মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ
|
প্রশাসনিক বিভাগ | খুলনা |
আয়তন (বর্গ কিমি) | ১,০৪৮ |
জনসংখ্যা | মোট: ৮,১১,১৬০ পুরুষ: ৫০.৫৬% মহিলা: ৪৯.৪৪% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ১৫ মাধ্যমিক বিদ্যালয়: ৯৪ মাদ্রাসা : ৭৪ |
শিক্ষার হার | ২৮.৫ % |
বিশিষ্ট ব্যক্তিত্ব | কবি সৈয়দ ফররুখ আহমদ, শহীদ সিরাজউদ্দিন হোসেন, সাহিত্যক নিমাই ভট্টাচার্য,ছড়াকার আবু সালেহ, মিয়া আকবর হোসেন, এ্যডভোকেট আসাদুজ্জামান, কবি কাজী কাদের নওয়াজ, সৈয়দ আলী আহসান, সাকিব আল হাসান। |
প্রধান শস্য | ধান, পাট, গম, মরিচ |
রপ্তানী পণ্য | পাট, মরিচ, পিঁয়াজ |
ভৌগোলিক সীমানা
পূর্বে ফরিদপুর, পশ্চিমে ঝিনাইদহ, উত্তরে রাজবাড়ী ও দক্ষিণে যশোর ও নড়াইল।
প্রশাসনিক এলাকাসমূহ
মাগুরা জেলায় ৪টি উপজেলা রয়েছে। এগুলো হলো:
- মাগুরা সদর উপজেলা
- মোহাম্মদপুর উপজেলা
- শালিখা উপজেলা
- শ্রীপুর উপজেলা
ইতিহাস
১৯৪৫ সালে মাগুরা মহকুমার সৃষ্টি হয়। ১৯৮৪ সালে মাগুরা জেলায় উন্নীত হয়।
অর্থনীতি
চিত্তাকর্ষক স্থান
রাজা সীতারাম রায়-এর রাজবাড়ী (মোহম্মদপুর), কবি কাজী কাদের নওয়াজ-এর বাড়ী (শ্রীপুর), বিড়াট রাজার বাড়ী (শ্রীপুর), পীর তোয়াজউদ্দিন (র) এর মাজার ও দরবার শরীফ (শ্রীপুর)দের চাঁদের হাট, আঠার খাদার সিদ্ধেশ্বরীর মঠ, গরিব শাহের মাজার,হাজী আব্দুল হামীদ (পীর সাহেব কেবলা রহঃ) এর দরগাহ ও মাজার শরীফ(মাগুরা ভায়না মোড়)।
নদ-নদী
গড়াই/মধুমতি, কুমার, চিত্রা, নবগঙ্গা, ফটকী ও মুচিখালী জেলার প্রধান নদ নদী।
তথ্যসূত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে