জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
পরিচ্ছেদসমূহ
|
প্রশাসনিক বিভাগ | ঢাকা |
আয়তন (বর্গ কিমি) | ২,০৩২ |
জনসংখ্যা | মোট : ২০,৮৯,৩৩৬ পুরুষ:৫০.৫৮% মহিলা: ৪৯.৪২% |
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ০ কলেজ : ২৫ মাধ্যমিক বিদ্যালয়: ২৩১ মাদ্রাসা : ১১৩ |
শিক্ষার হার | ২১.৫ % |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | হাসান হাফিজুর রহমান |
প্রধান শস্য | ধান, পাট, আখ, সরিষা |
রপ্তানী পণ্য | পাট, তামাক, সরিষা |
ভৌগোলিক সীমানা
জামালপুর জেলার উত্তরে শেরপুর জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে বগুড়া জেলা ও যমুনা নদী অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ
জামালপুর জেলায় ৭টি উপজেলা রয়েছে। এগুলো হল:
- জামালপুর সদর উপজেলা
- বক্সীগঞ্জ উপজেলা
- দেওয়ানগঞ্জ উপজেলা
- ইসলামপুর উপজেলা
- মাদারগঞ্জ উপজেলা
- মেলান্দহ উপজেলা
- সরিষাবাড়ি উপজেলা
ইতিহাস
সাধক দরবেশ হযরত শাহ্ জামাল (র:) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গারো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের ২০তম জেলা জামালপুর।
অর্থনীতি
চিত্তাকর্ষক স্থান
গাড় (খ্রিষ্টান ধর্মাবলম্বী) পাহাড় এর পাদদেশে বকশীগঞ্জের বালূঝুড়ী ইউনিয়নের প্রাকৃতিক ঝর্ণার কলকালীতে মাতানো অবকাশ কেন্দ্র ঘুরে আসতে বেশ ভালই মনমাতানো পরিবেশ