এমবিএ (এক্সিকিউটিভ)
১ বছর ৪ মাস
৮৬৬০০
৪২
এম.বিএ (রেগুলার)
২ বছর
১২৫২০০
৬০
     

ভর্তির যোগ্যতা
  • এস.এস.সি এবং এইচ.এস.সি-তে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২.৫ পেতে হয়।

ভর্তি কার্যক্রম
  • পরীক্ষার আগে অ্যাডমিশন অফিস থেকে ৪০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে অফিসে জমা দিতে হয়। অনলাইন থেকে ওয়েব সাইটwww.vub.edu.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করে ৪০০ টাকার বিনিময়ে অফিসে জমা দিতে হয়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না।

প্রয়োজনীয় কাগজপত্র
  • এস.এস.সি ও এইচ.এস.সি-র সার্টিফিকেট ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
  • এক কপি স্ট্যাম্প ও ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • ভর্তি ফি পরিশোধের প্রমাণপত্র

ভর্তি ফি
  • ভর্তির সময় ভর্তি ফি বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করতে হয়।

খরচ প্রক্রিয়া
  • এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ ক্রেডিট হিসাবে পরিশোধ করতে হয়। নিম্নে এই বিশ্ববিদ্যালয়ের বি বি এ প্রোগ্রামের খরচের হিসাব তুলে ধরা হল:
  • মোট খরচ ৩,১৮,০০০ টাকা। এই খরচে টিউশন ফিস, সেমিস্টার ফি, থিসিস ও ইন্টার্নী ফিস অন্তভুক্ত রয়েছে।
এক নজরে
ক্রেডিট খরচ ২৩০০ × ১২৬
সেমিস্টার ফি ২০০০ × ১২
থিসিস ও ইন্টার্নী ফিস (একবার)
২,৮৯,৮০০
২৪,০০০
৫,০০০
মোট
৩,১৮,৮০০
  • এখানে বিবিএ প্রোগ্রামে মোট ১২৬ টি ক্রেডিট রয়েছে। এই ক্রেডিট ৪ বছরে ১২টি সেমিস্টারে সম্পন্ন করতে হয়। ৪ মাসে এক সেমিস্টার হয়ে থাকে। প্রতি বিষয়ে ৩ টি করে ক্রেডিট হয়ে থাকে। প্রতি ক্রেডিটের খরচ ২,৩০০ টাকা। একটি সেমিস্টারে ১০টি ক্রেডিট নেয়া হলে ঐ সেমিস্টারে ক্রেডিট খরচ পড়বে ২৩,০০০ টাকা।
  • প্রতি চারমাস অন্তর অন্তর সেমিস্টার ফাইনালের পর পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরু করার আগে ২,০০০ টাকা করে সেমিস্টার ফি পরিশোধ করতে হয়।
  • তাহলে ৪ মাসের একটি সেমিস্টারে ১০ ক্রেডিট নিয়ে পড়াশোনা করলে মোট খরচ ২৫,০০০ টাকা (ক্রেডিট খরচ ২৩,০০০ টাকা + সেমিস্টার ফি ২,০০০ টাকা)।
  • এখানে সেমিস্টারের ক্রেডিট খরচ তিনবারে পরিশোধ করতে হয়। ক্রেডিট খরচ পরিশোধের তারিখ বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়।

শিক্ষাবৃত্তি

জিপিএ
ছাড়
১০০%
৪.৭৫-৪.৯৯
৫০%
৪.৫০-৪.৭৪
৫০%
৪.০০-৪.৪৯
২৫%
যাদের ন্যূনতম সিজিপিএ ৩.৭০ থাকে তারা পরের সেমিস্টারে ১০%-৫০% বৃত্তি সুবিধা পেয়ে থাকে।

  • জিপিএ এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ক্রেডিট ট্রান্সফার
  • ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকলে দেশে ট্রান্সফার করা যায়। বিদেশে ভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায় না। কিন্তু শিক্ষার্থী নিজ উদ্যোগে ক্রেডিট ট্রান্সফার করতে পারে।

ইএমবিএ-এর ব্যবস্থা
  • এখানে ইএমবিএ-জন্য নৈশকালীন ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য অ্যাডমিশন অফিসে যোগাযোগ করতে হয়।

লাইব্রেরীর ব্যবস্থা
  • এই বিশ্ববিদ্যালয়ে একটি উন্নত লাইব্রেরী রয়েছে। যাতে প্রায় ৩০,০০০ বই রয়েছে। এছাড়া এখানে টেক্সট বুক, জার্নালস, রেফারেন্স বুকস, ম্যা, রের কালেকশন বুকস ইত্যাদি রয়েছে। লাইব্রেরী ভবন অ্যাডমিশন ভবনের ২য় তলায় অবস্থিত। লাইব্রেরী কার্ড ধারীরা বই পেতে পারে এবং বাসায় নিয়ে যেতে পারে। একসাথে ৬০ জন ছাত্র-ছাত্রী বসে পড়তে পারে। লাইব্রেরী খোলা হয় সকাল ৯ টায় এবং বন্ধ হয় রাত ৮.৩০ টায়।

অন্যান্য সুবিধা
  • এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, দাবা, সাইবার গেইমস ইত্যাদি উল্লেখযোগ্য। এদের নিজস্ব কোন মাঠ নেই। মাঠ ভাড়া করে খেলা সম্পাদন করা হয়ে থাকে।
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes