রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ
|
প্রশাসনিক বিভাগ | ঢাকা |
আয়তন (বর্গ কিমি) | ১,১১৮ |
জনসংখ্যা | মোট: ৯,৪০,৩৬০ পুরুষ:৫০.০২% মহিলা: ৪৯.৯৮% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ২৪ মাধ্যমিক বিদ্যালয়: ৪১২ মাদ্রাসা : ৫৬ |
শিক্ষার হার | ২৬.৪ % |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | কাজী মোতাহার হোসেন,মীর মোশাররফ হোসেন |
প্রধান শস্য | ধান, পাট, আখ |
রপ্তানী পণ্য | আখ, চীনাবাদাম, পাট |
ভৌগোলিক সীমানা
রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা, পশ্চিম থেক পূর্বে। পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাটে। পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই। গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা। জেলার পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া।
রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই ও হড়াই নদী।
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
রাজবাড়ী সদর উপজেলা
গোয়ালন্দ উপজেলা
পাংশা উপজেলা
বালিয়াকান্দি উপজেলা
গোয়ালন্দ উপজেলা
পাংশা উপজেলা
বালিয়াকান্দি উপজেলা
[সম্পাদনা]ইতিহাস
১৯৮৪ সালের ১লা মার্চ রাজবাড়ী জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এর প্রথম জেলা প্রশাসক শহীদ উদ্দিন আহমেদ।
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]চিত্তাকর্ষক স্থান
চাঁদ সওদাগরের ঢিবি, বেলগাছী
কল্যাণদিঘি
গোয়ালন্দ ঘাট, The Gate of Bengal নামে পরিচিত। গোদারবাজার, রাজবাড়ী।
কল্যাণদিঘি
গোয়ালন্দ ঘাট, The Gate of Bengal নামে পরিচিত। গোদারবাজার, রাজবাড়ী।
তথ্যসূত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে