সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো] |
Sunamganj সুনামগঞ্জ | |
---|---|
— জেলা — | |
বাংলাদেশে সুনামগঞ্জ-এর অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | Sylhet Division |
এলাকা | |
• মোট | বর্গকিলোমিটার ( বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৯,৬৮,৬৬৯ |
• ঘনত্ব | প্রতি বর্গকিলোমিটারে (প্রতিবর্গমাইলে ) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+6) |
• গ্রীষ্মকাল (ডিএসটি) | বিডিএসটি (UTC+7) |
পোষ্টাল কোড | 3000 |
[সম্পাদনা]ভৌগোলিক সীমানা
উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পৃর্বে সিলেট জেলা, দক্ষিনে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
সুনামগঞ্জ জেলার উপজেলাগুলি হল -
- বিশ্বম্ভরপুর উপজেলা
- ছাতক উপজেলা
- দিরাই উপজেলা
- ধর্মপাশা উপজেলা
- দোয়ারাবাজার উপজেলা
- জগন্নাথপুর উপজেলা
- জামালগঞ্জ উপজেলা
- তাহিরপুর উপজেলা
- শাল্লা উপজেলা
- সুনামগঞ্জ সদর উপজেলা
[সম্পাদনা]ইতিহাস
সুনাম উদ্দিন নামে জনৈক সিপাহী একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। পরে উপজেলা, মহকুমা ও জেলা শহরে রুপান্তরিত হয়। বর্তমান সুনাম গঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। ১৮৭৭ সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠত হয়। ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। জেলায় মোট ৮১টি ইউনিয়ন এবং ২৭৭৩টি গ্রাম আছে। জেলার প্রথম প্রতিষ্ঠিত সরকারী জুবলী উচ্চ বিদ্যালয় ১৮৮৭ সালে, দ্বিতীয় স্কুল হচ্ছে দিরাই উচ্চ বিদ্যালয় দিরাই চান্দপুর ১৯১৫ সাল, তৃতীয় উচ্চ বিদ্যালয় হচ্ছে ব্রজন্নাথ উচ্চ বিদ্যালয় পাইলগাও জগন্নাথপুর ১৯১৯সাল।