Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

খুলনা জেলা[khulna District]


খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

  [আড়ালে রাখো] 
  •  ভৌগোলিক সীমানা
  •  প্রশাসনিক এলাকাসমূহ
  •  ইতিহাস
  •  অর্থনীতি
  •  চিত্তাকর্ষক স্থান
  •  স্থানীয় পত্র-প্রত্রিকা
  •  আনুষঙ্গিক নিবন্ধ
  •  বহিসংযোগ



এক নজরে খুলনা  গ্রাম জেলা :


   খুলনা জেলা
প্রশাসনিক বিভাগখুলনা
আয়তন (বর্গ কিমি)৪,৩৯৪
জনসংখ্যামোট : ২৩,৩৪,২৮৫
পুরুষ:৫০.৩২%
মহিলা: ৪৯.৬৮%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:বিশ্ববিদ্যালয়: ২
কলেজ : ৪৭
মাধ্যমিক বিদ্যালয়: ২৫৭
মাদ্রাসা : ২০৫
শিক্ষার হার৪৩.৯ %
বিশিষ্ঠ ব্যক্তিত্বপ্রফুল্লচন্দ্র রায়
প্রধান শস্যধান, পাট, তিল, সুপারি
রপ্তানী পণ্যধান, পাট



ভৌগোলিক সীমানা

প্রশাসনিক এলাকাসমূহ

খুলনা জেলার উপজেলাগুলি হল -
  • কয়রা
  • ডুমুরিয়া
  • তেরখাদা
  • দাকোপ
  • দিঘলিয়া
  • পাইকগাছা
  • ফুলতলা
  • বটিয়াঘাটা
  • রূপসা

ইতিহাস

অর্থনীতি

১। সাদা সোনা চিংড়ি মাছ উৎপাদন কেন্দ্র ২। জুট মিল ৩। ধান ৪। শাক-সবজি ৫। সাদা মাছ ৬। লবন ফ্যাক্টরি ৭। অরগানিক শাক সবজি ফল মূল উৎপাদন কেন্দ্র ৮। বাংলাদেশের বাসমতী-- বাংলামতি ধান উৎপাদন ৯। কম্পিউটার সিটি ১০। শপিং মল ১১। নিউ মার্কেট (জাহের হাদি চিশতি সম্পাদিত)

চিত্তাকর্ষক স্থান

১। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনরাজি সুন্দরবন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ২। ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট ৩। খান জাহান আলি (র) মাজার, বাগেরহাট ৪। খান বাহাদুর আহসানুল্লাহ (র) মাজার, সাতক্ষীরা ৫। জাদুঘর, খুলনা ৬। বনবিলাস চিড়িয়াখানা, খুলনা ৭। রূপসা নদী ৮। চন্দ্রমহল, বাগেরহাট ৯। মনটু মিয়াঁর বাগানবাড়ী, সাতক্ষীরা ১০। নড়াইল জমিদার বাড়ী ১১। পিকনিক কর্নার, যশোর ১২। বিশ্বকবি রবিন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিন ডিহি, ফুলতলা, খুলনা ১৩। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্ম স্থান, পাইকগাছা, খুলনা ১৪। নিরিবিলি পিকনিক স্পট, নড়াইল ১৫। রূপসা ব্রিজে সন্ধ্যাবেলা, খুলনা ১৬। বাইতুন নুর মসজিদ কমপ্লেক্স, নিউ মার্কেট, খুলনা ১৭। দারুল উলুম মাদ্রাসা মসজিদ, দোলখোলা-রায়পারা, খুলনা ১৮। নিরালা প্রধান জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা, খুলনা ১৯। সোনাডাঙ্গা আবাসিক জামে মসজিদ, সোনাডাঙ্গা, খুলনা ২০। ময়লাপোতা মোড় জামে মসজিদ, খুলনা ২১। ধর্ম সভা আরজো মন্দির, খুলনা ২২। শহীদ হাদিস পার্ক ভাষাসৃতি শহীদ মিনার, খুলনা ২৩। গল্লামারি বধ্যভূমি শহীদ সৃতি সৌধ, খুলনা ২৪। নিরালা কবরস্থান জামে মসজিদ, খুলনা ২৫। সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, দৌলতপুর, খুলনা ২৬। খুলনা বিশ্ববিদ্যালয় ২৭। খুলনা মেডিকেল কলেজ ২৮। বড় বাজার, খুলনা ২৯। শিশু একাডেমী খুলনা ৩০। শিল্পকলা একাডেমী খুলনা ৩১। জাতিসঙ্ঘ শিশুপার্ক, শান্তিধাম মোড়, খুলনা ৩২। লিনিয়ার পার্ক, ময়ূর নদী, গল্লামারি, খুলনা (নির্মিতব্য) ( জাহের হাদি চিশতি সম্পাদিত)

স্থানীয় পত্র-প্রত্রিকা

খুলনা থেকে যে সমস্ত প্রত্রিকা প্রকিাশিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ দৈনিক পূরবাঞ্চল, দৈনিক সময়ের খবর, দৈনিক জন্মভূমি, দৈনিক অনিরবাণ ইত্যাদি। খুলনা থেকে প্রকাশিত একমাত্র অনলাইন নিউজ পেপার হল খুলনা নিউজ ডট কম































































 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes