Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি United-international-university-dhaka



এটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রফেসর ডা: মোহাম্মদ রেজওয়ান খান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০০।

ক্যাম্পাস

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ধানমন্ডি ক্যাম্পাস ১
ধানমন্ডি ক্যাম্পাস ২
UIU ভবন
বাড়ি ৮০, রোড ৮/এ (পুরাতন ১৫), সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৯।
সুগন্ধা ক্যাম্পাস
২৯/সি এবং ২৯/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। ফোন: ৮৮-০২-৮১৭০১৬৯-৭৪
ফোন: ৮৮-০২-৯১২৫৯১২-৬, ৯১১৮২১৩, ফ্যাক্স: ৮৮-০২-৯১১৮১৭০
ইমেইল: info@uiu.ac.bd  ওয়েব: www.uiu.ac.bd

প্রোগ্রামগুলো
স্নাতক
স্নাতকোত্তর
ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)
ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনোমিক্স (বিএসইসি)
বি.এসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই)
বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং (বিএসইইই)
বি.এসসি ইন ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন (বিএসইটিই)
মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)
এক্সুক্লুসিভ এমবিএ (ইএমবিএ)
এমএস ইন ইকোনোমিক্স (এমএসইসিও)
মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস)
এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (MSCSE)
এমএসসি. ইন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (MSCE)

ভর্তির যোগ্যতা
স্নাতক
  • এস.এস.সি/ও লেভেল এবং এইচ.এস.সি/এ লেভেল পরীক্ষায় ন্যূনতম জিপিএ নম্বর ২.৫ পেতে হয়।
  • ও লেভেলে গণিতসহ ৫ টি বিষয় সম্পন্ন থাকা প্রয়োজন এবং এ লেভেলে সর্বনিম্ন ২টি বিষয় সম্পন্ন থাকা প্রয়োজন।
  • BSEEE/ETE/CSE প্রোগ্রামে ভর্তির জন্য এইচএসসি/এ লেভেলে রসায়ন এবং গণিত বিষয় থাকতে হয়।
  • এস.এস.সি/ও লেভেল এবং এইচ.এস.সি/এ লেভেল উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৬ পেতে হয়।
  • তবে কোন পরীক্ষায় জিপিএ ২ এর নিচে থাকলে তা ভর্তির জন্য অযোগ্যতা বলে গণ্য হয়।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায়  মোট জিপিএ ৫.০ থাকতে হয়।

স্নাতকোত্তর
  • সংশ্লিস্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিসহ সকল পরীক্ষায় ২য় বিভাগ থাকতে হয়।
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হতে হয়।
  • স্নাতকে ন্যূনতম জিপিএ ২.২৫ থাকতে হয় (৪.০০ এর মধ্যে)
  • এছাড়া বিভাগ ভেদে আরো কিছু যোগ্যতা প্রয়োজন হতে পারে।

ভর্তি প্রক্রিয়া
  • স্প্রিং, সামার এবং ফল সেমিস্টারের জন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়ে থাকে।
  • দৈনিক পত্রিকায় ভর্তি বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
  • বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কেন্দ্র বা অ্যাডমিশন শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়।
  • ভর্তি ফরমের মূল্য ৫০০ টাকা থেকে ১০০০ টাকা।
  • ভর্তির আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এর সাথে মূল সনদপত্র সহ ফটোকপি, নম্বরপত্র, প্রশংসাপত্র, ২ কপি পাসপোর্ট সাইজ এবং ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হয়।
  • ভর্তির আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হয়।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন।
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কোটা পূরন না হলে ওয়েটিং লিস্ট থেকে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হয়।
  • এখানে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এছাড়া এখানে বিদেশী ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারে।
  • এখানে মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থী ভর্তি করা হয়।

টিউশন ফি এবং ছাড়

স্নাতক
ভর্তি ফি ১০,০০০ টাকা সহ প্রদয়ে ফি
টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
বিবিএ
(১২৩ ক্রেডিট)
সিএসই
(১৩৪ ক্রেডিট)
ইইই
(১৪৩ ক্রেডিট)
ইটিটি
(১৪০ ক্রেডিট)
উচ্চ মাধ্যমিক জিপিএ ৫.০০ (৪র্থ বিষয় বাদে), ১০০% ছাড়
৪৬,৭৫০*১
৫১,০০০*১
৬১,৬২৫*১
৬১,৬২৫*১
উচ্চ মাধ্যমিক জিপিএ ৫.০০ (৪র্থ বিষয় বাদে), ৫০% ছাড়
ক্রেডিট প্রতি ২,১২৫ টাকা
৩,০১,৭৫০৯১
৩,২৭,২৫০*১
৩,৫২,৭৫০*১
৩,৪৬,৩৭৫*১
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৪০% ছাড় (ক্রেডিট প্রতি ২,৫৫০ টাকা)
-
৩,৮২,৫০০
৪,১০,৯৭৫
৪,০৪,৩২৫
নিয়মিত খরচ (ক্রেডিট প্রতি ফি ৪,২৫০০), টিউশন ফি-তে খরচ ব্যতীত
৫,৫৬,৭৫০
৬,০৩,৫০০
৬,৪৩,৮৭৫
৬,৩১,১২৫
স্নাতকোত্তর
ভর্তি ফি ১০,০০০ টাকা সহ প্রদেয় ফি
টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
এমবিএ/ ইএমবিএ
এমএসসিএসই
তিনটি প্রথম বিভাগ/ সমমান,
২৫% ছাড়
(ক্রেডিট প্রতি ৩,৩৭৫ টাকা)
১,৩৯,৫০০ (৩৬ ক্রেডিট*)*২
১,৭১,৮৭৫ (৪৫ ক্রেডিট*)*২
২,২৪,৫০০(৬০ ক্রেডিট*)*২
১,৪৬,২৫০
১,৯৫,৭৫০
২টি প্রথম বিভাগ/ সমমান,
১৫% ছাড়
 (ক্রেডিট প্রতি খরচ ১,৮২৫)
১,৫৫,৭০০(৩৬ ক্রেডিট*)*২
১,৯২,‌১২৫(৪৫ ক্রেডিট*)*২
২,৫১,৫০০ ৬০ ক্রেডিট*)*২
১,৫৯,৭৫০
১,৬৭,৮৫০
নিয়মিত খরচ: ক্রেডিট প্রতি  ৪,৫০০ টাকা
টিউশন ফি-তে ছাড় ব্যতীত
১,৮০,০০০(৩৬ ক্রেডিট*)
২,২২,৫০০
২,৯২,০০০
১,৮০,০০০

ইকোনোমিক্স ইনফরমেশন
স্নাতক
মোট ১২০ ক্রেডিট আওয়ার, টিউশন ফি’তে ছাড়ের মানদন্ড
মোট খরচ (টাকায়)
এইচএসসি জিপিএ ৪.৫০-৪.৮০
(৪র্থ বিষয়সহ), ৫০% ছাড়
(ক্রেডিট প্রতি ২,‌১২৫)
২,৮৯,০০০*১
এইচএসসি-তে জিপিএ ৫.০০,
১০০% ছাড়
৩৪,০০০*১
এইচএসসি জিপিএ ৪.২৫-৪.৫০
(৪র্থ বিষয়সহ), ২৫% ছাড়
(ক্রেডিট প্রতি ৩,১৮৭.২)
৪,১৬,৫০০*১
এইচএসসিতে জিপিএ ৪.৮০-৫.০০ (৪র্থ বিষয় বাদে), ৭৫% ছাড়
(ক্রেডিট প্রতি ১০৬২.৫)
১,৬১,৫০০*১
নিয়মিত খরচ: ক্রেডিট প্রতি ৪,২৫০,
টিউশন ফি-তে ছাড় নেই
৫,৪৪,০০

এমএস ইন ইকোনোমিক্স এন্ড মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ
স্নাতক
এমএস ইন ইকোনমিক্স (৩০ আওয়ার ক্রেডিট)
এমডিএস (৩৯ ক্রেডিট আওয়ার)
তিনটি প্রথম বিভাগ/ সমমান, ২৫% ছাড়
(প্রতি ক্রেডিট ৩,৩৭৫)
১,১৯,২৫০*২
(থিসিস এবং নন থিসিস)
১,৪৯,৬২৫*২
দুইটি প্রথম বিভাগ/ সমমান, ১৫% ছাড়
(প্রতি ক্রেডিট ৩,৮২৫)
১,৩২,৭৫০*২
(থিসিস এবং নন থিসিস)
১,৬৭,১৭৫*২
রেগুলার টিউশন ফি ছাড় ব্যতীত খরচ: (ক্রেডিট প্রতি ৪,৪০০)
১,৫৩,০০০*
(থিসিস এবং নন থিসিস)
১,৯৩,৫০০

শর্তাবলী
  • *১ স্নাতক শিক্ষার্থীদের অবশ্যই প্রতি ট্রাইমিস্টারে ৯ সেমিস্টারের জন্য তালিকাভুক্ত হতে হয়। তাহলে টিউশন ফি-তে ছাড় ও বৃত্তির জন্য বিবেচ্য হয়।
  • *২ স্নাতকোত্তর শিক্ষার্থীদের অবশ্যই প্রতি ট্রাইমিস্টারে ৬ সেমিস্টারের জন্য তালিকাভুক্ত হতে হয়। তাহলে টিউশন ফি-তে ছাড় ও বৃত্তির জন্য বিবেচ্য হয়।
  • *৩ ছাড় সুবিধা চালু রাখতে হলে প্রতি ট্রাইমিস্টার-এ ন্যুনতম সিজিপিএ ৩,৪০ (BSECO এর জন্য৩.২৫) থাকতে হয়। তাহলে ২৫% থেকে ১০০% ছাড় অব্যহত থাকে।
  • *২ ছাড় সুবিধা চালু রাখতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতি ট্রাইমিস্টারে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হয়। তাহলে ১৫% থেকে ২৫% ছাড় অব্যাহত থাকে।
  • কোর্স রেজিস্ট্রেশনের পূর্বে শিক্ষার্থীদের টিউশন ফি’র আংশিক ১৫,০০০ টাকা পরিশোধ করতে হয়। টিউশন ফি’র বাকি অংশ নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
  • এইচএসসি যেসকল শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে ১০০% ছাড়ের যোগ্যতা অর্জন করেছে তাদেরকে ১৫,০০০ টাকা প্রদান করতে হয় না।
  • *১ কোর্স ওয়েভার/ ক্রেডিট ট্রান্সফার: ১ম সেমিস্টারের ক্লাসের জন্য রেজিস্ট্রেশনের পূর্বে নিজ নিজ বিভাগে জমা দিতে হয়।
  • ভর্তির সময় পরিচয়পত্রের জন্য ২,০০০ টাকা (ফেরৎযোগ্য) জামানত ফি দিতে হয়।

বৃত্তি সুবিধা
  • দরিদ্র কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে।
  • প্রতি ট্রাইমিস্টারের শেষে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মেধা তালিকা করা হয়। প্রত্যেক বিভাগের শীর্ষ শিক্ষার্থীদের ২৫% থেকে ১০০% বৃত্তি সুবিধা দেওয়া হয়। উক্ত ট্রাইমিস্টারে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হয়।
  • বৃত্তি প্রদানের পদ্ধতি

শিক্ষার্থী
বৃত্তি
শীর্ষ ৫%
১০০%
পরবর্তী ১০%
৫০%
পরবর্তী ১৫%
২৫%
  • একই পরিবারের একাধিক শিক্ষার্থীগণের প্রত্যেকে প্রতি ট্রাইমিস্টারে টিউশন ফি ২০% করে ছাড় পেয়ে থাকে।

বিল পরিশোধ পদ্ধতি
  • ভর্তি ফি কখনো ফেরতৎ দেয়া হয়।
  • নির্ধারিত সময়ের মধ্যে কোর্স ফি পরিশোধ করতে হয়। নির্ধারিত সময়ের পরে পরিশোধ করলে জরিমানাসহ পরিশোধ করতে হয়।
  • কোর্স ড্রপ করলে টিউশন ফি ১০০% ফেরৎ দেওয়া হয়।

আর্থিক সহায়তার নিয়মাবলী
  • স্নাতক শিক্ষার্থীদের সিজিপিএ ৩.৫০ এর নিচে এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের সিজিপিএ ৩.০০ এর নিচে হলে টিউশন ফি-তে কোন ধরনের ছাড় দেয়া হয় না।
  • রিটেক কোর্সের ক্ষেত্রে টিউশন ফি-তে কোন ধরনের ছাড় দেওয়া হয় না।
  • স্নাতক ও স্নাতকোত্তরের ফুল টাইম শিক্ষার্থীদের যথাক্রমে ন্যূনতম ৯ ক্রেডিট ও ৬ ক্রেডিট এর জন্য রেজিস্টার হতে হয়।

লাইব্রেরী
  • বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৫০০০ এর বেশী বইয়ের সংগ্রহ রয়েছে।
  • এখানে ১০০ জন শিক্ষার্থীর বসে পড়ার ব্যবস্থা রয়েছে।
  • লাইব্রেরীটি সপ্তাহের ছয়দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
  • এখানে প্রাপ্ত সুবিধাগুলো হলো: Computing Facility, Periodicals & Publications, Digital Research, Audio Visual Facilities.  
  • এছাড়া ৯১২৫৯১২-৫ (এক্স: ৫০১) নম্বরে ডায়াল করে লাইব্রেরী সম্পর্কে তথ্য জানা যায়।

ক্যান্টিন
  • বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের হালকা নাস্তার জন্য ক্যাম্পাসে নিজস্ব ক্যান্টিন রয়েছে। এখানে সিঙ্গারা, সমুচা, ভেজিটেবল রোল,  বার্গার, স্যান্ডুইচ, চা-কফি, বিশুদ্ধ পানি এবং কোল্ড ড্রিংকস পাওয়া যায়।
  • ক্যান্টিনটি বিশ্ববিদ্যালয়ের নিচতলার পশ্চিম দিকে অবস্থিত।

শ্রেনীকক্ষ এবং ক্লাসের সময়সূচী
  • এখানে অবস্থিত শ্রেনীকক্ষসমূহ অত্যাধুনিক সুবিধাসম্পন্ন।
  • এখানে ছাত্র-ছাত্রীদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক চেয়ার রয়েছে।
  • এখানে সপ্তাহের ছয়দিন ২টি শিফটে ক্লাস হয়ে থাকে।
  • শুক্রবার কোন ক্লাস হয় না।
  • শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।

সিসকো নেটওয়ার্কিং একাডেমী
  • বিশ্ববিদ্যালয়ে সিসকো নেটওয়ার্কিং শেখানোর ব্যবস্থা রয়েছে।
  • এখানে দক্ষ এবং প্রশিক্ষনপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা CCNA প্রোগ্রাম শেখানো হয়।
  • এটি একটি প্রফেশনাল কোর্স।
  • এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বাহিরের শিক্ষার্থীরাও অংশগ্রহন করতে পারে। সিসকো নেটওয়ার্কিং সম্পর্কে আরো জানতে এই লিংকে ক্লিক করুনcisco.uiu.ac.bd
 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes