Powered by Blogger.

Related Post

Translate

Search This Blog

রাজবাড়ী জেলা[rajbari district]


রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

  •  ভৌগোলিক সীমানা
  •  প্রশাসনিক এলাকাসমূহ
  •  ইতিহাস
  •  অর্থনীতি
  •  চিত্তাকর্ষক স্থান
  •  আনুষঙ্গিক নিবন্ধ



রাজবাড়ী জেলা
প্রশাসনিক বিভাগঢাকা
আয়তন (বর্গ কিমি)১,১১৮
জনসংখ্যামোট: ৯,৪০,৩৬০
পুরুষ:৫০.০২%
মহিলা: ৪৯.৯৮%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:বিশ্ববিদ্যালয়: ০
কলেজ : ২৪
মাধ্যমিক বিদ্যালয়: ৪১২
মাদ্রাসা : ৫৬
শিক্ষার হার২৬.৪ %
বিশিষ্ঠ ব্যক্তিত্বকাজী মোতাহার হোসেন,মীর মোশাররফ হোসেন
প্রধান শস্যধান, পাট, আখ
রপ্তানী পণ্যআখ, চীনাবাদাম, পাট




ভৌগোলিক সীমানা

রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা, পশ্চিম থেক পূর্বে। পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাটে। পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই। গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা। জেলার পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া।
রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই ও হড়াই নদী।

[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ

রাজবাড়ী সদর উপজেলা
গোয়ালন্দ উপজেলা
পাংশা উপজেলা
বালিয়াকান্দি উপজেলা

[সম্পাদনা]ইতিহাস

১৯৮৪ সালের ১লা মার্চ রাজবাড়ী জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এর প্রথম জেলা প্রশাসক শহীদ উদ্দিন আহমেদ।

[সম্পাদনা]অর্থনীতি

[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান

চাঁদ সওদাগরের ঢিবি, বেলগাছী
কল্যাণদিঘি
গোয়ালন্দ ঘাট, The Gate of Bengal নামে পরিচিত। গোদারবাজার, রাজবাড়ী।




তথ্যসূত্র


উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে



















 
Copyright 2009 বাংলাদেশ
Design by BloggerThemes